‘আমাদের মাঝে যে ক্ষমতা’-সেই বিষয়কে ঘিরে ব্লগ এ্যাকশন ডে ২০১২ উদযাপিত

ইতোমধ্যে, ৯৫টি দেশের ব্লগাররা দ্রুত ও সঠিকভাবে আঙ্গুল চালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। তারা এমন এক দিনের জন্য তৈরি, যেদিন তারা সকলে একটি সাধারণ বিষয় বর্ণিল কিছু ব্লগ লিখবে, আর সেই কাহিনীর আলোকচ্ছটা সম্মিলিত লক্ষ লক্ষ পাঠকের সবার নজরে পড়বে। সেই দিনটি হচ্ছে ১৫ অক্টোবর, ২০১২, যে দিনটি ব্লগ এ্যাকশন ডে হিসেবে পালন করা হয়!

২০০৭ সাল থেকে ব্লগ এ্যাকশন ডে পালন করে আসা হচ্ছে, বছরের এই দিনে ব্লগ লেখায় ঝড় তোলার সুযোগ প্রদান করে হয়, আর যার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টি। গ্লোবাল ভয়েসেস প্রতি বছর এর কার্যক্রম তুলে ধরে, যে দিবসে পরিবেশ, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, পানিখাদ্যের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা হয়ে থাকে। ব্লগ এ্যাকশন দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘আমাদের মাঝে যে ক্ষমতা’ [‘দি পাওয়ার অফ উই’]।

‘আমাদের মাঝে যে ক্ষমতা’ এই বিষয়ে সম্বন্ধে লিখতে হবে?

Photo by Maria Grabowski

ছবি মারিয়া গ্রাবোস্কির

কোন ইতিবাচক পরিবর্তনের জন্য একসাথে কাজ করার ক্ষমতাকে কি আপনি অনুভব করেছেন? কোন একটি কারণের জন্য লড়াই করা নিয়ে আপনার নিজের প্রচেষ্টার বিষয়ে লিখুন, অথবা এমন একটি দলের সম্বন্ধে যে দলটি আপনাকে অনুপ্রাণিত করেছে-সংক্ষিপ্ত আকারেঃ কোন একটি পরিবর্তনের জন্য জনতার সম্মিলিত কর্মের বিষয় তুলে ধরুন। বিশ্বের যে কোন দেশ থেকে, যে কোন ভাষায় আপনি আপনার লেখা জমা দিতে পারেন।

‘আমাদের মাঝে যে ক্ষমতা’ নামক প্রতিপাদ্য বিষয় নিয়ে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ব্লগ এ্যাকশন ডে ২০১২-এ, যোগ দেওয়ার জন্য এখানে নিবন্ধন করুন। এই বিষয়ে তাজা সংবাদ পেতে চাইলে টুইটারে #বিএডি২০১২ হ্যাশট্যাগটি অনুসরণ করুন।

আমরা, ১৫ অক্টোবর তারিখে সারা বিশ্বে ছড়িয়ে থাকা গ্লোবাল ভয়েসেস-এর কন্ট্রিবিউটরদের লেখার তালিকা প্রদর্শন করব-আমাদের সাথে থাকুন!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .