বলিভিয়া: লা পাজে তেজস্ক্রিয় ইউরেনিয়াম আটক?

২৮শে আগস্ট, ২০১২ তারিখে বলিভিয় কর্তৃপক্ষ কয়েকটি কূটনৈতিক অফিসের কাছাকাছি লা পাজের কেন্দ্রীয় এলাকার একটি সম্পত্তি থেকে কোন রকম নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা ছাড়াই দুই টন কঠিন উপাদান – সম্ভবতঃ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় খনিজ পদার্থ – স্থানান্তর করার সময় আটক করে।

পুলিশের বিশেষ ইউনিটের পরিচালিত অভিযানটির নেতৃত্ব দেন সরকারের মন্ত্রী কার্লোস রোমেরো। পরবর্তীতে জনাব রোমেরো জানিয়েছেন [স্প্যানিশ ভাষায়] যে ল্যাবরেটরি পরীক্ষা এবং বিশ্লেষণে উপাদানটি “তেজস্ক্রিয় নয়। এটা কোনো [স্বাস্থ্য] ঝুঁকি সৃষ্টি করবে না” প্রমাণিত হয়।

তবে রোমেরো ভূতত্ত্ব ও খনিবিদ্যা পরিষেবা সের্ঘিওটেকমিন [স্প্যানিশ ভাষায়] এবং বলিভিয় বিজ্ঞান ও নিউক্লিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানে আরো তদন্তের কথাও ঘোষণা করেছেন [স্প্যানিশ ভাষায়]। উপাদানগুলোর সম্ভাব্য তেজস্ক্রিয়তার বিষয়টি এখনো অস্পষ্ট।

মূলধারার মিডিয়া বিষয়টি সম্পর্কে তৎক্ষণাৎ প্রতিবেদন প্রদান করে এবং সেটা সারাদিন ধরে প্রচার করে। #ইউরেনিও হ্যাশট্যাগ দিয়ে সামাজিক মিডিয়া সাইটে উদ্বেগ এবং বিদ্রূপাত্মক সহ নানা ধরনের মতামত প্রকাশিত হয়।

Police seize 2 tons of uranium in Sopocachi, La Paz, on August 28. Photo shared by Twitpic by Twitter user @pagina_siete

২৮শে আগস্ট তারিখে পুলিশ লা পাজের সোপোকাচিতে ২টন ইউরেনিয়াম বাজেয়াপ্ত করেছে। টুইটার ব্যবহারকারী @পাহিনা _সিয়েতে’র টুইটপিকের মাধ্যমে ছবিটি ভাগাভাগি করা হয়েছে

ব্লগার এবং সাংবাদিক আন্দ্রেজ গোমেজ ভেলা তার টুইটার অ্যাকাউন্টের (@আন্দ্রেসগোমেজউভে) মাধ্যমে মন্তব্য [স্প্যানিশ ভাষায়] করেছেন:

@andrsgomezv: Ojo, Bolivia no produce #uranio, ¿de dónde apareció este cargamento? Quizás Estaba en tránsito hacia a otro país, dice Viceministro Pérez

@আন্দ্রেসগোমেজউভে [স্প্যানিশ ভাষায়]: মনে রাখবেন বলিভিয়া ইউরেনিয়াম উৎপাদন করে না। (তাহলে) এই বিশাল চালান কোথা থেকে এসেছে? এটা হয়তো অন্য আরেকটি দেশে ট্রানজিটের জন্যে এসেছিল, বলছেন উপ-মন্ত্রী পেরেজ।

তাছাড়া, নেটাগরিকরা প্রথমতঃ অনিরাপদভাবে এধরনের সম্ভাব্য তেজস্ক্রিয় পদার্থ নাড়াচাড়া করা নিয়ে সমালোচনা করেছে।

সমস্যাটির ব্যাপারে প্রথমদিকে ফের্ণান্দা সান মার্টিন (@ফের_সানমার্তিন) [স্প্যানিশ ভাষায়] এর মন্তব্য করা একটি টুইট ব্লগার ও টুইটার ব্যবহারকারী মারিও দুরানের (@এমেদুরাঞ্চ) [স্প্যানিশ ভাষায়] একটি তাৎক্ষণিক জবাব উস্কে দিয়েছে:

@mrduranch: @Fer_SanMartin ¿fuente? #uranio ? ese material debe manejarse cubierto en recipiente de plomo es peligroso

@এমেদুরাঞ্চ [স্প্যানিশ ভাষায়]: @ফের_সানমার্তিন উৎস? #ইউরেনিও (ইউরেনিয়াম)? সেসব উপাদান সীসা আবৃত কন্টেইনারে নাড়াচাড়া করতে হবে, এটা (এভাবে নাড়াচাড়া করা) বিপজ্জনক।

এছাড়াও আন্দ্রেজ গোমেজ ভেলা (@আন্দ্রেসগোমেজউভে) [স্প্যানিশ ভাষায়] উল্লেখ করেছেন:

@AndrsGomezV: Algunas dudas #uranio: hasta ahora ningún experto lo vio ni certificó y si era tan radiactivo ¿por que transportaron como si fuera arena?

@আন্দ্রেসগোমেজউভে [স্প্যানিশ ভাষায়]: কেউ কেউ সন্দেহ করছে #ইউরেনিও: এখন পর্যন্ত কোনো বিশেষজ্ঞ পরীক্ষা বা প্রত্যায়িত করেনি এটা তেজস্ক্রিয় কিনা। এটা যদি (তেজষ্ক্রিয় না হয়ে) বালুই হবে তাহলে কেন এভাবে স্থানান্তরিত হচ্ছিল?

রেনান হুস্টিনিয়ানো (@রেনানহুস্টিনিয়ানো) [স্প্যানিশ ভাষায়] উপসংহার টেনেছেন:

@renanjustiniano: Si el mineral encontrado ayer es #uranio lo primero que deberia haber hecho era ver si era radiactivo no llamar a la prensa! #bolivia

@রেনানহুস্টিনিয়ানো [স্প্যানিশ ভাষায়]: গতকাল পাওয়া খণিজটি যদি #ইউরেনিয়া (ইউরেনিয়াম) তাহলে তাদের প্রথমে গণমাধ্যমকে না ডেকে সেটা তেজস্ক্রিয় কিনা যাচাই করা উচিৎ ছিল! #বলিভিয়া

লা পাজে আটককৃত খনিজ পদার্থের প্রকৃতি এবং তেজস্ক্রিয়তার তদন্ত এখনো চলছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .