রাশিয়া: অনলাইনের মাধ্যমে বন্যা দুর্গতদের সাহায্য ব্যবস্থাপনা

কিউবান, রাশিয়ায় বন্যায় ৬৪০টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে, ৫০০০ বেশী আংশিকভাবে নিমজ্জিত। রাশিয়ার অভ্যন্তরীণ দুর্যোগ কেন্দ্র মন্ত্রণালয়ের তথ্যানুসারে, জুলাই ৮ পর্যন্ত ১৫০ জন মানুষ প্রাকৃতিক দুর্যোগে মারা গেছে।

মানবিক এই বিপর্যয়ের শুরু থেকে, গোটা রাশিয়া জুড়েই নাগরিকরা মানবিক সাহায্য সংগ্রহ করছে সেই সমস্ত আক্রান্ত জনগোষ্ঠীর জন্য, যাদের অবস্থা শোচনীয়।

সবচেয়ে সক্রিয় অনলাইন সম্পদসমূহের সংক্ষিপ্ত তালিকা যারা এখন কিউবান দুর্গতদের সাহায্য সমন্বয় করছে।

ক্রাইমিয়াতে বন্যা দুর্গতদের সাহায্য সমন্বয় এর মূল পাতা [রাশিয়ান]

এই পোর্টালটি সাম্প্রতিক সময়ের তথ্য প্রদান করছে: ছবি প্রতিবেদন, দুর্যোগ এলাকা থেকে প্রচার, মৃতদের তালিকা এবং মানবিক সাহায্য পৌঁছানোর উপাত্ত। বর্তমানে স্বেচ্ছাসেবকদের প্রকৃত কি ধরনের সাহায্য প্রয়োজন এবং সাহায্য প্রদানে ইচ্ছুক ব্যক্তিবর্গ দুর্গত এলাকায় যেতে পারেন, সে সম্পর্কে তথ্য প্রদান করছে।

সতর্ক ঘণ্টা-জরুরী সাহায্যের মানচিত্র

ক্রাসনোদার ক্রাই এ আক্রান্তদের ছোট মানচিত্র সতর্ক ঘণ্টায় [রাশিয়ান] যুক্ত করা হয়েছে। মানবিক সাহায্য প্রদানের কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের সুনির্দিষ্ট অনুরোধ ও প্রস্তাবনা সম্পর্কে সর্তক ঘণ্টার স্বেচ্ছাসেবকরা তথ্য সরবরাহ করছে।

আপনি যখন একবার rynda.org তে রেজিষ্ট্রেশন করবেন, তখন আপনি ক্রাইমিয়ান স্বেচ্ছাসেবক হিসাবে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত তৈরী করতে পারবেন এবং ক্রাইমিয়াতে সাহায্যের বিষয়ে দিনে দুবার আপনি ইমেইলে নোটিশ পাবেন।

Интерфейс виртуальной карты Рында.орг

Rynda.org এর ভার্চুয়াল মানচিত্রের ইন্টারফেস

সব এলাকা থেকে সাহায্য জমা হতে শুরু করেছে। চাহিদা ও সাহায্য কেন্দ্রের বিস্তারিত তথ্য একটি সামাজিক রাজনৈতিক সংগঠনের ওয়েবসাইট নভোসিভিরিস্কতে ”সংস্কার” এ পাবেন।

Section of an article about the call for aid for those suffering in the crimea on the "REformation" homepage

“রিফর্মেশন” এর দৃশ্যমানচিত্র

কিউবানে সাহায্যের মানচিত্র

স্বেচ্ছাসেবক অথবা মানবিক সাহায্যের প্রয়োজন হলে, তা গণ উৎস অনলাইন মানচিত্রে বিন্দু যুক্ত করা সম্ভব।

Интерфейс Карты помощи Кубани

কিউবানে সাহায্য মানচিত্রের দৃশ্যমানচিত্র

মানবিক সাহায্য গ্রহণ কেন্দ্রের সংক্ষিপ্ত তথ্য বিবরণী

এলেইনা পোপাভেই এর ব্লগ [রাশিয়ান]

সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে:

মূল প্রতিবেদন [রাশিয়ান]

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .