লেবাননঃ পুরোপুরি এক অন্ধকার

১৮ জুন তারিখে লেবাননের দুটি প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জাহরানী এবং দিয়ের-আম্মার-এ, অজ্ঞাত কারিগরী ত্রুটির কারণে সমস্যা দেখা দেয়, যার ফলে সারা দেশ অন্ধকারে ডুবে যায়। আগে থেকে লেবানন ভয়াবহ বিদ্যুৎ সঙ্কটে ভুগছে, যে সঙ্কটের কারণে খুব কম সময়ে দেশটি তার প্রতিদিনের চাহিদার অর্ধেকের কম উৎপাদন করতে সক্ষম।

এর প্রতিবাদে, বিভিন্ন এলাকার নাগরিকরা এই পরিস্থিতি, যাকে তার বলছে অন্ধকার লেবানন (#ডার্কলেবানন), তার প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেছে (এবং কখনো কখনো এই ঘটনা নিয়ে ব্যঙ্গ করছে)। নীচে এই বিষয়ে কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল:

অনেক টুইটার ব্যবহারকারী এই পরিস্থিতিতে তাদের হতাশা ব্যক্ত করেছে [আরবী ভাষায়]:

@daywood:الشعب لا يريد بواخر لتوليد الطاقة الكهربائية بل ينتظر بواخر تحمله خارج #لبنان #DarkLebanon #LebanonOnFire

নাগরিকরা বিদ্যুৎ উৎপাদনের জন্য তেলবাহী জাহাজ চায় না, তারা সেই জাহাজ চায়, যে জাহাজ তাদেরকে লেবানন থেকে দূরে নিয়ে যাবে@ডার্কলেবানন#লেবাননঅনফায়ার

@৩আনতার : # ডার্কলেবানন!!! এটা কোন জীবন নয়!

@ডাইমামাসি: #ডার্কলেবানন, এটা #লেবানন ক্রমশ অচল এক লেবানন হয়ে পড়ার দিকে এগুচ্ছে।

@মাহদিবেরজুয়ি: আমি মনে করি আক্ষরিক অর্থে লেবানন একটি ব্যর্থ রাষ্ট্র, বিদ্যুৎ নেই# লেবানন#ডার্কলেবানন।

@ওয়ালিদফেরিহা: এই গরমে যারা #লেবানন ভ্রমণে করতে আসছেন, তারা প্রচুর মোমবাতি, দেয়াশালাই, ব্যাটারি এবং টর্চলাইট সাথে নিয়ে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করুন। #ডার্কলেবানন #لبنان

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি খাদিজা সহানুভুতিশীল, যারা এই মাসে তাদের চূড়ান্ত পরীক্ষায় বসবে [আরবি ভাষায়]:

@khadijaomari:مع احترامي للجميع الا اني اكاد اجزم ان طلاب الشهادات الرسمية هم اكثر المتضررين من قطع الكهرباء #darklebanon #bac2

সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তবে উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্ররা এই বিদ্যুৎ না থাকার ঘটনায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে#ডার্কলেবানন#বিএসি২

অনেক টুইটার ব্যবহারকারী বিদ্যুৎ মন্ত্রী-এর জন্য জিবরান বাসিলকে দোষারোপ করছে [আরবী ভাষায়]:

@marxist92: ويل لأمة كان جبرانها خليل وأصبح باسيل #DarkLebanon @GEBRAN_BASSIL

আমি এমন একটি জাতীর প্রতি দয়াশীল, যে জাতির জিব্রান একসময় কাহালিল ছিলেন, এখন সে বাসিল।

@মার্কিস্ট৯২ উল্লেখ করছেন, জিব্রান কাহালিল-এর কথা, যিনি লেবাননের অতি সুপরিচিত এবং শ্রদ্ধেয় লেখক।

@khadijaomari:ما اضرب من باسيل الا مافيات المولدات…العمى بياخدوا اكثر من الدولة ويادوب تجي الكهربا لان “المازوت غالي” #tfehhh #darklebanon

কেবল জেনারেটর মাফিয়ারা হচ্ছে বাসিলের চেয়ে নিকৃষ্ট। তারা সরকারের চেয়ে বেশী নেয়, আর আমরা তাদের কাছ থেকে খুব সামান্যই বিদ্যুৎ পাই, এই “উচ্চ মূল্যের তেলের” কারণে। # টিফেহে #ডার্কলেবানন।

বিদ্যুৎ সঙ্কটের জন্য আবির সকল রাজনীতিবিদদের দায়ী করেছে [আরবি ভাষায়]:

@AbirGhattas: هي مش واقفة بس على جبران باسيل. الكل عم بعرقل، يعني بدكن تشوفو الكهربا متل شي وحدة فاتحة اجريها و الكل محروم و مهييج. #DarkLebanon #Lebanon

এটা কেবল জিব্রান বাসিল নয়। উন্নতির পথে সকলে প্রতিবন্ধকতা আরোপ করছে। আপনি হয়ত বলতে পারেন যে বিদ্যুৎ বিভাগ হচ্ছে এমন এক নারী যে কিনা নিজেকে মেলে ধরছে এবং সকলে তার সাথে মিলিত হতে চাইছে।

কিছু নেট-নাগরিক, এর ইতিবাচক এরই মধ্যে এই অন্ধকার আচ্ছন্নতার ক্ষেত্রে কিছু ইতিবাচক দিক আবিস্কার করেছে

@এলটুকস: (#ডার্কলেবানন) লেবানন অন্ধকারে রয়েছে, আর এর ভালো দিক হচ্ছে যে আমি আমার বাসস্থানে ইন্টারনেট-এ রেকর্ড পরিমাণ গতি লাভ করেছি! #مصائبقومعندقومفوائد

@ওয়ালিদফেরিয়াহ: লেবানন হচ্ছে এমন এক রোমান্টিক রাষ্ট্র যেখানে সবাই চাঁদ অথবা মোমবাতির আলোয় রাত কাটায় #ডার্কলেবানন

লেবানন মেমেস” নামক ফেসবুকের জনপ্রিয় পাতা, এই পরিস্থিতির উপর দুটি জনপ্রিয় মেমে [ বিশেষ মতামত যুক্ত চিন্তা] প্রকাশ করেছে। এখানে তার দুটি তুলে ধরা হল:

ইন্টারনেট স্বাধীন। বিদ্যুৎ বিহীন। সুত্র: ফেসবুকে লেবানিজ মেমে নামক পাতা

আমাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা আপনার ঠিক হয়নি। লেবানিজ মেমের ফেসবুকের পাতায় প্রদর্শন করা আরেকটি মেমে।

সংবাদ পাওয়া গেছে যে কারিগরী ত্রুটি পুনরায় ঠিক করা হয়েছে, যার ভয়াবহ বিদ্যুৎ সঙ্কট থেকে দেশটিতে আবার আগের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এই সংক্রান্ত আরো তাজা সংবাদ এবং প্রতিক্রিয়া জানাতে চাইলে #ডার্কলেবানন নামক হ্যাশট্যগে প্রবেশ করুন। এই সংক্রান্ত তাজা সংবাদ এর জন্য নাওয়ারতুনা[আরবী ভাষায়] ( এটা একটি লেবাননী গালি, যার আক্ষরিক অর্থ “আপনি আমাদের জ্বালিয়ে দিয়েছন”) নামক উদ্যোগে প্রবেশ করতে পারেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .