লাতিন আমেরিকার দেয়ালচিত্র এবং নাগরিক শিল্প: অনলাইনে এবং পথের ধারে

২০১০ সালের জানুয়ারিতে গ্লোবাল ভয়েসের প্রদায়ক ইসা ভিলারিয়েল লাতিন আমেরিকার নাগরিক শিল্প এবং দেয়ালচিত্র (আরবান আর্ট অ্যান্ড গ্রাফিটি) নিয়ে তিন পর্বের একটি সিরিজ প্রতিবেদন (, , এবং ) লেখেন। লেখাটির শিরোনাম ছিল “দেয়ালচিত্র ও নাগরিক শিল্প: লাতিন আমেরিকার পথধ্বনি (গ্রাফিটি অ্যান্ড আরবান আর্ট: ভয়েস ফ্রম লাতিন আমেরিকান স্ট্রিটস)। এরপর থেকে ব্লগাররা এই বিকল্প শিল্প নিয়ে নানা প্রতিবেদন লিখছেন। এ অঞ্চলে এই শিল্পের জোরালো উপস্থিতি রয়েছে।

এ বছরের শুরুর দিকে বলিভিয়ার ব্লগার প্যাট্রিসিয়া ভারগাস (টুইটারে @এআরকুইটেকা [স্প্যানিশ]) চিলি সফরে যান এবং সেখানকার নাগরিক শিল্প আন্দোলন স্বচক্ষে দেখেন। তিনি কিছু ছবি শেয়ার করেন, তার কিছু অভিব্যক্তি দেখা যায় বিতাকরা সালিনাসানচেজ [স্প্যানিশ] ব্লগের অতিথি পোস্টে:

El arte urbano contemporaneo encuentra en Chile una gran galería de “arte para todos” ubicando grandes obras en varias ciudades y espacios públicos.

Según Hervé Chandès, curador de arte contemporáneo, afirma que el graffiti tiene mucha resonancia en Chile debido a los fuertes movimientos de protesta que vieron en los muros un soporte para hacer denuncias.

চিলিতে সমসাময়িক নাগরিক শিল্প চমৎকার একটা “সকলের জন্য শিল্প” গ্যালারি খুঁজে পেয়েছে। বিভিন্ন শহরে, উন্মুক্ত স্থানে চমত্কার চিত্রকর্মগুলো প্রদর্শিত হচ্ছে।

সমসাময়িক চিত্রকর্মের সংগ্রাহক হারভি স্যানডেজের মতে, চিলিতে দেয়ালচিত্রে ফুটে উঠে প্রবল প্রতিবাদ আন্দোলন ছবি, যেখানে বাড়িঘরের দেয়ালে তাদের দাবি-দাওয়া দেখা যায়।

বেলাভিসতা নেইবারহুডের মতো প্যাট্রিসিয়া সান্তিয়াগোর কয়েকটি গুরুত্বপূর্ণ নাগরিক শিল্পের কেন্দ্রস্থলকে তুলে ধরেছেন:

ভেলাভিসতা, সান্তিয়াগো, চিলি। ছবি তুলেছেন প্যাট্রিসিয়া ভারগাস। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

ভেলাভিসতা, সান্তিয়াগো, চিলি। ছবি তুলেছেন প্যাট্রিসিয়া ভারগাস। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

তিনি চিলি উপকুলের ভালপারাইসোর কিছু নাগরিক শিল্পের ছবিও তুলে ধরেছেন:

Valparaíso, ciudad portuaria de particular arquitectura, con una topografía llena de sorpresas donde el patrimonio y el abandono juegan un papel importante creando un hito a nivel mundial en el arte urbano, convirtiéndose en una galería internacional, es la Meca del graffiti, donde los rincones y recovecos menos pensados han sido apropiados por artistas locales y foráneos. Valparaíso es un juego de sensaciones visuales que te permite crear nuevos imaginarios de diferentes estéticas que van desde la consigna política, el punk hasta el humor.

চমত্কার স্থাপত্য্ আর বিস্ময়কর প্রাকৃতিক বৈশিষ্ট্যপূর্ণ বন্দর নগরী ভালপারাইসো। বৈশ্বিক পথশিল্পের বিকাশে নগরের ঐতিহ্য আর অবহেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একে আন্তর্জাতিক গ্যালারি করে তুলেছে। দেয়ালচিত্রকর্মের মক্কা বলে পরিগণিত হচ্ছে। অপ্রত্যাশিত কোনাকাঞ্চি দেশী-বিদেশী শিল্পীদের কাছে সমাদৃত হচ্ছে। ভালপারাইসো হচ্ছে দৃষ্টির অনুভবের সেই খেলা, যেখানে আপনি নন্দনতত্ত্বের নানা চিত্র তা হতে পারে রাজনৈতিক স্লোগান, কিম্ভুতকার ছবি, এমনকি হাস্যরসও অংকন করতে পারবেন।

ভালপারাইসো, চিলি। ছবি তুলেছেন প্যাট্রিসিয়া ভারগাস। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

ভালপারাইসো, চিলি। ছবি তুলেছেন প্যাট্রিসিয়া ভারগাস। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

গ্লোবাল ভয়েস অনলাইনের স্প্যানিশ ভাষার সম্পাদক জোয়ান আরেল্লানো সম্প্রতি আমাজন রেইনফরেস্ট অঞ্চলের পেরুর আইকুইতোসের দেয়ালচিত্র নিয়ে একটি ব্লগ [স্প্যানিশ ভাষায়] লিখেছেন। সেখানে জোয়ান ব্যাখ্যা করেছেন, পেরু সাধারণভাবে দেয়ালচিত্র বান্ধব নয়। কর্তৃপক্ষ কিংবা দেয়ালের মালিক দ্রুতই সেগুলো মুছে ফেলেন। তিনি সেখানে শেষবারের ভ্রমণে আইকুইতোস শহরে বেশ কিছু অক্ষত দেয়ালচিত্র দেখে বিস্মিত হন।

পেরুর আকুইতোসের নাগরিক শিল্প। ছবি তুলেছেন জোয়ান আরেল্লানো

আইকুইতোস, পেরু। শিল্পী সোসে। ছবি তুলেছেন জোয়ান আরেল্লানো

একই ব্লগে জুয়ান সোসে নামের একজন তরুণ নাগরিক শিল্পীর গল্প বলেন। তার গল্পের মধ্যে দিয়েই জানা যায়, এ অঞ্চলে নাগরিক শিল্পীরা কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেন:

Sose fue protagonista de un bochornoso hecho en días recientes: mientras realizaba un mural en una de las calles de Iquitos fue golpeado y detenido como delincuente por miembros del serenazgo de la ciudad quienes lo llevaron a la comisaría, quitándole además sus sprays y bocetos de dibujo. A raíz de esto el Director Regional de Cultura declaró su preocupación por el exceso de fuerza aplicado y pidió comprensión a las autoridades municipales pues estos artistas ayudan a embellecer la ciudad.

সম্প্রতি সোসে একটি বিব্রতকর অবস্থায় পড়েছিলেন। আইকুইতোসের একটি রাস্তায় মুরাল আঁকানোর সময় মিউনিসিটিপ্যাল পুলিশ তাকে আটক করে মারধর করে। তারপর তাকে দেয়াল রং করার স্প্রে-সহ তাকে থানায় ধরে নিয়ে যায়। এ ঘটনার সূত্র ধরে, সংস্কৃতি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক সোসের ওপর বল প্রয়োগের ঘটনা নিয়ে তিনি অবগত আছেন বলে জানান। একই সঙ্গে নগর কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেন, এই নাগরিক শিল্পীরা নগরের সৌন্দর্যবর্ধনেরই কাজ করছে।

জোয়ান নিচের ছবির মাধ্যমে দেয়ালচিত্র কিভাবে প্রতিবাদে ব্যবহৃত হচ্ছে, তা তুলে ধরেন:

আইকুইতোসের পানির জন্য জেগে ওঠা। ছবি তুলেছেন জোয়ান আরেল্লানো

ফেসবুকে আপনি লা আর্জেন্টিনা গ্র্যাফিটেরা পাতার মতো আরো কিছু পাতা পাবেন, যেখানে লাতিন আমেরিকার নাগরিক শিল্পকে তুলে ধরা হয়েছে। লা আর্জেন্টিনা গ্র্যাফিটেরা পাতার ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন ছবি ও তথ্য শেয়ার করে আর্জেন্টিনার নাগরিক শিল্পকে উত্সাহিত করছে।

গ্লোবাল ভয়েস অনলাইনের প্রদায়ক পাবলো আন্দ্রেজ রিভেরোর মুরো রিবেলদে [স্প্যানিশ ভাষা] (বিদ্রোহী দেয়াল) নামের একটি ব্লগ আছে। সেখানে নাগরিক শিল্পের ভিডিও এবং ছবি নিয়মিতভাবেই আপলোড করা হয়। পাবলো নিচের ভিডিওটি পোস্টটিতে [স্প্যানিশ ভাষায়] আর্জেন্টিনার শিল্পী ব্রেন্দা এবং মারিয়া ইউজেনিয়ার কাজ তুলে ধরা হয়েছে, যেখানে প্রাকৃতিক ভারসাম্য খোঁজা হয়েছে। এবং ফাঁকা জায়গায় প্রচুর রঙ দেখানো হয়েছে।

অন্য একটি পোস্টে পাবলো ইকুয়েডোরের শিল্পী কার্লা সানচেজ যিনি বুডোকা নামেই বেশি পরিচিত তাকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন:

আপনি বুডোকার কাজ দেখতে পারবেন তার ওয়েবসাইটে, ফ্লিকারে, ফেসবুকে

সবশেষে মুরো রিবেলদে প্যারাগুয়ের শিল্পী ওজি মনতানিয়াছবি প্রদর্শন করেছেন। ওজি মনতানিয়া অন্য একজন শিল্পীর সাথে মিলে লেখক অগাস্টো রোয়া বাসতোসের একটি মুরাল এঁকেছেন:

লেখক অগাস্টো রোয়া বাসতোসের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুরাল। ছবি নেয়া হয়েছে http://www.dementesx.com/ ওয়েবসাইট থেকে। সিসি বিওয়াই-এনসি-এসএ ৩.০

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .