ইয়েমেনঃ যুবরাজ নায়েফ এর মৃত্যুর পর ইয়েমেনের বিষয়াবলী দেখবে কে?

মৃত্যু সব সময় এক বেদনাদায়ক সংবাদ, কিন্তু সৌদি সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ নায়েফ বিন আবদুলআজিজ আল সাউদ-এর মৃত্যুর সংবাদ –এ, ইয়েমেনের অনেক নাগরিকের সামগ্রিক প্রতিক্রিয়া কেবল-এর মধ্যে সীমাবদ্ধ ছিল না।

সিংহাসনের উত্তারধিকারী (ক্রাউন প্রিন্স) যুবরাজ সুলতানের মৃত্যুর পর যুবরাজ নায়েফ “ইয়েমেন বিষয়ক” ঘটনাবলী দেখার দায়িত্ব প্রাপ্ত হন এবং সংবাদ রয়েছে যে তিনি তা অত্যন্ত কঠোর তার এই দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি আল কায়েদা নামক সংগঠনটিকে সৌদি আরব থেকে ইয়েমেনে স্থানান্তরিত করেন এবং উইকিলিকসে তার বক্তব্য উদ্ধৃত করা হয়েছে, তাতে জানা যাচ্ছে যে তিনি ইয়েমেনকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন।

#উইকিলিকস: ‪#KSA‬ Prince Nayef to US Embassy : #কেএসএ (সৌদি আরব) যুবরাজ নায়েফ যুক্তরাষ্ট্রের দূতাবাসকে জানান “ইয়েমেন একটি ব্যর্থ রাষ্ট্র, যা অত্যন্ত বিপজ্জনক”।http://bit.ly/o3uM3O ‪#ইয়েমেন

জেনি হিল, চ্যাথাম হাউজের একজন সহযোগী গবেষক যিনি ইয়েমেন ফোরাম পরিচালনা করেন, তিনি উল্লেখ করেন:

@জিনিইউকেআইআমি সন্দেহ কর যে যুবরাজ নায়েফ ছিলেন রিয়াদে আলি মোহসিনের শক্তিশালী এক পৃষ্ঠপোষক#ইয়েমেন

নীচে ইয়েমেন থেকে আসা কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল।

আতিয়াফ আলওয়াজির টুইট করেছেন:

@ওমেনফ্রমইয়েমে: সিংহাসনের উত্তরাধিকারী #সৌদি যুবরাজ নায়েফ মৃত্যু বরণ করেছেন- এই বিষয়টি #সৌদি আরব এবং তার প্রতিবেশী রাষ্ট্র #ইয়েমেন এবং # বাহরাইন-এর ঘটনাবলীর বিষয়ে প্রচণ্ড প্রভাবের সৃষ্টি করবে। http://www.guardian.co.uk/world/2012/jun…

বুরজ আলমারে-এর সাথে যোগ করেছে [আরবী ভাষায়]:

@BroojAA:
اعزعملاء المملكة من مشائخ وقيادات عسكرية وبائعين اراضينا ومتاجرين يأعراضنا بوفاة ولي العهد ورب نعمتهم ومشبع جوعهم .. جزع نائف وبقي المرتزقة
আমি সৌদি আরবের এজেন্ট, শেখ, সামরিক নেতাদের প্রতি আমার শোকবার্তা প্রকাশ করছি, যারা আমাদের মাতৃভূমিকে বিক্রি করে দিয়েছে এবং সিংহাসনের উত্তরাধিকারীর যুবরাজের মৃত্যুর ঘটনায় আমাদের সম্মান নিয়ে ব্যবসা করেছে, তারা তাদের সম্মানের বাহক এবং নিজেদের ক্ষুধার প্রশমনকারী… নায়েফ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু ভাড়াটে খুনীরা রয়ে গেছে।

ভদ্রমহিলা এর সাথে যোগ করেছেন:

@BroojAA:من اليمن للبحرين موت نايف بالنسبة لهم لايشبه الحزن …..ليش يا ولي العهد ؟؟؟
ইয়েমেন থেকে বাহরাইন পর্যন্ত সকলের কাছে কাছে নায়েফ-এর মৃত্যু ততটা বেদনাদায়ক নয়… কেন সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ?

এই বিষয়ে আমর বাদর–এর, এক প্রবল প্রতিক্রিয়া রয়েছে, সে টুইট করেছে:

@Amar_Bdr: أبرز إنجازات الأمير نايف .. نقل تنظيم القاعدة من السعودية الى اليمن … الله لا رحمه . ‎‫#اليمن‬ ‎‫#السعودية‬ ‎‫#نايف‬
যুবরাজ নায়েফ-এর অর্জন, আল কায়দাকে সৌদি আরব থেকে ইয়েমেনে পাঠিয়ে দেওয়া… পরম করুণাময় যেন তাকে দয়া প্রদর্শন না করেন।

মাই সালেহ ব্যঙ্গাত্মকভাবে উল্লেখ করেছে:

@A4Mai: يقولون اذكروا محاسن موتاكم..وأنا تعبت من البحث عن محاسن الأمير نايف تجاه ‎‫#اليمن‬ وما لقيت..يا الله عموماً الله يرحمه
তারা বলে যে মৃতের ভালো কাজের কথা স্মরণ কর…এবং ইয়েমেন বিষয়ে যুবরাজ নায়েফ-এর করা ভালো কাজ অনুসন্ধান করতে করতে আমি ক্লান্ত… তবে যাই হোক পরম করুণাময় যেন তাকে ক্ষমা করে।

সাম ওয়াদ্দাহ টুইট করেছে:

@সামওয়াদ্দাহ: আমি নায়েফ-এর মৃত্যুর সংবাদে আনন্দিত নই, যে কারো মৃত্যুর ক্ষেত্রে আমি আনন্দ অনুভব করি না। নায়েফের মৃত্যুর সংবাদে আমি যতটা বেদনার্ত, তাঁর চেয়ে আমি বেশী বেদনার্ত #সিরিয়ায় নিহত হওয়া শিশুদের জন্য।

ঘানেম এম টুইট করেছে:

‏@Ghanem_M:
يجرى الان التشاور مع الرئيس ‎‫#هادي‬ حول اعلان يوم حداد في ‎‫#اليمن‬ على وفاة ولي العهد السعودي الامير نايف بن عبدالعزيز ‎‪#Yemen‬
সৌদি সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ নায়েফ এর মৃত্যুর সংবাদে, তার মৃত্যুতে একদিনের শোক ঘোষণা করার বিষয়ে হাদির (ইয়েমেনের রাষ্ট্রপতি) সাথে এক আলোচনা চলছে ।

এবং সবশেষে ইয়েমেনের প্রাক্তন রাষ্ট্রপতি সালেহ-এর এক প্যারোডি একাউন্ট ব্যঙ্গাত্মকভাবে একটি বিশেষ কমিটির কথা উল্লেখ করে টুইট করেছে।:

‏@PresidentSalih: ياترى هل ستصرف لنا اللجنه الخاصه بدل سفر علشان نروح نعزي 😀 ‎‪#Yemen‬
আমি বিস্মিত হব, যদি বিশেষ কমিটি যাতায়াত ভাড়া প্রদান করে যাতে আমরা মৃতের প্রতি আমাদের শোক প্রদর্শন করতে পারি।

সংবাদে জানা গেছে যে যুবরাজ নায়েফের মৃত্যুর পর যুবরাজ সালমানকে সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ (ক্রাউন প্রিন্স) মনোনীত করা হয়েছে এবং যুবরাজ আহমেদ বিন আবদুল আজিজ স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন । তবে ইয়েমেনের নাগরিকরা এখন ভাবছে যে আগামীতে ইয়েমেনের ঘটনাবলী দেখাশোনা করবে কে এবং ইয়েমেনের ক্ষেত্রে এই বিষয়টি কি ভাবে প্রভাব ফেলতে যাচ্ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .