মিশরঃ মুবারক কি মৃত?

বিতাড়িত মিশরীয় প্রেসিডেন্ট হোসনি মুবারক কি মৃত? সামাজিক যোগাযোগের সাইটগুলোতে এই প্রশ্নটি বেশ কয়েকবারই উঠেছে। সাম্প্রতিক গুজবে কয়েকজন টুইটার ব্যবহারকারীর প্রতিক্রিয়া এখানে দেয়া আছে।

প্রতিবেদন অনুসারে, মুবারক “চেতনার ভেতরে ও বাইরে পতিত।” মুবারকের ৩২ বছর শাসনামলের অবসানের কারণ মিশর বিপ্লবে বিক্ষোভকারীদের হত্যার দায়ে তাঁকে কারাদন্ড দেয়ার পর এই খবর প্রকাশিত হয়।

কর্মী রাশা আবদুল্লাহ ঘোষণা দেনঃ


@রাশাআবদুল্লাহ
: মুবারকের মৃত্যু নিয়ে তুমুল গুজব। #Egypt

সহকর্মী হোসাম এল হামালাওয়ির প্রতিক্রিয়াঃ


@৩আরাবউই
: মুবারক জীবিত বা মৃত হোন না কেন, আমাদের এখনো মুবারকের কর্মস্থল ধ্বংস করতে হবে http://is.gd/DQKdGP #RevSoc

এবং মারওয়া এলনাগার স্মরণ করিয়ে দেনঃ


@মারওয়ামে
: মুবারক কোন ব্যক্তি নয়। মুবারক এক শাসনামল। গুজব হল ব্যক্তিটি অসুস্থ ও মৃতপ্রায়। আর ঘটনা হল, শাসনামল জীবিত এবং এখনো শোষণ করছে। #Egypt

এর মধ্যে, সাংবাদিক টম গারা মৃত্যু ঘটানোর আশঙ্কা করছেন। তিনি লিখেছেনঃ

@টমগারা: মিশরীয় কর্তৃপক্ষ কত আগ্রহভরে মুবারকের স্বাস্থ্যের খবর গোপন রেখেছে, এই স্বচ্ছতার অভাব কি মোড় ঘুরিয়ে দেয়ার জন্য নয়?

২০০৮ সালে, আল দাস্তুরের প্রধান সম্পাদক ইব্রাহিম ঈসাকে মুবারকের স্বাস্থ্য নিয়ে প্রতিবেদনের জন্য কারাদন্ড দেয়া হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .