ভারতঃ টরেন্ট ও ভিমিও সাইটের উপর আদালত নিষেধাজ্ঞার জন্য বিনোদন শিল্পের আবেদন

২০১২ এর মে-এর শুরু থেকে, ভারতের অনেক জায়গায় কিছু আইএসপি জনপ্রিয় ভিডিও সাইট ভিমিও এবং এর সাথে কিছু টরেন্ট সাইট যেমন দি পাইরেট বে, কিকঅ্যাস টরেন্ট, বিটস্নুপ প্রভৃতি সাইটগুলোকে বন্ধ করে রেখেছে।

প্রতিবেদন অনুসারে, এসবের কারণ হল রিলায়েন্স এন্টারটেইনমেন্ট যারা তাদের কিছু বড় বাজেটের ছবি মুক্তির জন্য দিল্লী হাইকোর্টের কাছ থেকে (আরো একবার) অগ্রাধিকার ‘John Doe‘ আদেশ পেয়েছে। ঐ কোম্পানি জোর দিয়েছে যে এসব কিছু ‘ছবি পাইরেসি রোধের’ লক্ষ্যে করা হয়েছে।

ভারতে ভিমিও ও পাইরেট বে-এর সেন্সরশিপ

ভারতে ভিমিও ও পাইরেট বে-এর সেন্সরশিপ। ছবি লেখিকার সৌজন্যে।

যাহোক, এ খবরে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে কারণ উল্লেখিত সব সাইট সব আইএসপিতে ব্লক হয়নি।
ব্লগার ভার্মা তার ব্লগ শেয়ার প্রেসে বিস্তারিত বলেছেনঃ:

এখন আমাদের বেশিরভাগ রিলায়েন্স কমিউনিকেশন ব্রডব্যান্ড ব্যবহারকারী যারা বন্ধ সাইটগুলোতে ঢোকার চেষ্টা করেছিলেন তারা পরবর্তী পেজে “The site has been blocked as per instruction from DOT” বার্তাটি পেয়েছেন।

[…] ইন্টারনেটে অবৈধ সাইটগুলো বন্ধের জন্য অনেক সরকারি ও বেসরকারি সংস্থা নিয়োজিত আছে। সব প্রধান আইএসপিগুলোর জন্য তাদের আলাদা করে সুষ্ঠ ব্যবস্থা গ্রহণের আদেশ এসেছে যেমন ডিএনএস নামধারী আইএসপি লেভেল, আলাদাভাবে আইপি অ্যাড্রেস এবং ডিআইপি ইউআরএল বন্ধ।

ভিমিও ও রিলায়েন্সের মত কিছু আইএসপি সাইটে ঢোকার সময় বার্তা।

ভিমিও ও রিলায়েন্সের মত কিছু আইএসপি সাইটে ঢোকার সময় বার্তা। ছবিঃ শেয়ার প্রেস। অনুমতি সাপেক্ষে প্রকাশিত

টুইটারে ফাইল শেয়ারিং সাইট বন্ধ নিয়ে প্রতিক্রিয়া ও তুমুম প্রতিবাদ দেখা গেছে।

@lleshShah: আমি ভিমিও ব্যবহার করতে পারছি না। #ভারত সরকারের #সেন্সরশিপের চিত্র… http://pic.twitter.com/eT8FRrPD

@ajantriks: ভারতে @vimeo কি আসলেই বন্ধ করা হয়েছে নাকি আমি এসব ভুল বার্তা দেখে পাগল হচ্ছি? @anjakovacs @jackerhack @zainabbawa @geohacker

@jackerhack: @ajantriks রিলায়েন্সে বা অন্য নেটওয়ার্কে আটকে গেছেন। রিলায়েন্স ভিমিওতে কোন ছবি মুক্তির পূর্বে পাইরেসি বন্ধ করার জন্য আদালতের নির্দেশ পেয়েছে। @anjakovacs

 @kaustubh4evr: ভারতে ভিমিওসহ কয়েকটি টরেন্ট সাইট বন্ধ হয়েছেঃ এর মূলে হল সেন্সরশিপের আদেশ ছবি স্টুডিও বা সঙ্গীত বিবরণ,… http://bit.ly/LepfJ4

 @mihirfadnavis: সন্ত্রাস? খাদ্য সংকট? বিদ্যুৎ বিচ্ছিন্ন? দুর্নীতি? না জনাব, ভারতের সবচেয়ে বড় হুমকি হল ভিমিও!

@varunasingh: @relianceworld আপনারা যা করছেন তা দুঃখজনক এবং ইন্টারনেটের নীতিমালার বিরুদ্ধে।

@_anshulk: :ভিমিও বন্ধ করা মূর্খতা #রিলায়েন্স #সেন্সরশিপ #ভারত

@wewakesaynoy: :যারা রিলায়েন্স ব্যবহার করছেন তাদেরকে বলছিঃ টিপিবি, ভিমিও বন্ধ করা হয়েছে এবং আরো কিছু হবে। আপনারা কি সত্যি এরকম আইএসপি চান?

@TheBigGeek: #রিলায়েন্স দ্বারা বন্ধ হয়েছে এবং #ভারতী ও #টাটা দ্বারা হয়নি #Tata #VSNL #CRAZY একটি আইএসপির জন্য একটি ডট কিভাবে হতে পারে :****

বন্ধ সাইট গুলো নিয়ে এত শোরগোলের প্রভাব পড়েছে। সাইটগুলো রিলায়েন্স আইএসপিতে খুলে দেয়া হয়েছে, যেমনটি চাই কাঁদাই এর ফেসবুক বার্তা থেকে জানা গেছে:

ভিমিও আমাদের কাছে ফিরে এসেছে। ইয়াহু! মনে হয় রিলায়েন্স কমিউনিকেশন তার মাথার মধ্যে কোন জ্ঞান লাভ করেছে অথবা মানুষ ছবি ডাউনলোড করার অন্য কোন উপায় পেয়েছে। কারণ যাই হোক। এখন ভিমিওর জন্য আনন্দিত। তারপরও বুঝতে পারছি না প্রথমে তারা কিভাবে বন্ধ করতে পারল।

কয়েকজন টুইটার ব্যবহারকারী এই তথ্য দ্বিতীয়বারের মত জানিয়েছেন যে আইএসপিতে এখন সাইটসমূহ চালানো যাচ্ছে।

@crazyscorpio12: :অবশেষে! রিলায়েন্স ইন্ডিয়াতে টিপিবি ও ভিমিও চালু। ইয়াহু!

@aditya_bhatt: এখন রিলায়েন্সে টিপিবি ও ভিমিও চালু হয়েছে।

যাহোক, এটি একটি সাময়িক বিরতি। তাদের পরবর্তী ব্যয়বহুল ছবি মুক্তি পর্যন্ত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .