আরব বিশ্ব: বিপ্লবে যে প্রযুক্তিগুলো দরকার

আরব উত্থানগুলো পরিবর্তন আনার ক্ষেত্রে সামাজিক মিডিয়া এবং মোবাইল প্রযুক্তির ভূমিকা সম্পর্কে একটি বিতর্ক সৃষ্টি করেছে। ঐ বিষয়ে আপনি যে সিদ্ধান্তেই আসুন না কেন এক্টিভিস্টরা নিশ্চয়ই নতুন প্রযুক্তির ব্যাপক সম্ভার ব্যবহার করবেন এবং আমরা এই পোস্টে সেগুলোর কয়েকটির উপর দৃষ্টিপাত করবো।

আপনার গ্রেফতার রিপোর্ট

আরব উত্থানের প্রারম্ভে অনেক ব্লগার এবং এক্টিভিস্ট গ্রেপ্তার হয়েছে। সিরিয়াতে শুধু গত কয়েক মাসে রিমা দালি, সাফানা বাগলেহ, আলি মাহমুদ ওথমান, রাজান ঘাজ্জাউয়িকে হাজতে ঢোকানো হয়েছে। মিশরে গ্রেপ্তারকৃতদের মধ্যে মাত্র কয়েকজন হলেন মাইকেল নাবিল সানাদ, আলা আব্দ এল ফাত্তাহ  এবং আমর ঘ্রাবেয়া। তিউনিশিয়া এবং বাহরাইনের মত দেশের পাশাপাশি মিশরে ঢুকতে না দিয়ে তদন্ত করার নাম করে কায়রো এয়ারপোর্টে আটকে রাখা ব্লগার অথবা এক্টিভিস্টদের কথা বাদ দিলেও এই কয়টি দেশ।

ব্লগার এবং এক্টিভিস্টদের কাউকে কাউকে পরে মুক্তি দেয়া হলেও গ্রেপ্তারের সময় তাদের অনেকে কি ঘটছে একথা তাদের আইনজীবি ও পরিবারের সদস্যদের বলারও সময় পায়নি। আর এখানেই প্রযুক্তি একটি ভূমিকা পালন রাখতে পারে। সামান্য আগে গ্লোবাল ভয়েসেস এডভোকেসি প্রদায়ক রামি রুফ এরকম একটি প্রযুক্তিগত সমাধান এতমাসাক্ত সম্পর্কে বলেছেন:

@রামিরুফ: আমাদের বন্ধু মোহাম্মেদ হুসেন (@৭আলোলি) এই ব্যবহারিক প্রযুক্তিটি http://bit.ly/Etmasakt তৈরী করেছেন যা দিয়ে আপনি গ্রেপ্তার হয়ে যাওয়ার সময় মানুষকে সতর্ক করতে পারেন। #মিশর #অ্যান্ড্রয়েড

এতমাসাক্ত

এতমাসাক্ত আপনাকে বহু নম্বরে (পরিবার, আইনজীবি, এক্টিভিস্ট ইত্যাদি) ক্ষুদে বার্তা পাঠানোর পাশাপাশি আপনার গ্রেপ্তারের স্থানটি জানাতে সাহায্য করে।

আরবি শব্দ এতমাসাক্ত মানে “আমি গ্রেফতার হয়েছি।” অরলান্ডো এলকাবীর তার ব্লগে ব্যবহারিক প্রযুক্তিটি সম্পর্কে লিখেছেন এবং এটা কীভাবে বহু প্রাপককে এক ক্লিকে আপনার ফোনের জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ধরে নিয়ে আপনার সঠিক অবস্থানসহ একটি ক্ষুদে বার্তা পাঠায় সে সম্পর্কে:

التطبيق يمكنك في حالة القبض عليك من ارسال رسالة لعدة أرقام تخبرهم فيها أنه قد تم القبض عليك ويرسل عنوانك بدقة بضغطة زر واحدة
ব্যবহারিক প্রযুক্তিটি আপনাকে আপনি গ্রেপ্তার হয়েছেন জানিয়ে একাধিক প্রাপককে একটি ক্ষুদে বার্তা এবং এক ক্লিকে তাদের কাছে আপনার সঠিক অবস্থানটি জানানোর সুযোগ করে দিবে।

এতমাসাক্তই এধরনের একমাত্র ব্যবহারিক প্রযুক্তি নয়। এছাড়াও “বাইটটুএবেদ৩আলিয়া” এবং “আমি গ্রেপ্তার হতে যাচ্ছি” রয়েছে; বড় ধরনের ব্যবহারকারী ভিত্তিক হওয়ার কারণে শেষোক্তটি পুরোনো মনে হয়। এধরনের বিভিন্ন সব ব্যবহারিক প্রযুক্তির অস্তিত্ব মূলত একই কাজের জন্যে যার মানে হলো তাদের একটি প্রয়োজন রয়েছে।

সরাসরি ভিডিও সম্প্রচার

আপনি আপনার ভিডিও ক্যামেরা দিয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা রেকর্ডিং করার পর বন্দি হয়ে নিরাপত্তা বাহিনীর হাতে আপনার ক্যামেরা ধ্বংস হয়ে গেলো অথবা অন্তত জোর করে আপনার মেমরি কার্ড মুছে দিলো, এর থেকে বেশি খারাপ কিছু হতে পারে না। আর একারণেই এক্টিভিস্টদের কাছে ব্যাম্বিউজার খুব জনপ্রিয় টুল (সরঞ্জাম)। এই সুইডিশ মোবাইল ব্যবহারিক প্রযুক্তিটি আপনাকে ভিডিও ধারণ করে তক্ষুণি সেগুলি আপনার মোবাইল ফোন থেকে আপলোড করার সুযোগ দিবে; অনেকটা আপনার পকেটে একটা ভিডিও সম্প্রচার স্টেশন থাকার মতো।

সিরীয় সরকার এটা অবরোধ করার পূর্ব পর্যন্ত অনেক সিরিয়াবাসী ব্যাম্বিউজার ব্যবহার করেছে। ফেব্রুয়ারিতে এই পরিষেবাটি তার নিজস্ব ব্লগে জানিয়েছে যে সিরিয়াতে একে অব্রোধ করা হয়েছে:

বিগত সপ্তাহগুলোতে সিরিয়া থেকে ব্যাম্বিউজার সম্প্রচারের সংখ্যা বেড়ে গিয়েছে। এসব ফুটেজে সিরিয়াতে বোমাবর্ষণ, আক্রান্ত জনগণ, ধ্বংস এবং স্থানীয় মাঠপর্যায়ের হাসপাতালের করুণ অবস্থা দেখা যাচ্ছে।

হোমসে তেল পাইপলাইন ধ্বংসের মতো কিছু কিছু সরাসরি ফুটেজ বিভিন্ন প্রধান প্রধান টিভি চ্যানেল যেমন সিএনএন, বিবিসি, আলজাজিরা এবং স্কাইনিউজে ব্যবহৃত হয়েছে:

আমরা বিশ্বাস করি এই ফুটেজ ব্যাম্বিউজার.কম অবরোধ এবং সিরিয়ার থ্রিজি মোবাইল ফোনে সরাসরি ভিডিও সম্প্রচারের সম্ভাবনাকে নিষ্ক্রিয় করতে সিরীয় সরকারকে উদ্যত করেছে।

মিশরে তারেক শালাবি ব্যম্বিউজার ব্যবহার করে তার নিজের গ্রেপ্তারের সংবাদ জানিয়েছেন এবং বিশেষ করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমতি না দেয়ার কারণে এক্টিভিস্টরা সংসদীয় নির্বাচন পর্যবেক্ষণে পরিষেবাটি ব্যবহারের পরিকল্পনা করেছেন। মিশরীয় বিপ্লবের প্রথম দিনগুলোতে দু’দিন পরে পুরো ইন্টারনেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়ার আগে অন্যান্য পরিষেবার পাশাপাশি সরকার ব্যম্বিউজার অবরোধের সিদ্ধান্ত নিয়েছিল

অন্যান্য সরঞ্জাম

নেক্সট ওয়েবের ন্যান্সি মেসিয়াহ এক্টিভিস্টদের জন্যে মৌলিক মোবাইল ব্যবহারিক প্রযুক্তি অস্ত্রাগার জড়ো করেছিলেন। তৃণমূল পর্যায়ে ডিজিটাল এক্টিভিস্টদের সনাক্তকরণ, সংযোগ, এবং সমর্থনের জন্যে নিবেদিত এবং নতুন প্রযুক্তি ব্যবহারের পক্ষাবলম্বনকারী অলাভজনক সংস্থা আন্দোলন.অর্গ মুক্ত উৎস শব্দ প্রক্রিয়াকরণ (ওপেন সোর্স ওয়ার্ড প্রসেসিং) এবং অডিও/ভিডিও সম্পাদনা সফ্টওয়্যার থেকে শুরু করে এনক্রিপশন এবং টানেলিং সফ্টওয়্যার পর্যন্ত কয়েক ডজন ব্যবহারিক প্রযুক্তির তালিকা করেছে

এছাড়াও এটার মতো কম দরকারি ব্যবহারিক প্রযুক্তি রয়েছে যা আপনার মোবাইল ফোনে মিশরীয় বিপ্লবের সময় গৃহীত ছবির গ্যালারি এনে দিয়ে নথিবদ্ধ করার চেষ্টা করতে পারে।

স্বয়ংক্রিয়তার মন্দ দিক

উপরোক্ত ব্যবহারিক প্রযুক্তিগুলোর উপকারিতা সত্ত্বেও স্বয়ংক্রিয়তা একটি সমস্যাও হতে পারে। মোস্তফা শেস্তাউয়ি থেকে একমাস আগে এক্টিভিস্ট হোসাম এল হামালাউয়ি একটি ক্ষুদে বার্তা পেয়েছেন যা বলছে যে তিনি গ্রেপ্তার হয়েছেন।

@৩এরাবাউয়ি: সবাই শুনুন, কয়েক মিনিট আগে আমি @এমশেস্তাউয়ি থেকে একটা লিখিত (টেক্সট) বার্তা পেয়েছি যা বলছে যে তিনি গ্রেপ্তার হতে যাচ্ছেন। আমি তাকে ফোন করলেও তিনি উত্তর দিচ্ছেন না।

জনগণ (ইতোমধ্যে) মোস্তফা শেস্তাউয়ি সম্পর্কে চিন্তিত হয়ে পড়ে এবং পরে আবিষ্কৃত হয় যে বার্তাটি ভুল পাঠানো হয়েছিল:

@এমশেস্তাউয়ি: জনগণ আমি ভাল আছি। আমি গ্রেপ্তার বা কিছু হইনি। আমার ফোনটি আমার সঙ্গে ছিল না। জনগণ আমি দুঃখিত।

@এমশেস্তাউয়ি: আমি ঘুমিয়ে থাকার সময় কেউ এই ব্যবহারিক প্রযুক্তিটির উপর চাপ দিয়েছে। যেই করে থাকুক আমি তাকে শাস্তি দিব। আমি সত্যিই দুঃখিত।

সবশেষে, ঠিক এক্টিভিস্ট ও নাগরিকদের মতো একনায়কেরাও নতুন প্রযুক্তি ব্যবহার করে। স্বৈরাচারী শাসকগোষ্ঠী সেন্সরশিপ আরোপ এবং গণতন্ত্রের পক্ষের বিক্ষোভকারীদের উপর গোয়েন্দাগিরি করার সময় মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে প্রচুর সাহায্য পেয়েছে। প্রযুক্তি একটি দ্বিধারী তরবারীর মতো প্রত্যেকেই নিজ নিজ উদ্দেশ্যে একে ব্যবহার করে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .