ইরানঃ রাজনৈতিক কারাবন্দীদের জন্য পাগলা দেওয়াল লিখন সপ্তাহ

পাগলা দেওয়াল লিখন সপ্তাহ ইরান  নামের একটি ফেসবুক গ্রুপ শত শত ইরানী রাজনৈতিক কারাবন্দীদের সম্মানে সকলের জন্য ১-৭ এপ্রিল পর্যন্ত বিশেষ সপ্তাহ পালনের আহ্বান জানিয়েছে।

জনগন তাদের শার্টে, দেওয়ালে, নিজেদের বাড়িতে এবং পোষাকে চিহ্ন রাখছেন

সাম্প্রতিক কালে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজারও সমর্থক মিশরে “পাগলা দেওয়াল লিখন সপ্তাহ” পালন করেছে। এ উদ্যোগটি তার দ্বারা সমর্থিত ও অনুপ্রাণিত।

কল্পনার জগৎ ও বাস্তব জগতের মেলবন্ধন

স্টেনসিল কিভাবে তৈরী করতে হবে এবং বাস্তব জগতে কিভাবে তা ব্যবহার করা হবে সে বিষয়ে ইউটিউবের এ ভিডিওটিতে ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে।

সারা বিশ্বের মানুষ  উদ্যোগটিকে সমর্থন করে পাগলা দেওয়াল লিখন সপ্তাহ ফেসবুক ছবি এ্যালবাম এ একাধিক ছবি শেয়ার করেছেন।

আমস্টারডাম

Mad Graffiti Week for Iran in Amsterdam

অকল্যান্ড, ক্যালিফোর্নিয়া

A Free Bahareh stencil during Mad Graffiti Week Iran

ওয়াশিংটন ডিসি


Mad Graffiti Week for Iran in Washington DC

ইরানীয় কারাবন্দীদের পক্ষে দেওয়াল লিখন নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, সুইডেন, মিশর, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, শহর ছাড়িয়ে অন্যান্য স্থানে পৌঁছেছে। রাজনৈতিক বন্দীদের চেহারা তুলে ধরে আমরা অনলাইন কর্মসূচিকে বাস্তবের পৃথিবীর পরিবেশে বিকাশ ঘটাতে পেরেছি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .