রাশিয়া: ইয়েভগেনি মালকিন নামক খেলোয়াড়ের ২০১২ স্ট্যানলি কাপ-এর প্লেঅফ পর্বে যাত্রা

ইয়েভগেনি “জেন” মালকিন- এক রুশ বংশোদ্ভুত হকি খেলোয়াড়। তিনি সম্প্রতি এনএইচএল-নামক আইসহকি লীগ প্রতিযোগিতায় পিটসবার্গ পেঙ্গুইন দলের বিকল্প অধিনায়ক-বলে বিবেচিত হন, তিনি ২০১২-এর স্ট্যানলি কাপ প্রতিযোগিতার প্লেঅফ পর্বে দলকে নেতৃত্ব প্রদান করছেন।

১৯৮৬ সালে সে শিল্প নগরী মাগনিটোগ্রস্ক-এ জন্মগ্রহণকারী ইয়েভগেনি একই শহরের মেটালার্গ মাগনিটোগ্রস্ক হকি ক্লাবের-এর পক্ষে প্রথম খেলা শুরু করে, যে একই ক্লাবে তার পিতা রক্ষণব্যুহে খেলত। ২০০৩ সালে ইয়েভগেনি অনুর্ধ্ব বিশ্ব হকি প্রতিযোগিতায় রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করে। ২০০৪ সালে সে সমগ্র এনএইচএল-এর দ্বিতীয় সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়। ইতোমধ্যে, ২০০৯ সালে সে তার প্রথম আর্ট রস ট্রফি জয়লাভ করে।

২৬ ফেব্রুয়ারি ২০১২-এ, পিটসবার্গের কনসল এনার্জি সেন্টার, পিএ-তে অনুষ্ঠিত খেলায় পিটসবার্গ পেঙ্গুইন সেন্টারের ইয়েভগেনি মালকিন, কলম্বাস ব্লুজ জ্যাকেটের বিরুদ্ধে স্কেট করছে। ছবি মাইকেল মিলারের (উইকিমিডিয়া কমন্স, সিসিবাইএসএ ৩.০)।

২০১২ সালের বছরের শুরুতে ক্যালগারিতে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র হকি প্রতিযোগতার সেমিফাইনালে রাশিয়া ৬-৫ গোলে কানাডাকে পরাজিত করে, কিন্তু ফাইনালে তারা সুইডেনের কাছে পরাজিত হয়। দি পেনস ব্লগ জনাব মালকিন-এর টুইটার একাউন্টের মাধ্যমে তার কানাডীয় হকি ক্লাবের সঙ্গীর সাথে করা হাস্যরসাত্মক ভঙ্গিমার ছবি ধারণ করেছে

যেমনটা আপনারা জানেন, আজ রাতে রাশিয়া জুনিয়র বিশ্ব হকি প্রতিযোগিতার সেমিফাইনালে কানাডাকে পরাজিত করেছে। ইয়েভগেনি মালকিন সারারাত টুইটারে কাটিয়েছে। জেমস নেইলও তার এই কার্যকলাপের সাথে যুক্ত ছিল[…]।

এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে ক্রসবি, স্তাল, ফ্লুরি এবং আসহাম সবাই মালকিন-এর কাছে ১০০ মার্কিন ডলার করে পাবে। পেনসের জন্য খুব খারাপ, কারণ পেনস ফাইনালে কোন সুইডেনের খেলোয়াড়কে পাবে না।

এখানে কিছু উল্লেখযোগ্য কিছু টুইট প্রদান করা হল, যা কিনা উক্ত পোস্ট সাইট উদ্ধৃতি হিসেবে প্রদান করেছে:

জেমস নেইল:

@মালকিন ৭১_: “জেনো” [মালকিন], এই যে তারা আসছে।

 

ইয়েভগেনি মালকিন:

কানাডা আজ রাতে হেরে যাচ্ছে এই বিষয়টি দেখার জন্য আর তর সইছে না!!!

 

ইয়েভগেনি মালকিন:

স্কোর কত কানাডা )))))?????

 

ইয়েভগেনি মালকিন:

ধন্যবাদ বালকেরা))))????#৮৭, ১১, ২৯, ৪৫-১০০ মার্কিন ডলার আগামীকালের বাজী, দয়া করে)))))

 

জেমস নেইল:

যে কোন কিছু ঘটতে পারে। কি দারুণ এক খেলা। কানাডার খেলোয়াড়রা দারুণ লড়াই করে হেরে গেল। এবার তোমরা সৌভাগ্যবান @ মালকিন ৭১_

ফাদার স্পোর্টস ব্লগ তাদের ফেব্রুয়ারির এক পোস্টে আলোচনা করেছে কি ভাবে মালকিন, পেঙ্গুইন-এর অধিনায়ক সিডনী ক্রসবির অনুপস্থিতিতে অধিনায়োকচিত ভূমিকা পালন করছে:

এমনকি যখন সিডনি ক্রসবি আহত, তখন ইয়েভগেনি মালকিন দারুণ এক সময় কাটাচ্ছে। জানুয়ারি ২০১১-এর তিন সপ্তাহের মধ্যে, ক্রসবি এক সংঘর্ষ আহত হয় এবং সে সময় মালকিন তার হাটুর ক্ষত নিয়ে ভুগছিল, আর তা ঘটে এমন এক দলের জন্য যা কিনা স্ট্যানলি কাপ নামক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করছে, তাদের ভবিষ্যতের সম্মানিত তারকাদের (হল অফ ফেম) খেলা যদি সংশয়ের মধ্যে পড়ে যায়, তাহলে বিষয়টি উদ্বেগজনক।

এদিকে যখন ক্রমাগত চোটের কারণে সিডনি ক্রসবির সাইডলাইনে বসে আছে, তখন একই সময়ে মালকিন তার দাপট দেখিয়ে যাচ্ছে। কেউ একজন ধারণা করতে পারবে না যে, মাত্র কিছু দিন আগে তার হাঁটু ভেঙ্গে গিয়েছিল, কারণ সে এত দারুণ খেলছে। বর্তমানে মালকিন এনএইচএল-এ ৭৮ পয়েন্ট নিয়ে সবার চেয়ে এগিয়ে আছে এবং পেঙ্গুইনদের দেখে মনে হচ্ছে যে তারা শিরোপার অন্যতম দাবীদার।

মালকিনের কারণে, পেঙ্গুইনরা পূর্বাঞ্চলে [ইস্টার্ণ কনফারেন্স]-এ চতুর্থ স্থানে আছে। এই মৌসুমে পাঁচবার সে এক খেলায় পাঁচটি গোল করেছেন, যা এক উল্লেখযোগ্য অর্জন। পাঁচবার! বর্তমান সময়ে এনএইচএল-এ এই ধরনের কীর্তি, এক কথায় অসাধারণ।

মার্চে, মালকিনের খেলার ধরণ নিয়ে এক আলোচনার সূত্রপাত ঘটে। বোস্টন ব্রুইনসের রক্ষণভাগের খেলোয়াড় জনি বয়চুক নামক খেলোয়াড়কে আঘাত করার কারণে তাকে নিষিদ্ধ করা হবে কিনা এই নিয়ে এই আলোচনার সূত্রপাত হয়েছিল:

পিটসবার্গ পোস্ট গ্যাজেত্তার মতে শনিবারে ধাক্কা দিয়ে পেনাল্টি প্রদান করা মালকিনকে, ব্রুইন্সের বিপক্ষে জয়লাভের পর তার শাস্তির মেয়াদ বাড়ানো হবে জানানো হয়: কোন নিষেধাজ্ঞা নয়, কোন জরিমানা নয়, কেবল টাইম সার্ভ।

এম্পটি নেটারসের সেথ রোরাবোভ সঠিক ভাবে বিষয়টি ধরতে পেরেছে। এটা মালকিনের পক্ষে এক বাজী। তৎক্ষনাৎ কোন আহত হবার ঘটনা ঘটেনি। এর আগে তার এভাবে অবৈধ আঘাত করার নজির নেই এবং শেষ মূহুর্তে বোর্ডের সাথে ধাক্কা লাগার কারণে বয়চুকের শরীরে আঘাতের চিহ্ন তৈরী করে, যা কিনা শৃঙ্খলায় সামান্য দাগ তৈরী করেছে।

এপ্রিলে ইংরেজী এবং রুশভাষী, উভয় সূত্র জানাচ্ছে যে জনাব মালকিন এই মৌসুমে ৫০টি গোল করেছেন, এটা নানা কারণে উল্লেখযোগ্য, ১) এই মৌসুমে লীগে তুলনামূলক ভাবে কম গোল হচ্ছে ২) হাঁটুর চোটের কারণে মালকিন বেশ কয়েকটা খেলা খেলতে পারেনি।

সিবিএস স্পোর্টস ব্লগ, তাদের ৭ এপ্রিলের পোস্টে ঘোষণা প্রদান করে এবং সাথে উল্লেখ করে যে নিয়মিত মৌসুম শেষ হবার পর সর্বোচ্চ গোলদাতা হবার কারণে দ্বিতীয়বারের মত ইয়েভগেনি আর্ট রস ট্রফি অর্জন নিশ্চিত করেছে:

শনিবারে ফিলাডোলফিয়ার বিরুদ্ধে খেলার আগেই এই বিষয়টি নিশ্চিত হয়ে যায় যে এই মৌসুমে ইয়েভগেনি এনএইচএল-এ সর্বোচ্চ গোলদাতা হয়ে লীগ শেষ করতে এবং দ্বিতীয়বারের মত আর্ট রোজ ট্রফি অর্জন করতে যাচ্ছে। আর সে ঠিক এই কাজটি করতে যাচ্ছে, যেহেতু সে নিয়মিত মৌসুমে ১০৯ পয়েন্ট অর্জন করে লীগ শেষ করতে যাচ্ছে, তার এবং দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ব্যবধান রয়েছে। এনএইচএল-এর এবারের লীগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হচ্ছে টাম্পা বের স্টিভেন স্টামকোস।

আর মালকিন মাত্র ৭৫টি খেলায় এই পয়েন্ট অর্জন করেছে। সে প্রতিটি খেলায় ১.৪৫ পয়েন্ট করে স্কোর করেছে, গড়ে অন্যদের স্কোর তার তুলনায় অনেক কম।

এখন একমাত্র যে প্রশ্নটি বাকি ছিল তা হচ্ছে সে কি এই মৌসুমে তার ৫০তম গোল করতে সক্ষম হবে কি না। দ্বিতীয়ার্ধে যখন পেইঙ্গুন ৩-২ গোলে এগিয়ে ছিল, তখন সে বরফের কেন্দ্রে গিয়ে ফ্লাইয়ার্সদের গোলরক্ষক সের্গেই বাবোরাভস্কিকে কব্জির মোচড়ের এক শটে পরাজিত করে।

স্টারস্পোর্টস.কম হচ্ছে একটি রুশ-ভাষী সংবাদপত্র সংস্থা, তারা ৮ এপ্রিল তারিখে, মৌসুমে মালকিন–এর ৫০ তম গোলের বিষয়ে ঘোষণা প্রদান করে। এর কয়েকদিন পরে, রুশ ভাষী এক টুইটার ব্যবহারকারী মালকিনের অনুশীলনের একটি ইউটিউব ভিডিও পোস্ট করে

স্ট্যানলি কাপ প্লেঅফ-এর বিষয়টি সামনে রেখে জনাব মালকিন তার টুইটার একাউন্টের মাধ্যমে ইংরেজী এবং রুশ উভয় ভাষায়, তার সমর্থকদের ধন্যবাদ প্রদান করেছেন:

#পেন-এর সমর্থকরা আমাকে এবং দলকে সমর্থন দেবার ব্যাপারে সেরা! প্লেঅফ জন্য আর তর সইছে না- জোরে আওয়াজ তুলুন-:)

Спасибо всем!!!Спасибо за вашу поддержку,переживания и теплые слова-хороший сезон,но впереди самое интересное)))Хорошего Вам настроения)))

সকলকে ধন্যবাদ!!! আপনাদের সমর্থন এবং ভালবাসার জন্য ধন্যবাদ, আপনাদের উষ্ণ শুভেচ্ছার জন্য- এটা একটা দারুণ মৌসুম, কিন্তু সবচেয়ে কৌতূহল বিষয় সামনে আসছে)) আপনাদের একটা দারুণ মেজাজ কামনা করি)))

স্ট্যানলি কাপের প্রথম তিনটি প্লেঅফ-এ পেঙ্গুইনরা তাদের প্রাথমিক প্রতিদ্বন্দ্বী ফিলাডেলফিয়া ফ্লায়ার্সের বিরুদ্ধে পরাজিত হয়েছে। চতুর্থ খেলাটি ১৮ এপ্রিল-এ ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .