সিঙ্গাপুর: যদি আমরা রকেট উৎক্ষেপন করতাম…

উত্তর কোরিয়ার একটি রকেট উৎক্ষেপনে ব্যর্থতার সংবাদ প্রচারের পর টুইটারে একটি হাশট্যাগ: #সিঙ্গাপুরযদিরকেটউৎক্ষেপনকরতো জেগে উঠে।

কোন সময় নষ্ট না করেই সিঙ্গাপুরের টুইট ব্যবহারকারীরা সিঙ্গাপুরের সংস্কৃতি এবং সীমাবদ্ধতা সম্পর্কিত তাদের পর্যবেক্ষণ প্রকাশ করতে শুরু করেছে।

মি. ব্রাউন সিঙ্গাপুরের দু’টি স্থান বাজেট টার্মিনাল এবং মারিনা বে’র দামী নামকরণ প্রতিযোগিতা সম্পর্কে বলেছেন যেগুলোর নাম শেষ পর্যন্ত বাজেট টার্মিনাল এবং মারিনা বে হয়েছে:

@মি.ব্রাউন: #সিঙ্গাপুরযদিরকেটউৎক্ষেপনকরতো লক্ষ লক্ষ ডলারের নামকরণ প্রচেষ্টার পর রকেটের নাম হতো সিঙ্গাপুর রকেট।

@জেফচিওং: #সিঙ্গাপুরযদিরকেটউৎক্ষেপনকরতো এবং ব্যর্থ হলে তা বাতাস জরিপ নামে পরিচিত হতো। সিঙ্গাপুর কখনো ব্যর্থ হয় নি। যেভাবে ‘বন্যা'কে কাভার করতে ‘পুকুর কাটা’ ব্যবহৃত হয়।

@কন্ট্রাব্যান্ডকর্মা: #সিঙ্গাপুরযদিরকেটউৎক্ষেপনকরতো সেটা ব্যর্থ হলে, লুই তাক ইউ বলতেন যে ভেঙ্গে পড়াটা অনিবার্য।

@ডিংনেং: #সিঙ্গাপুরযদিরকেটউৎক্ষেপনকরতো তা হতো জিই’র কাছাকাছি, কারণ সেটা নিয়ে রাজনীতিবিদেরা বড়াই করতে পারতো।

@কিক্সেস: #সিঙ্গাপুরযদিরকেটউৎক্ষেপনকরতো ব্যর্থ, @এসটিকম-এর শিরোনাম হতো, “প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সিঙ্গাপুরের রকেটের প্রথম প্রচেষ্টাটি ভাল হয়েছে।”

জনিবয় ২০০১ সালের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করে খ্যাতি অর্জন করা ইয়াম আহ মি’কে নির্দেশ করে বলেছেন:

@মি.জনহোহোহো: #সিঙ্গাপুরযদিরকেটউৎক্ষেপনকরতো ইয়াম আহ মি এর কাউন্টডাউন করতেন।

@ভিসাকানভ: #সিঙ্গাপুরযদিরকেটউৎক্ষেপনকরতো আমরা ইয়োগ-এর ওহ হ্যাঁ এক্স৩-এর মতো একটি সস্তা হাত-নাড়ানো গান পেতাম

@ওয়েইঝু: #সিঙ্গাপুরযদিরকেটউৎক্ষেপনকরতো তাহলে অবশ্যই খালাম্মারা প্রথমে উৎক্ষেপন মঞ্চ চাপড়াতেন।

এদাইন লটারির বাজি ধরার জন্যে সিঙ্গাপুরীদের সৌভাগ্যের সংখ্যার প্রতি আসক্তিকে নির্দেশ করে বলেছেন:

@এক্সিজে: #সিঙ্গাপুরযদিরকেটউৎক্ষেপনকরতো জনগণ জিজ্ঞেস করতো এর কোন নম্বর প্লেট ছিল কিনা.. আনুকূল্য পাওয়ার জন্যে।

সিঙ্গাপুরীদের এই টুইটগুলো তাদের বিদ্রুপ এবং চিত্তবিনোদনের জন্য ভয়ঙ্কর কিছু, যুগান্তকারী ঘটনা এবং মেমে’র ভিতরের স্মরণীয় উদ্ধৃতির প্রতি ঝোঁকের আরেকটি উদাহরণ মাত্র।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .