গ্লোবাল ভয়েসেস পডকাস্ট: অনলাইনে ভাল-মন্দ বিভিন্ন প্রচারণা

Global Voices Podcast HomepageSubscribe in iTunes

হ্যালো বিশ্ব!

স্বাগতম গ্লোবাল ভয়েসেস পডকাস্টের আরেকটি সংস্করণে।
এই সংস্করণটিতে আ্মাদের সাথে রয়েছেন গ্লোবাল ভয়েসেসের সহ পৃষ্ঠপোষক, জাপানে অবস্থানকারী সিরিয়াভিত্তিক লেখক ইয়াযান বাদরান। এই মাসের বিষয়টি হলো বিশ্বব্যাপী সামাজিক মিডিয়া প্রচারণা: ভালো, মন্দ এবং কুৎসিত।

আফ্রিকা থেকে কনি ২০১২ সম্পর্কে মতামত

গতমাসে আমরা টুইটার, ফেসবুক ও অন্যান্য সামাজিক নেটওয়ার্কে সামাজিক মিডিয়ার অন্যতম একটি সবচেয়ে বিতর্কিত প্রচারণা জ্বলে উঠতে দেখেছি। অদৃশ্য শিশু প্রতিষ্ঠানের উগান্ডান যুদ্ধাপরাধী জোসেফ কনি সম্পর্কিত একটি ভিডিও “কনি ২০১২” প্রচারণাটিকে ভাইরাসের মতো ছড়িয়ে যেতে দেখেছি যা লক্ষ লক্ষ মানুষ দেখেছে। এটা কী কোন একটি বিষয়কে গুরুত্বপূর্ণ করে তোলার সঠিক পথ। এখানে আমরা কয়েকটি প্রতিক্রিয়া অনুসরণ করেছি।

প্রকল্পটিতে যখন এটা এসেছিলে তখন এতে সমালোচনার অনেকগুলো দিক ছিল। তবে সেগুলোর কোনটিই উগান্ডার জনগণের পক্ষ থেকে আসেনি।

রোজবেল কাগুমায়ার কাম্পালায় বসবাসরত একজন সাংবাদিক, ব্লগার উগান্ডার প্রতিনিধিত্বকারী গ্লোবাল ভয়েসেসের লেখক। তিনি দ্বন্দ্ব এবং মানবিক খবর সম্পর্কিত ব্লগারদের সংবাদ সাইট চ্যানেল ১৬-এর একজন সম্পাদক হিসাবে কাজ করছেন। কনি ২০১২ভিডিওটি প্রথমবার দেখার পর রোজবেল খুবই সমালোচনামূলক একটি ইউটিউব প্রতিক্রিয়া আপলোড করেন যা ৫ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে। তিনি আমাদের সঙ্গে তার প্রাথমিক প্রতিক্রিয়া সম্পর্কে তার চিন্তাভাবনা ভাগাভাগি করেন।

আফ্রিকার অনেক দেশের নাগরিকরা কনি প্রচারণার সাথে ইস্যু গ্রহণ করেছে

ব্রিটিশবংশোদ্ভূত নাইজে্রীয় ওয়েব এবং সৃজনশীল প্রযুক্তিবিদ ‘ফেমি আদেসিনা নিজেকে একজন অভিবাসী (Diaspora) আফ্রিকান হিসেবে নিজেকে বর্ণনা করেন। তিনি স্বীকার করেন যে কনি ২০১২ নিয়ে সমস্যা রয়েছে। তবে মানুষের সর্বোত্তম সদিচ্ছার ক্ষেত্রে বেশি সমালোচনা করা কঠিন বলে মনে করেন।

সামাজিক মিডিয়ার প্রচারণাগুলো কী সবসময় ভাল?

অনলাইন প্রচারণার নতুন কিছু নয়। বহুজন প্রসূত মতামত স্বেচ্ছাসেবীদের আকর্ষণ এবং এমনকি অর্থ সংগ্রহ করার জন্যে একটি ভাল উপায়। ইয়াযান যুক্তি দেখান যে সোপা-বিরোধী ব্ল্যাকআউটস বেশ কার্যকর। ওগুলো তথ্যপূর্ণ এবং ওয়েবের প্রাতিষ্ঠানিক সেন্সরশীপের বিপদ সম্পর্কে অনেক মানুষকে শিক্ষিত করেছে।

আমরা অনলাইন প্রচারণাগুলো সম্পর্কে তাদের চিন্তা-ভাবনা জানার জন্যে গ্লোবাল ভয়েসেস কমিউনিটির বাইরে প্রশ্নটি ছুঁড়ে দিয়েছিলাম। গ্রীসের এস্তেরিস ম্যাসুরাস, মাদাগাস্কারের লোভা রাক্তমালালা, মিশরের মোহাম্মেদ রাগাব, প্যালেস্টাইনভিত্তিক সৌদি আরবের রানা খাত্তাব  এবং ইয়েমেনের মোহাম্মেদ আদেলকে তাদের মতামতের জন্যে ধন্যবাদ।

ছবি আপলোড করে সারা বিশ্বের মানুষকে সিরিয়াবাসীদের প্রতি তাদের সমর্থন প্রদর্শনে উৎসাহিত করার সিরিয়ার জন্যে এক হোন, সেই দেশটিতে বিক্ষোভ এবং সহিংসতার তীব্রতা বাড়িয়ে দিয়েছে। মিশরের কায়রোর প্রকৌশলী এবং গ্লোবাল ভয়েসেসের লেখক তারেক আমর প্রচারণাটি সম্পর্কে আমাদের আরো বলেছেন, যেখানে আন্তর্জাতিক সেলিব্রেটিরাও জড়িত।

দাতব্য এবং এনজিওদের জন্যে জনসংযোগ

তৃণমূল পর্যায়ের প্রচেষ্টার পাশাপাশি অলাভজনক এবং অ্যাক্টিভিস্ট দলগুলোর জন্যে অনলাইন প্রচারণাগুলোতে ঘনিষ্ঠভাবে কর্মরত বিভিন্ন জনসংযোগ কোম্পানি রয়েছে। বয়দ নিল হলেন কানাডার হিল ও নোল্টন কৌশলের সিনিয়র সহ-সভাপতি (এসভিপি) এবং সামাজিক মিডিয়া এবং ডিজিটাল যোগাযোগের জন্যে জাতীয় অনুশীলনের নেতা। তিনি বলছেন সামাজিক ওয়েবকে ঠিক করা কঠিন।

এই সংস্করণটিতে কনি প্রচারাভিযানে তারা যা তৈরী করেছে তার জন্যে আমাদের অতিথিদের বিভক্ত মনে হলেও, সামাজিক ওয়েব যে একটি বার্তাকে ভাল দিকে সম্প্রসারণ করতে সাহায্য করতে পারে সেই ধারণাটিতে তাদের অধিকাংশই একমত।

অবশ্যই, সবকিছু নির্ভর করে কীভাবে আপনি সাফল্য পরিমাপ করছেন তার উপর। বার্তা সম্প্রসারণ এমন নয় যে অন্তর্জালিক জগৎ ছাড়িয়ে তা সব সময়েই কাঙ্ক্ষিত ফলাফলে অনুদিত হবে।

শোনার জন্যে ধন্যবাদ!

আমরা আশা করি আপনার পডকাস্টের এই সংস্করণটি উপভোগ করেছেন। বিশাল সঙ্গ দেয়ার এবং একটি জ্বলজ্বলে সহ-উপস্থাপনার জন্যে ইয়াযানকে এবং আমাদের সমস্ত জ্ঞানগর্ভ ও বিস্ময়কর অতিথিদের প্রকাণ্ড একটি ধন্যবাদ।

গ্লোবাল ভয়েসেস পডকাস্টে পৃথিবী কথা বলছে, আশা করি আপনারা এতক্ষণ শুনছিলেন!

সঙ্গীত স্বীকৃতি

পডকাস্টে আপনি প্রচুর মনোমুগ্ধকর সৃজনশীল সাধারণ সঙ্গীতের  শুনতে পাবেন। মার্ক কটনকে ধন্যবাদ তার অসাধারণ সৃষ্টির জন্যে এবং ধন্যবাদ পডকাস্টটিকে একসঙ্গে জোড়া লাগাতে সাহায্য করা চমৎকার সমস্ত নেপথ্য কণ্ঠদান এবং ক্লিপগুলোর জন্যে। গ্লোবাল ভয়েসেস পডকাস্টে পৃথিবী কথা বলছে, আশা করি আপনারা শুনছেন!

Global Voices Podcast HomepageSubscribe in iTunes

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .