হংকং: ক্ষুদ্র পরিসরে মেয়র নির্বাচনে প্রতিদিনের দুর্দশা নিয়ে কোন আলোচনা নেই

২৫ মার্চ, ২০১২ তারিখে ক্ষুদ্র পরিসরে এক নির্বাচনে নির্ধারিত হবে, হংকং-এর প্রধান নির্বাহী কে হতে যাচ্ছেন। তথাকথিত এই সিটি মেয়র নির্বাচনে ১,২০০ জন নির্বাচক কমিটির সদস্যরাই কেবল অংশ নিতে পারে এবং এই সমস্ত ভোটারদের বেশীর ভাগই চীনা-পন্থী রাজনৈতিক এবং সামাজিক দলগুলোর দ্বারা নিমন্ত্রিত।

এ রকম একটি অগণতান্ত্রিক নির্বাচনে, প্রার্থীর লক্ষ্য এবং নীতি নির্ধারনী পরিকল্পনা তাদের সাফল্যের মূল চাবিকাঠি নয়। অন্য ভাবে বলা যায় বেইজিং সরকারের পরিপূর্ণ আশীর্বাদ, এই নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যতদুর জানা যায়, তিনজন প্রার্থীর মধ্যে, কেবল হেনরি টাঙ্গ এবং লুয়েং চুন ইঙ্গকে, বেইজিং সরকার অনুমোদন প্রদান করেছে, এ্যালবার্ট হো হচ্ছে প্যান ডেমোক্রেটিক এ্যালায়েন্স-এর মনোনয়ন প্রাপ্ত নামমাত্র এক প্রার্থী।

নীতি নির্ধারনী বিতর্কের বদলে, আর্শীবাদ প্রাপ্ত দুই প্রার্থী ও তাদের সমর্থকরা পরস্পরের কেলেঙ্কারি নিয়ে একে অন্যকে আক্রমণ করার কাজে ব্যস্ত; গত কয়েক সপ্তাহে মুল ধারার প্রচার মাধ্যম সকল প্রকার কেলেঙ্কারির সংবাদ ভেসে গেছে, হেনরি টাঙ্গের গোপন রক্ষিতা, অবৈধ সন্তান এবং গুপ্ত প্রকোষ্ঠ থেকে শুরু করে সি ওয়াই লুয়েং-এর, পশ্চিম কাউলুন প্রকল্পের ব্যাপারে লালায়িত আগ্রহ এবং তার সমর্থকদের গুপ্ত অপরাধী সংগঠনের সদস্যের সাথে আলোচনা, এ সকল সংবাদ এখন পাচ্ছে।
এই পরিস্থিতিতে হতাশ হয়ে ইউটিউব ব্যবহাকারীর শুইলিয়ুইয়ুন (ডেরিক টাও-এর সাথে মিলিত ভাবে) একটি সংক্ষিপ্ত ভিডিও তৈরী করেছেন, যেটাতে তিনি হংকং-এর নাগরিকদের গড়ে প্রতিদিন যে সমস্ত বিষয়কে মোকাবেলা করতে হয় সেগুলোকে উপস্থাপন করেছেন এবং ধনী শাসক শ্রেণীর কাছে আহ্বান জানিয়েছেন, যেন তারা সত্যিকারের সমস্যাগুলো নিয়ে কথা বলে:

বেশীরভাগ নাগরিক মনে করে যে হংকং এক আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্র এবং বাজারের জন্য স্বর্গ। তারা এখানকার স্থানীয় জনতার প্রতিদিনের জীবন সম্বন্ধে খুব সামান্যই জানেন। এই ভিডিও সেই সমস্ত নাগরিকদের অনেকের প্রতিদিনের জীবনের দুর্দশার চিত্র তুলে ধরেছে, যাদের অনেকে জন্মের আগে থেকে লড়াই করা শুরু করতে হয়।

নীচে ভিডিওর স্ক্রিপ্ট এবং স্লাইডের উপাদানের অনুবাদ ( বাক্যাংশে)।

আপনি কি কখনো হংকং-এর নাগরিকের একজন হয়ে তাদের কথা চিন্তা করেছেন?
(হংকং-এর নাগরিকদের আজন্ম প্রতিযোগিতার মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়।)

প্রতিযোগিতায় জেতার জন্য আপনি কি ভাবে নিজেকে অস্ত্রে সজ্জিত করবেন?
(জন্ম নেবার আগে শিশুদের প্রসূতি বিভাগের বিছানায় জায়গা পাবার জন্য প্রতিযোগিতা করতে হয়।)

তুমি এখন জন্ম গ্রহণ করনি, এদিকে তোমার পিতামাতাকে প্রসূতি বিভাগে একটি আসনের জন্য লড়াই করতে হচ্ছে।
(জন্মগ্রহণ করা ৯৫, ৩৩৭ জন শিশুর মধ্যে অর্ধেকের মূল চীনা ভূখণ্ডের গর্ভবতী মায়ের সন্তান।)
এরপর তাদের শিশুদের জন্য তৈরী দুধ, নবজাতকের স্বাস্থ্যসেবা, কিন্ডারগার্টেনে ভর্তির জন্য লড়াই করতে হয়।
(এরপর তাদের শিশুদের জন্য তৈরী দুধ, নবজাতকের স্বাস্থ্যসেবা, কিন্ডারগার্টেনে ভর্তির জন্য লড়াই করতে হয়, – এই শহরের নবজাতকের জন্য তৈরী করা ১৪ টি ডে কেয়ার সেন্টার কেবল ৪৮২ জন শিশুর সেবা দিতে পারে, কেবল ৮০ শতাংশ কিন্ডারগার্টেন সরকারী শিশুযত্ন কুপন গ্রহণ করে ।)

যে সমস্ত বিখ্যাত স্কুল সরকারের ভর্তুকি লাভ করে সেখানে সন্তান ভর্তি করা মোটেও সহজ নয় (সরকারের সরাসরি ভর্তুকি প্রদান করা বিখ্যাত স্কুলে ভর্তি হবার জন্য হংকং-এর ছাত্রছাত্রীদের প্রতিযোগিতা করতে হয়, এবং সেই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া পর্যন্ত চলে। ৫১,১২৩ জন ছাত্রছাত্রী সরাসরি ভর্তুকি প্রদান করা মাধ্যমিক স্কুলে প্রবেশের সুযোগ পায় [হংকং-এর মাধ্যমিক পর্যায়ের মোট ছাত্রের ১১ শতাংশ]। ১২,৫৮৯ ছাত্র সরাসরি ভর্তুকি প্রদান করা প্রাথমিক স্কুলে ভর্তি হতে পারে, [ হংকং-এর প্রাথমিক স্কুলের মোট ছাত্রের ৪ শতাংশ]; প্রাথমিক স্কুলের মোট ছাত্রের ৪৫.৫ শতাংশ ছাত্রছাত্রী তারা যে স্কুল পছন্দ করে সেই স্কুলে সফলতার সাথে ভর্তি হতে পারে।)

খুব দ্রুত আপনি ৭০,০০০ অন্য নাগরিকদের সাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া একজনে পরিণত হবেন এবং বিশ্ববিদ্যালয়ের ১৫,০০০ডিগ্রীর জন্য একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বীতা করবেন। (হংকং-এর ৭০,০০০ উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র স্থানীয় বিশ্ববিদ্যালয়ের ১৫,০০০ আসনের জন্য লড়াই করবে।)

গ্রাজুয়েট হবার পর, ফিনান্স বিভাগ ছাড়া অন্য কোন পেশা আপনি বেছে নিতে পারেন?
(ডিগ্রি লাভের পর ফিনান্স বিভাগ ছাড়া অন্য সব বিভাগের চাকুরী অদৃশ্য হয়ে যায়।)

যদি আমি আমার নিজের ব্যবসা শুরু করতে চাই, তাহলে বিশ্বের সবচেয়ে ব্যায়বহুল স্থান ভাড়া নেবার বিষয়টিকে আমি কি ভাবে মোকাবেলা করব?
(হংকং-এর ব্যবসায়ীদের অফিস এবং খুচরা ব্যবসার জন্য প্রতিযোগিতা করতে হয়। প্রথম শ্রেণীর অফিস ভাড়া (প্রতি স্কয়ার ফুটের বাৎসরিক ভাড়া, সিঙ্গাপুরে ৮৭.০০ মার্কিন ডলার; লন্ডনে ১৫০.২০ মার্কিন ডলার; হংকং ২১৩.৭০ মার্কিন ডলার)।

হংকং-এর জায়গার মূল্য একজনের বেতনের চেয়ে সবসময় দ্রুত বাড়ে।
সরকারি গৃহ নির্মাণ, আমাদের প্রয়োজনের তুলনায় অনেক ধীর গতির। আমাদের ঘরের আয়তন ক্রমশ ছোট থেকে আরো ছোট হয়ে আসছে, আর অন্যদিকে ক্রমশ তার দাম বাড়ছে।
(আশ্রয়হীন শামুক বাড়ীর জন্য প্রতিযোগিতা করছে। সরকারি বাড়ির জন্য ১৫০,০০০ দরখাস্ত রয়েছে। প্রশাসন বছরে ১৫,০০০ তৈরি করে। বেসরকারি গৃহের-এর দাম ১৯৯৭ সালের স্তরে চলে এসেছে )

আমাদের জিডিপি বাড়ছে, কিন্তু ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধান ক্রমশ প্রচণ্ড আকার ধারণ করছে
১১৯৮-২০১১ এর মধ্যে গড়ে মাথা পিছু জিডিপি বৃদ্ধির হার ৬৪ শতাংশ, কিন্তু গত ১৩ বছরে মধ্যবিত্ত পরিবারে গড় আয় বৃদ্ধির পরিমাণ শূন্য প্রায় হয়ে রয়েছে। ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধান এখানে বিশ্বের সর্বোচ্চ। গিনি কোএফিসিয়েন্স-এ, এই সংখ্যা হচ্ছে ০.৫।

এই নির্বাচনে ৭০ লক্ষ নাগরিকদের ভাগ্যে নির্ধারণ করবে ১,২০০ সদস্যের এক নির্বাচক কমিটি ?
(হংকং ক্ষমতাবান ধনী শ্রেণী প্রধান নির্বাচক কমিটির মধ্যে সেরা যে আসন সেটির জন্য লড়াই করে। সিটি মেয়রের জন্য নির্বাচক কমিটি ১,২০০ জন সদস্য ৭০ লক্ষ নাগরিকের প্রতিনিধিত্ব করবে।)

এই সকলে প্রচণ্ড ভুল। আবার আমি যখন অসুস্থ্য হয়ে পড়ি তখন ডাক্তার এবং নার্সরা, আমার যত্ন নেবার বেলায়ও দেখা যায় খুব ব্যস্ত।
( হংকং-এর নাগরিকেদের স্বাস্থ্যসেবা পারবার জন্য প্রতিযোগিতা করতে হয়। রাতের বেলায় সরকারী হাসপাতালে রোগীর অনুপাতে নার্সের সংখ্যা হচ্ছে ১:২৪ [প্রতি ২৪ জন রোগীর জন্য একজন মাত্র নার্স]; এর আন্তর্জাতিক অনুপাত হচ্ছে ১: ৬)

সময় খুব দ্রুত চলে যায় এবং অনেক দশক পার হয়ে গেছে, আমাদেরকে আবার বিছানার জন্য লড়াই করতে হচ্ছে।
( হংকং-এর প্রবীণদের বৃদ্ধাশ্রমের জন্য প্রতিযোগিতা করতে হয়। আগামী ২০ বছরে হংকং-এর প্রবীণের সংখ্যা গিয়ে দাঁড়াবে ২,৫০,০০০ জন, এদিকে বৃদ্ধদের যত্নের জন্য তৈরী কেন্দ্রে মাত্র ২৭,০০০ টি বিছানা আছে। )

এমনকি যখন আমরা মারা যাব, তখনও আমাদের প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে,চিরদিনের জন্য শান্তিতে ঘুমানোর মত বিষয়টিও হংকং-এ সহজ নয়।

(মৃত্যুর পরেও হংকং-এ শব দাহ করার জন্য প্রতিযোগিতা করতে হয়, আগামী ২০ বছরে এখানে প্রায় ১,০০০,০০০ জনের মত নাগরিক দেহ ত্যাগ করবে, কিন্তু আমাদের শব দাহ করার জন্য মাত্র ১২৩,৪০০ চুল্লি (ভস্মাধার) রয়েছে। এমনকি আমাদের মৃত্যুর আমাদের পরেও আমাদের কবরস্থ করার জন্য জায়গা নেই।)

হংকং-এর নাগরিকরা, এই কি আমরা চেয়েছিলাম?
(দাঁড়ান, আমাদের একজন দায়িত্বশীল নির্বাহীর প্রয়োজন, যার মনের জোর আছে। এখন নতুন চিন্তার দরকার, সত্যিকারের সংস্কার, এবং ভবিষ্যতের জন্য এক নীল নকশা প্রয়োজন)

প্রধান নির্বাহী, এখন সময় এসেছে কাজ করার
(প্রধান নির্বাহী, এখন সময় এসেছে কাজ করার)

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .