আদিবাসী সম্প্রচারকদের জন্যে নরওয়ের প্রথম সাংবাদিকতা পুরস্কার

এই পোস্টটি আমাদের আদিবাসী অধিকার সংক্রান্ত বিশেষ কাভারেজ এর অংশ।

নরওয়ে নোবেল শান্তি পুরস্কার প্রদানের জন্যে ব্যাপকভাবে পরিচিত। এমাসের ২৯শে মার্চ, ২০১২ এই স্ক্যান্ডিনেভীয় দেশটি আরেকটি গুরুত্বপূর্ণ কিন্তু বেশিরভাগের কাছে অপরিচিত বিশ্ব আদিবাসী টেলিভিশন সম্প্রচার নেটওয়ার্ক (ডাব্লিউআইটিবিএন)-এর জন্যে সাংবাদিকতা পুরস্কার অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করতে যাচ্ছে।

ডাব্লিউআইটিবিএন-এর আদিবাসী সাংবাদিকতা পুরস্কার (২০১২ ডাব্লিউআইজেএ)-এর বিস্তারিত প্রতিবেদন বিভাগে ২৪টি অন্তর্ভূক্তি থেকে চূড়ান্ত নয়জনকে মনোনীত করা হয়েছে। অনুষ্ঠানটি হবে নরওয়ের সাপমি এলাকার কাউতোকিনোতে।

ডাব্লিউআইজেএ-এর আনুষ্ঠানিক ঘোষণাটি ব্যাখ্যা করেছে:

২০১২ ডাব্লিউআইজেএ হলো আদিবাসী দৃষ্টিভঙ্গী উপস্থাপন করা জন্যে নিবেদিত টেলিভিশন এবং অডিওভিজুয়াল মিডিয়ার প্রথম আন্তর্জাতিক আদিবাসী সাংবাদিকতা পুরস্কার।  সাংবাদিকতার মান ও নৈতিকতা এই সম্মাননার মূল। এই পুরস্কার  স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক গল্পগুলোতে বিশেষভাবে আদিবাসী দৃষ্টিভঙ্গী অন্বেষণ করে।

এই ভিডিওটি উন্নত বিভিন্ন দেশ যেমন তাইওয়ান, অস্ট্রেলিয়া, নরওয়ে, কানাডা, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাস্ট্রের আদিবাসী নেটওয়ার্কের ২০১২-এর চূড়ান্ত প্রতিযোগীদের দেখাচ্ছে।

মনোনয়ন পাওয়া এওটেরোয়া নিউজিল্যান্ডের মাওরি টেলিভিশনের একটি অনুষ্ঠান কখনো সখনো রিপোর্ট করা রাপানুই এক্টিভিস্টদের প্রতিবাদ কভার করেছে যার নাম দেয়া উচিৎ “ঈস্টার দ্বীপ দখল কর” (মার্কিন যুক্তরাস্ট্রের ‘দখল কর’ আন্দোলনের একবছর আগে শুরু হওয়া)। রাপানুই এক্টিভিস্টরা আদিবাসী অধিকারের স্বীকৃতির দাবিতে এবং দখলের অন্যায্যতা বুঝিয়ে দেয়ার জন্যে ছয়মাস ধরে একটি সরকারী মালিকানাধীন হোটেল দখল করে রেখেছিল।

আমরা আমাদের ভূমির জন্যে মরতে প্রস্তুত

আমরা আমাদের ভূমির জন্যে মরতে প্রস্তুত, নিউজিল্যান্ডের মাওরি টেলিভিশন সম্প্রচারিত অনুষ্ঠানে রাপানুই এক্টিভিস্টরা বলেছে।

ঈস্টার দ্বীপ (অথবা রাপা নুই) এমন একটি স্থান যেখানে উপনিবেশবাদ আদিবাসী জনগণকে সেখানকার ছোট্ট একটি কোণায় ঠেলে দিয়েছে এবং পর্যটন একটি ঝুঁকি পূর্ণ অর্থনীতি তৈরী করেছে। সারা বিশ্বে আদিবাসী জনগণের বেঁচে থাকা এবং সংস্কৃতি টিকিয়ে রাখার আন্দোলন গুলো টেকসই সমস্যাসংকুল।

কমিউনিটির অধিকার এগিয়ে নিয়ে যেতে সম্প্রচার সাংবাদিকতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আদিবাসীদের এক ধাপ অগ্রসর করে দিবে। চূড়ান্ত প্রতিযোগীদের এবং তাদের অনুষ্ঠান সম্পর্কে আরো পড়ুন এখানে

  • এমেযিঘ এনআরকে সাপমি, নরওয়ে
  • এমনেস্টি প্রধানের ইউটোপিয়া ভ্রমণ জাতীয় আদিবাসী টেলিভিশন, অস্ট্রেলিয়া
  • স্বভূমে যাত্রা আদিবাসী জনগণের টেলিভিশন নেটওয়ার্ক, কানাডা
  • কিম্বার্লি গ্যাস হাব সিরিজ জাতীয় আদিবাসী টেলিভিশন, অস্ট্রেলিয়া
  • রাজনীতিবিদ নিজেই পুলিশের কাছে রিপোর্ট করছে এনআরকে সাপমি, নরওয়ে
  • টে পিটো ও হেনুয়া মাওরি টেলিভিশন, এওটেরোয়া নিউজিল্যান্ড
  • পানির মূল্য ওইউই টিভি, হাওয়াই
  • ভুভু’র শেষ টুকরো জমি তাইওয়ান আদিবাসী টেলিভিশন, তাইওয়ান
  • পানি শোষণ আদিবাসী জনগণের টেলিভিশন নেটওয়ার্ক, কানাডা

এই পোস্টটি আমাদের আদিবাসী অধিকার সংক্রান্ত বিশেষ কাভারেজ এর অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .