পানামা: “আমি ঙ্গাবে, আমি বিউগল, আমি পানামাবাসী”

এই পোস্টটি আদিবাসী অধিকার সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজ এর অংশ।

এই বছর পানামার ঙ্গাবে-বিউগল আদিবাসীদের সংগ্রাম আগের থেকে আরো অনেক বেশি দৃশ্যমান, ধন্যবাদ সামাজিক মিডিয়া। ফেব্রুয়ারি মাসে যেমন গ্লোবাল ভয়েসেসে এরিয়েল মোরেনো রিপোর্ট করেছিলেন ঙ্গাবে-বিউগল সম্প্রদায় খণিজ আহরণের প্রতিবাদে এবং “এলাকাটিতে খণিজ আহরণ সম্পর্কে গত বছরে করা চুক্তিটি সরকারকে মেনে চলার দাবিতে” প্যান-আমেরিকান মহাসড়ক অবরোধ করেছে।

পরবর্তীতে এরিয়েল লিখেছেন:

ঙ্গাবে-বিউগল জনগণ তাদের জেলাতে খণিজ আহরণ এবং জল-বিদ্যুৎ সুবিধা নির্মাণের প্রতিবাদে ৩১শে জানুয়ারি, ২০১২ মহাসড়ক দখল করার সিদ্ধান্ত  নেয়ার পর থেকে  পানামা ১৯৮৯ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অন্যতম বড় একটি সমস্যা পার করছে। জাতীয় পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয়ার আগে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত তারা সেখানে অবস্থান করেছিল।

আদিবাসী দল এবং সরকারের মধ্যেকার একটি চুক্তি এই মূহুর্তে সমস্যাটিকে দূর করেছে। তারপরও পানামাবাসীর মনে যদি জেলাগুলোতে খণিজ আহরণ এবং জল-বিদ্যুৎ সুবিধা নির্মাণের চিন্তা থেকে থাকে তাহলে কি হতে পারে এমন অনিশ্চয়তা রয়ে গিয়েছে।

এখন পুলিশের অতিরিক্ত জোর খাটানোর বিষয়ে সচেতনতা বাড়াতে পরিচালক গুনা ওরগুন ওয়াগুয়া’র নির্দেশনায় কো-অপারেতিভা অদিওভিজুয়া একটি ভিডিও প্রচারাভিযান “Soy Ngäbe, soy Buglé, soy Panameñ@” (“আমি ঙ্গাবে, আমি বিউগল, আমি পানামাবাসী”) তৈরী করেছে।

প্রেসনা ঙ্গাবে-বিউগল [স্প্যানিশ ভাষায়] ব্লগটি ব্যাখ্যা করেছে:

Yomira John, Kanabiz, Lucy Cristina Chau, Said Isaac, o Nelva Reyes son algunas de las y los panameños reconocidos que han prestado su vos y su rostro a la campaña “Soy Ngäbe, soy Buglé, soy panameñ@”. En ella, denuncian con templanza las violaciones de derechos humanos registradas en el informe de varias organizaciones de la sociedad civil que han documentado el uso excesivo de la fuerza, la arbitrariedad y la violencia sexual empleada por la Policía durante la represión de las protestas antimineras de febrero en el país.

ইয়োমিরা জন, কানাবিজ, লুসি ক্রিস্তিনা চাউ বলেছেন সুপরিচিত পানামাবাসীদের মধ্যে আইজ্যাক অথবা নেলভা কিংস যারা তাদের চেহারা এবং কণ্ঠ দান করেছেন “আমি ঙ্গাবে, আমি বিউগল, আমি পানামাবাসী” প্রচারাভিযানে। এটিতে সহনীয় ভঙ্গিতে/মৃদুভাবে তারা বিভিন্ন সুশীল সমাজ সংগঠনের প্রতিবেদেনে নথিবদ্ধ ফেব্রুয়ারিতে দেশের খনি-বিরোধী আন্দোলন দমনের সময় পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ, অপব্যবহার এবং যৌন সহিংসতার মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করেছেন।

ভিডিওটিতে এসব প্রখ্যাত পানামাবাসী পুলিশ দ্বারা অত্যাচারিত আদিবাসী প্রতিবাদকারীদের স্বাক্ষ্য দানে কণ্ঠ দিয়েছেন। পুরো প্রতিবেদনটি পিডিএফ [স্প্যানিশ ভাষায়] হিসেবে ডাউনলোড করা যেতে পারে।

ভিডিওটির বর্ণনায় [স্প্যানিশ ভাষায়]  কো-অপারেতিভা অদিওভিজুয়া আরো জানিয়েছে যে এই প্রচারাভিযানটির উদ্দেশ্য হলো,

mostrar que la lucha por la defensa de los recursos minerales, hídricos y ambientales no es un deber exclusivo de los Ngäbe-Buglé, sino de todos los panameñ@s.

এটা দেখানো যে খণিজ, জল এবং পরিবেশগত সম্পদ প্রতিরক্ষার সংগ্রাম শুধুমাত্র ঙ্গাবে-বিউগলদের নয়, বরং তা সমস্ত পানামাবাসীরও।

আপনি ভিডিওটি নির্মাণের ছবি ফেসবুকে দেখতে পারেন। ঙ্গাবে-বিউগল সম্পর্কিত সেরা সংবাদের সঙ্গে থাকতে আদিবাসী নেতা সিলভিয়া ক্যারেরাকে টুইটারে [স্প্যানিশ ভাষায়] এবং ফেসবুকে [স্প্যানিশ ভাষায়] অনুসরণ করুন।

এই পোস্টটি আদিবাসী অধিকার সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজ এর অংশ।

থাম্বনেইল এবং কাহিনীর ছবিতে ঙ্গাবে-বিউগল বালিকা। ফ্লিকার ব্যবহারকারী মার্কিন দূতাবাস পানামা-এর ছবি (সিসি বাই-এনডি ২.০)

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .