উগান্ডা: হ্যা, আমরা কনি

এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ কনি ২০১২-এর অংশ।

উগান্ডার গেরিলা নেতা এবং দাগী যুদ্ধাপরাধী জোসেফ কনিকে গ্রেফতারের প্রতি সমর্থন জোগাড় করার জন্যে সামাজিক মিডিয়ার একটি প্রচারণা নতুন মোড় নিয়েছে। “#কনি২০১২ একটি ব্যাঙ্গ” নামের ব্লগ পোস্টটিতে শন জ্যাকবস বহুল আলোচিত প্রচারাভিযানটির অনলাইন ব্যাঙ্গাত্মক ভিডিওটি দেখছেন।

অস্ট্রেলীয় “র‌্যাপ সংবাদ সংস্থা” “হ্যাঁ, আমরা কনি” নামের কনির প্যারোডি নিয়ে এসেছে:

হ্যাঁ, আমরা কনি। এই মার্চেই ইন্টারনেট ২০১২ সালের প্রথম বিশ্ব-উপভোগ্য মেমে উপহার দিয়েছে: অপ্রতিরোধ্য কনি২০১২-থামাও ভিডিওটিতে আফ্রিকার শিশু সৈনিক বৃত্তির দুর্দশা এমন জোরালোভাবে ইতোপূর্বে কখনো তুলে ধরা হয়নি। কিন্তু এটা কি সত্যি ভাল? এটা কি সত্যি খারাপ? অথবা বিশ্ব কি ‘ভাল মানুষ’ ও ‘খারাপ মানুষ’-এর চেয়েও জটিল? যাই হোক না কেন, একটা বিষয় নিশ্চিত যে এটা ঐতিহাসিক: নারী ও আদি রসাত্মক উভয় উপাদান ছাড়া কোনো ২৭-মিনিটের ভিডিও কখনো এতো বহুল প্রচার অর্জন করেনি। এটা কি ইন্টারনেটের কোটি মানুষকে তাৎক্ষণিকভাবে জানানো এবং যুক্ত করার ক্ষমতা; সেই কোটি মানুষের মধ্যে আরো অর্থপূর্ণ কোন কিছুর সঙ্গে আবেগপূর্ণ ভাবে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা থাকার একটা আশাপ্রদ ইঙ্গিত কিনা? অথবা কনি২০১২ শুধু ব্যাপক মানবিক ব্যবসায়ের (বাজারজাতকরণের) নতুন উদগ্র যুগের আবাহন কেই সূচিত করে কিনা? আমরা বিষয়টির অন্ধকার হৃদয় খূঁড়ে দেখার সময় আপনার দাতব্য হোস্ট রবার্ট ফস্টার এবং আমাদের বিশেষ অতিথি সরাসরি আফ্রিকাকম থেকে জেনারেল ব্যাক্সটারের সংগে যোগদান করুন।

টনি ২০১২ টি-শার্ট।

টনি ২০১২ টি-শার্ট। ছবি Http://www.districtlines.com/ এর সৌজন্যে

বাথ বয়েজ কমেডি নামের একটি কমেডি নাট্যদল টনি ২০১২: বাঘ থামাও নামের প্রচারণাটি শুরু করে। টনি দ্যা টাইগার কেলোগের ফ্রস্টেড ফ্লেক্স ব্রেকফাস্ট সিরিয়ালের বিজ্ঞাপনী মাস্কট (এক ধরনের প্রতীক), যা এর মোড়ক এবং বিজ্ঞাপনে দেখা যায়।

আপাতঃভাবে এডলফ হিটলার টনি ২০১২  ভিডিও প্রচারণাটি দেখে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন:

ইউটিউব ব্যবহারকারী স্ট্যাবঅফমাইভেনম বেশ কয়েকটি সেরা জোসেফ কনি ২০১২ কৌতুক সংকলিত করেছেন:

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=jJIPl17csfw

কনি ২০১২ প্রচারণাটিতে উত্তর উগান্ডার দ্বন্দ্বটি অতি সরলীকরণ করা হয়েছে বলে অনেক উগান্ডান এর সমালোচনা করেন। আফ্রিকার নেতিবাচক চিত্রায়ণ মোকাবেলা করার জন্যে আফ্রিকার নেটনাগরিকরা #হোয়াটআইলাভএবাউটআফ্রিকা নামের একটি হ্যাশট্যাগে তারা আফ্রিকার যা যা ভালবাসেন সেসব সম্পর্কে টুইট করেছেন।

এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ কনি ২০১২-এর অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .