চীন: উকান নির্বাচন চলছে, সোৎসাহে

গতবছর যিনি উকানের গুয়াংডং গ্রামে স্থানীয় কর্তৃপক্ষের কৃষিজমি দখল এবং দুর্নীতির বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি এই মাসের শুরুর দিকে গণতন্ত্রমুখী একটি মুখ্য পদক্ষেপ গ্রহণ করেন উন্মুক্ত নির্বাচনের মধ্যে দিয়ে

১১ ফেব্রুয়ারি নতুন গ্রাম প্রতিনিধি নির্বাচনের জন্যে উকানের ছয় হাজারের বেশী অধিবাসী ভোট দিয়েছে। এটি তিনভাগে বিভক্ত প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ। গত ১ ফেব্রুয়ারি একটি স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ কমিটি তৈরীর মাধ্যমে এটি শুরু হয়েছে। মার্চের ১ তারিখে নির্ধারিত তৃতীয় পর্যায়ে একটি নতুন গ্রাম কমিটি নির্বাচিত হবে যা দ্বিতীয় ধাপে নির্বাচিত ১০৭ প্রতিনিধির তত্বাবধানে থাকবে, যাদের একজন মৃত প্রাক্তন প্রতিনিধি জিউ জিনবোর কন্যা।

বেইজিং নতুন জ্ঞানালোক গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষক জিয়ং উয়েই নির্বাচনটির ব্যাখ্যা দিয়েছেন সিনা ওয়েইবোতে:

乌坎11日将以村民会议的形式,以村民小组为单位一人一票选举村民代表,由村民代表组成村民代表会议,是乌坎村的权力机构。

১১ ফেব্রুয়ারি তারিখে এক লোক – এক ভোট ব্যবস্থায় দল গঠনের এবং প্রতিটি দল একটি গোষ্ঠী হিসেবে তাদের দলের প্রতিনিধি নির্বাচিত করার জন্যে গ্রামবাসীরা জড়ো হয়েছিল। দলের প্রতিনিধিরা একটি গ্রাম প্রতিনিধি সমিতি যা উকানের কর্তৃপক্ষ হবে ।

乌坎,正在探索村民自治新路,建立权力互相制衡的村民自治新机制。村民代表会议是决策和监督机构,村委会是执行和小决策机构。

উকান এখনো স্বায়ত্তশাসনের একটি নতুন মডেল অনুসন্ধান এবং নতুন গ্রাম কর্তৃপক্ষের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে নতুন ক্ষমতা প্রতিষ্ঠা করছে। যখন গ্রাম প্রতিনিধিরা সিদ্ধান্ত গ্রহণ এবং পর্যবেক্ষণ ব্যবস্থা হিসেবে কাজ করবে, তখন অন্যদিকে গ্রাম কমিটি একটি গৌণ সিদ্ধান্ত গ্রহণ কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে।

চীনের একটি নতুন গণতান্ত্রিক প্রজন্ম

তৃণমূল স্তরের এই নির্বাচন পরীক্ষা চীনে নতুন ধরনের গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ প্রতীকে পরিণত হয়েছে। কেউ কেউ এমনকি একে নতুন গ্রামীণ গণতন্ত্র আন্দোলন বলে আখ্যায়িত করছেন। উকান নির্বাচনের এক পর্যবেক্ষক তার ব্লগে একজন স্থানীয় সংগঠক ও নবনির্বাচিত গ্রাম প্রতিনিধি লিন জুলিয়ানের কিছু চিন্তা রেকর্ড করেছেন:

村民林边说,这次选举是四十年来第一次,过去乌坎从来就没有真正选举过,都是上级说了算,村民对选举很陌生,这回有关选举知识海报贴满了全村,就是要民众知道选举程序。

বিগত ৪০ বছরে এটাই প্রথম নির্বাচন। অতীতে উকানে প্রকৃত কোন নির্বাচন হয়নি; দলীয় নেতারাই সবসময় গ্রাম প্রতিনিধি মনোনীত করতেন। গ্রামবাসীদের কাছে নির্বাচন একটি খুবই নতুন এবং অপরিচিত জিনিস। এবার আমাদের পুরো গ্রামে অনেক নির্বাচনী পোষ্টার ছড়িয়ে আছে; এগুলো গ্রামবাসীদের নির্বাচন কি এবং নির্বাচন প্রক্রিয়া কি হওয়া উচিৎ তা আরও বুঝতে সাহায্য করেছে।

বিশিষ্ট নাগরিক বুদ্ধিজীবীরা উকানের নির্বাচন প্রক্রিয়াটিকে চীনের জন্যে ভাল খবর হিসাবে বর্ণনা করেছেন। জনপ্রিয় ভাষ্যকার ইউয়ান ওয়েডিং লিখেছেন:

今天终于传来好消息,村民们靠公正、透明的选举,选出了村选举委员会的11名成员,这个意义在中国的乡村、乃至在全中国来说是划时代的,因为选举的程序的公正、公平、透明,是选举的关键, 今天广东的乌坎村将政治变革再度改变中国。

উকান গ্রামবাসীরা একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে একটি নতুন ১১ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটি নির্বাচিত করেছে। এটি সকল চীনা গ্রাম এবং শহরের একটি নতুন গণতান্ত্রিক প্রজন্ম। অবাধ এবং স্বচ্ছতা একটি নির্বাচনের মৌলিক আদর্শ। উকানে আজকের রাজনৈতিক পরিবর্তনই ভবিষ্যতে চীনকে পরিবর্তন করবে।

অতীত নির্বাচন সমস্যা

ইউয়ান কয়েক দশকে চীনের তিনটি প্রধান নির্বাচনী সমস্যাও সংক্ষেপে বর্ণনা করেন:

归其原因有三:一、“上级”越俎代庖,本是村民自己的事情,上级却要乱插手,违规安排自己的人;二、“上级”认为村民素质低,不适宜民主选举,岂不知民主本身是最简单的东西,它同仁的生命一样是与生俱来的;三、怕基层不听话,一些政策无法落实。

প্রথমত, কমিউনিষ্ট পার্টির নেতারা সবসময় প্রতিটি নির্বাচন ব্যাহত এবং প্রভাবিত করেন। দ্বিতীয়ত, একই নেতারা গ্রামবাসীদের তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচনের জন্যে যথেষ্ট জ্ঞানসম্পন্ন কিংবা যোগ্য মনে না করার কারণে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাকে চীনের গ্রামগুলোর অনুপযুক্ত বিবেচনা করেন। তৃতীয়ত, যথেষ্ট আনুগত্যের অভাবের কারণে গ্রামবাসীদের মাঝে কিছু নীতির বাস্তবায়ন কঠিন হতে পারে বলে পার্টির নেতারা ভয় পান।

সিনা ওয়েইবোতে এর ব্যবহারকারী ঝেন পুহং প্রশ্ন করেছেন অনেকে যেমন বিশ্বাস করছেন তেমনি গুরুত্বের সাথে উকান নির্বাচন হচ্ছে কিনা।

【乌坎选举的实质意义有多大?】1、中国村级选举从村民组织法的角度看本来就是自主自治的,关键是被党机构(乡镇)党官(村支书)控制甚至用黑手把持候选人;2、村务实际上书记说了算,村长通常要么无权要么同流合污;3、乌坎选举中似依然是党支部决定并发布选举事宜见下图,选委会有多大作用?

গ্রামবাসী সংগঠন আইনের দৃষ্টিতে, চীনা গ্রামীণ স্তরের নির্বাচনগুলো স্ব-শাসিত এবং স্বায়ত্তশাসিত হওয়া উচিত। মূল সমস্যা হল যে প্রার্থীরা দলীয় নেতা দ্বারা নিয়ন্ত্রিত; নির্বাচন প্রভাবিত করার জন্যে তারা এমনকি অবৈধ পদ্ধতিও ব্যবহার করেন। দ্বিতীয়ত, গ্রাম বিষয়ক কাজ সম্পাদিত হয় প্রতিটি গ্রাম সচিবের নির্দেশাবলী অনুযায়ী অর্থাৎ হয় গ্রাম প্রতিনিধিদের কোন ক্ষমতা নেই অথবা দুর্নীতির সাথে অভ্যস্ত হয়ে যান। তৃতীয়ত, উকান নির্বাচনে মনে হয় দল এখনও নির্বাচনী এজেন্ডা নির্ধারণের ভূমিকা পালন করে। ঠিক কিভাবে এই নির্বাচন গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে?

ঝেনের পোস্টে মন্তব্য থেকে, অন্যান্য ওয়েইবো ব্যবহারকারী লিখেছেন:

为人民币服务GOV:回复@清心9901:没有其他意思,我觉得什么叫村民自治,就应该脱离党的控制,因为不是你选的。否则,即使村长选了,还是没有实权,最后权力架空,选举就没有意义。 (2月9日 15:19)

স্ব-শাসন মানে হল যে পার্টির নিয়ন্ত্রণ থেকে গ্রামবাসীরা মুক্ত। অন্যথা, যদিও একটি গ্রাম প্রতিনিধি নির্বাচিত করার পরও তার কোনো ক্ষমতা না থাকলে নির্বাচনটি অর্থহীন হয়ে যাবে। (২ 月 ৯ 日 ১৫:১৯)

疯头总动员://@新启蒙熊伟: 是的,我和林先生经常讨论的就是权力互相制问题。 //@博格郑甫弘:民主选举中程序正义至关重要。领袖很重要,但民主保障的关键是不能让个人超越体制程序。有林祖銮乌坎村民是幸运的,换了人呢?

গণতান্ত্রিক নির্বাচনে ন্যায্য প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া গণতন্ত্র নিশ্চিত করতে নেতৃত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ; কোনো এক ব্যক্তি যেন প্রাতিষ্ঠানিক পদ্ধতি ডিঙ্গাতে না পারে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।

ঝেজিয়াঙের উপর উকানের প্রভাব

উকানকে তার নিজস্ব নেতা নির্বাচন করতে দেওয়া হয়েছে, দক্ষিণের অন্যান্য গ্রাম ইতোমধ্যে হয়তো উকান মডেল প্রতিলিপিতে অনুপ্রাণিত হয়ে থাকতে পারে।

আপাতদৃষ্টিতে ঝেজিয়াং প্রদেশে ওয়েনঝৌ শহরের পান্হে গ্রামের পূর্ব এবং পশ্চিম উভয় প্রান্তের অধিবাসীরা উকানের উন্মেষে অনুপ্রাণিত দ্বিতীয় গ্রাম যারা স্থানীয় কর্তৃপক্ষকে উচ্ছেদ করেছে। গত ১ ফেব্রুয়ারী থেকে পান্হের ৫,০০০ গ্রামবাসী কোনো আগাম নোটিশ ছাড়াই সরকার কর্তৃক পার্সেল আকারে তাদের জমির “আইনী” বিক্রির কয়েকবছর পর অবৈধ জমি অধিগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ করছে। অভিযোগ করা হচ্ছে যে ২০০৬ সালে গ্রাম প্রতিনিধিরা পান্হের সমস্ত কৃষিজমি বিক্রির পর থেকে এখন পর্যন্ত এসবের আইনসম্মত মালিক কৃষক এবং গ্রামবাসীরা কোন ক্ষতিপূরণ পায়নি।

সিনা ওয়েইবোতে পান্হে সম্পর্কিত আলোচনা থেকে:

@城市农民70000:乌坎模式影响下,浙江苍南县泮河村的村民自治随之而来,这预示着一种国际大环境下的趋势在我国不可阻挡。

উকান মডেলে অনুপ্রাণিত পান্হে গ্রামে স্ব-শাসন আসছে। এটা বলছে, আমাদের দেশে আন্তর্জাতিক প্রবণতা অনিবার্য।

@金鹰03:广东烏坎村的问题刚解决,浙江又一个乌坎–泮河村又爆出问题,不少地方矛盾尖锐。

গুয়াংডঙের উকান গ্রাম ঠিক যেমন তাদের নিজস্ব ভূমি সমস্যা সমাধান করেছে তেমনি এখন অন্য উকান-ঝেজিয়াঙের পান্হে গ্রাম- বিস্ফারিত। অনেক স্থানীয় দ্বন্দ্ব ও সমস্যা এখনো বিদ্যমান।

  
চীনে প্রতিদিন অনেক বিক্ষোভ হচ্ছে।

এই গণতান্ত্রিক উন্নয়নগুলো উপর সরকারী দৃষ্টিভঙ্গী সম্পর্কে কিছুটা ধারণা দেয়ার জন্যে, চীনা রাজ্য কাউন্সিলের নিউ ওয়েনিউয়ান এ মাসের শুরুর দিকে গুয়াংঝৌতে অনুষ্ঠিত একটি সেমিনারে যা বলেছেন তা উদ্ধৃত করা হল:

【国务院参事牛文元:中国去年日均发生五百起群体事件】 http://t.cn/zOZ7Hbh “去年,广东发生了乌坎事件。实际上,2011年,中国平均每天发生500起群体性事件,这意味着,现今社会容易失序,民众心理容易失调”国务院参事牛文元在给干部讲座时,直言不讳。

২০১১ সালে চীনে প্রতিদিন বিক্ষোভ, দাঙ্গা এবং সামাজিক অস্থিরতার মতো “গণ ঘটনা”র গড় সংখ্যা প্রায় ৫০০ ছিল। এর মানে হল যে সমাজিক শৃঙ্খলা এবং নিয়ম ভেঙ্গে পড়ছে এবং নাগরিকরা ক্রমেই আরো বেশি মানসিক রোগপ্রবণ হয়ে পড়ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .