ভিডিও: একজন অন্ধ ব্যক্তির প্রতিদিনের জীবন

টমি এডিসন একজন জন্মান্ধ ব্যক্তি। ইউটিউবের ভিডিওর মাধ্যমে তিনি আমাদের জানাচ্ছে, কি ভাবে তিনি তাঁর সীমাবদ্ধতা, যেমন টাকা, এটিএম কার্ড, ডিভিডি প্লেয়ার ব্যবহার এবং রাস্তা পারাপারের মত চ্যালেঞ্জের মোকাবেলা করেন। এ ছাড়াও তিনি এক চলচ্চিত্র সমালোচক। তাঁর হাস্যরসাত্মক সমালোচনা আমাদের সামনে তুলে ধরছে, কি ভাবে একজন অন্ধ ব্যক্তি জীবনকে উপভোগ করে।

Braille is a tactile alphabet used to make reading accessible for the visually impaired.

ব্রেইল পদ্ধতি ছবি রালফ আইচিঙ্গারের সিসিবাই

তাঁর এক সাম্প্রতিক ভিডিওতে, তিনি আমাদের জানাচ্ছেন, কি ভাবে তিনি শহরের ব্যস্ত রাস্তা পার হন। তাঁর কাছে এক শব্দ সঙ্কেত যন্ত্র রয়েছে যা তাকে জানাতে থাকে কখন রাস্তা পার হওয়া নিরাপদ এবং অন্য ক্ষেত্রে তাকে এই শব্দ সঙ্কেতের মাধ্যমে রাস্তার যান চলাচলের অবস্থা বুঝে নিতে হয়, এবং তারপর তাকে রাস্তা পার হতে হয়, যা তাঁর ভাষায়, এক ভয়াবহ অভিজ্ঞতা:

এডিসন একই সাথে একজন চলচ্চিত্র সমালোচক। তিনি মূলত কাহিনীর চরিত্র, সঙ্গীত এবং গল্পের উপর মনোযোগ প্রদান করেন। তাঁর বর্ণনার মধ্যে দিয়ে তিনি আমাদের সামনে, এক নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন যে, কিভাবে একজন অন্ধ ব্যক্তি ভিজুয়াল মিডিয়ামে ( যা মূলত দেখার মাধ্যম) কাজ করতে সক্ষম। এই ভিডিও পর্যালোচনায় কিছু অংশ রয়েছে যেখানে সবকিছু কালো হয়ে যায়, কিন্তু সে সময় ভিডিওর শব্দ চলতে থাকে, যা এর দর্শকদের বুঝতে সাহায্য করে, অন্ধ ব্যক্তিরা কি ভাবে চলচ্চিত্রের স্বাদ উপভোগ করে। পরবর্তী ভিডিওটি জটিলতা ছাড়াই এক্সম্যান: ফার্স্ট ক্লাশ নামক চলচ্চিত্রের পর্যালোচনা

চলচ্চিত্র পর্যালোচনার জন্য টমি এডিস সিনেমা হলে যান। কিন্তু তিনি সাধারণত বাসায় ডিভিডিতে ছবি দেখেন (মানে শুনে থাকেন)। তবে তিনি যে ডিভিডি প্লেয়ার কিনেছেন তা চালানো্র পদ্ধতি তার কাছে খানিকটা জটিল মনে হয়। যদিও প্লেয়ারে বিশ্বের কয়েকটি ভাষায় ডিভিডি প্লেয়ারে চালানোর নির্দেশিকা রয়েছে, তবে সেখানে অন্ধদের পড়ার জন্য আবিষ্কার করা ব্রেইল পদ্ধতি অর্ন্তুভূক্ত করা হয়নি। যার ফলে এই নতুন যন্ত্র ব্যবহার করা তাঁর কাছে অনেক বেশী চ্যালেঞ্জের বিষয়।

পরবর্তী ভিডিওটি দেখাচ্ছে, এমনি যদিও শারিরীক প্রতিবন্ধীদের জন্য প্রযুক্তির নির্মাণ করা হচ্ছে, তারপরেও সে সমস্ত তাদের জন্য যথেষ্ট নয়, যেমনটা পরবর্তী এক এটিএম কার্ডের ব্যবহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে। যদিও প্রযুক্তি এই সমস্ত ব্যক্তিদের জন্য জটিল নয়, সেক্ষেত্রেও টমিকে মানুষের দৃষ্টিভঙ্গিকে মোকাবেলা করতে হয়, বিশেষ করে যখন তারা তাদের ধৈর্য্য হারিয়ে ফেলে, কারণ সাধারণ নাগরিক জন্য তৈরি এটিএম বুথ বা টাকা তোলার যন্ত্র থেকে টাকা তুলতে টমির খানিকটা বেশী সময় লাগে।

যখন টমির হাতে টাকা চলে আসে, তখন কি সব সমস্যার সমাধান ঘটে? টাকার ব্যবহারও তার জন্য সহজ নয়, এর জন্য তাকে অনেক গুলো প্রক্রিয়া সম্পন্ন করতে এবং বিশ্বাস অর্জন করতে হয়, যাতে তিনি নিশ্চিত হতে পারে যে তাকে সঠিক পরিমাণ টাকা প্রদান করা হয়েছে। এর কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রে অন্ধদের জন্য আলাদা বিল তৈরি হয় না, যার ফলে তাদের পক্ষে বিলের পরিমাণ জানার কোন উপায় নেই:

আর এই যাত্রায় এডিসন একা নন, বেন চার্চিল নিজের ভিডিও নিজে তৈরি করেন এবং পরিচালনা করেন এবং তাঁর এই দলটি সামাজিক প্রচার মাধ্যমে তাদের বেশ কিছু অনুসারীর সাথে পারস্পরিক যোগাযোগ তৈরি করেছে, উদাহরণ হিসাবে বলা যায়, নাগরিকরা অন্ধ চলচ্চিত্র সমালোচকদের জন্য চলচ্চিত্র বিষয়ক পরামর্শ প্রদান করে তাঁর পাতায় মন্তব্য প্রদান করে। এ ছাড়াও তিনি ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে রয়েছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .