গ্লোবাল ভয়েসেস পডকাস্ট: ভাষাগত সীমাবদ্ধতার দুর করার জন্য এক সেতুবন্ধন রচনা

এই প্রবন্ধটি ভাষা এবং ইন্টারনেট বিষয়ে গ্লোবাল ভয়েসেস-এরবিশেষ কাভারেজের অংশ

Global Voices Podcast HomepageSubscribe in iTunes

স্বাগত বিশ্ব!
গ্লোবাল ভয়েসেস-এর এবারের পডকাস্টের সংখ্যায় আমরা সে সব ভাষা নিয়ে আলোচনা করব, যে সব ভাষার উপাদান ইন্টারনেটে পাওয়া খুব কঠিন। আপনি কি এমন কোন ভাষায় কথা বলেন যে ভাষার উপাদান ইন্টারনেটে পাওয়া কঠিন? আপনি কি এমন কোন স্থানের বাসিন্দা যেখানকার বেশীর ভাগ নাগরিক আপনার মাতৃভাষা কথা বলে না, তাহলে আপনি বিশ্বের এমন এক বিশাল জনগোষ্ঠীর অংশ, যারা কথা বলে বা লিখে “কম- প্রতিনিধিত্বশীল জনগোষ্ঠীর ভাষায়”। এছাড়াও আমরা ১১/১১/১১ -এর দিবস উদযাপনের জন্য ১১ ইলেভেন প্রজেক্টে নিয়ে আলোচনা করব।

ইন্টারনেটে ভাষা সংরক্ষণ করার ব্যাপারে নতুন এক আলোচনা

একটা ভাল সংবাদ হচ্ছে, গ্লোবাল ভয়েসেস-এ এমন জনগোষ্ঠী, যাদের মাতৃভাষায় কম লোক কথা বলে এবং আদিবাসী ভাষায় যাতে লোকজন নাগরিক প্রচার মাধ্যম এবং ব্যবহার করতে পারে তার এবং সেগুলোকে শক্তিশালী করতে পারে, সে ব্যাপারে আমরা নতুন নতুন উপায় উদ্ভাবন করার চেষ্টা করে যাচ্ছি। এডি আভিলা হচ্ছে গ্লোবাল ভয়েসেস-এর রাইজিং ভয়েসেস প্রকল্পের পরিচালক। তিনি আমাকে বলছেন, কি ভাবে তিনি এই বিষয়টি আবিষ্কার করেছেন এবং কি ভাবে তিনি মানবাধিকার বিষয়ে এক নতুন কৌশল নিয়ে কাজ শুরু করেছেন, এবং এ ক্ষেত্রে আলোচনার জন্য আমরা অন্যদের সাথেও কথা বলেছি।
আমাদের এই সাক্ষাৎকারে এডি, কেভিন স্কানালের অসাধারন কাজের কথা উল্লেখ করেছেন। কেভিন, যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট. লুইস বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং গণিতের শিক্ষক। তিনি আমাদের বলছেন, কি ভাবে তিনি আদিবাসী নাগরিকদের টুইটের মানচিত্রে এবং সারা বিশ্বের মাইক্রো ব্লগিং-এর জগতে প্রবেশ করলেন।

ভারতের ভাষাগত বিষয়ে যে সব সমস্যা মোকাবেলা করার জন্য ফোনের ব্যবহার করা হয়

যে সমস্ত ভাষায় স্বল্পসংখ্যায় জনগোষ্ঠী কথা বলে, মোবাইলের মাধ্যমে সে সমস্ত ভাষায় ইন্টারনেটে প্রবেশ করা এখনো সহজ নয়। কিন্তু ইন্টারনেট এমন অনেক বাসিন্দা আছে যারা এই সমস্ত চ্যালেঞ্জ নিতে ভালবাসে, তারা এই চ্যালেঞ্জ নেয়, যাতে আমাদের এই ডিজিটাল জগত অনেক বিস্তৃত হয়। গ্লোবাল ভয়েসেস-এর লেখিকা আপর্ণা রায় আমাকে সুবর্নাচৌ চৌধুরীর বিষয়টির দিকে নির্দেশ করছে, যে কিনা সিজি নেটওয়ার্ক সাওয়ারার সাথে কাজ করে। সিজি নেট সাওয়ারা, ভারতের মোবাইলে ফোনে শোনা যায়, এমন এক কমিউনিটি রেডিও। তিনি ব্যাখ্যা করেছেন, যে সমস্ত ভাষায় অল্প সংখ্যক মানুষ কথা বলে তাদের কি ভাবে এই রেডিও ব্যাপক সেবা প্রদান করে।

কেচুয়া ভাষায় পডকাস্ট

ইন্টারনেটে এমন কিছু কৌতূহল জনক উদ্যোগ আছে যা কিনা স্বল্প সংখ্যক নাগরিকের ভাষাকে অনলাইনে আবিষ্কার করার ক্ষেত্রে আমাদের সবাইকে সাহায্য করতে পারে। ক্রিস্টিন মালদিচ, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ল্যাটিন আমেরিকার এবং ক্যারিবীয় স্টাডিজের একজন প্রোগ্রাম এডমিনিষ্ট্রেটর এবং তিনি রিমাসান নামক এক পডকাস্ট সিরিজের সাথে সংযুক্ত। এই পডকাস্ট সিরিজ কেচুয়া ভাষার গুরুত্ব এবং তার ব্যবহার নিয়ে।

একটি স্মরণীয় দিন

যেহেতু এবারের গ্লোবাল ভয়েসেস সংখ্যা পডকাস্ট নভেম্বরে মাসের পডকাস্ট, তার মানে হচ্ছে আমরা ১১/১১/১১ নামক তারিখের খুব কাছে চলে এসেছি। এটা ১১ ইলেভেন নামক প্রকল্পে অংশ গ্রহণ করার জন্য, যে কারো ক্ষেত্রে বিশেষ দিন। ড্যানিয়েল লরেন-এর ক্রিয়েটিভ ডিরেক্টর এবং ভদ্রমহিলা ব্যাখ্যা করছেন, এখানে আসলে কি ঘটবে এবং আমরা কি ভাবে এর সাথে যুক্ত থাকব।

ড্যানিয়েল, পৃথিবীর সব মানুষের কথা উল্লেখ করছে, তারা একই সাথে গ্লোবাল ভয়েসেস-এর লেখক এবং ইলেভেন ইলেভেন নামক প্রকল্পের দূত। আর আমি এই বিষয়ে পাকিস্তানের সালমান লতিফ এবং মাদাগাস্কারের লালতিয়ানা রাহারিনিয়ায়াকে জিজ্ঞেস করেছি এই বিশেষ দিনের উপর তাদের আশা কি।
এছাড়াও আমাদের যেখানে পাওয়া যাবে… …

এবারে পডকাস্টে এই সব বিষয় অন্তর্ভুক্ত ছিল। কিন্তু একটা ভাল সংবাদ রয়েছে। এখন থেকে একেবারে নতুন এক মাধ্যমে গ্লোবাল ভয়েসেস-এর পডকাস্ট সহজলভ্য হয়েছে! যদি আপনারা পাবলিক রেডিওতে তা শুনতে চান, তাহলে আপনারা পিআরএক্স-এর মাধ্যমে তা শুনতে পারেন। যদি আপনারা আমাদের অতিথিদের লম্বা আলোচনা শুনতে চান তাহলে আপনারা সাউন্ডক্লাউড-এ তা শুনতে পারেন। আপনার বিশ্বকে আমাদের জানান যাতে তা পরে আমরা আপনাদেরকে জানাতে পারি।

সঙ্গীতের কৃতিত্ব

পডকাস্টে আপনারা প্রচুর সুন্দর ক্রিয়েটিভ কমন্স সঙ্গীত শুনতে পেয়েছেন। আপনারা যাতে এই সব শিল্পীদের সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারেন, তার জন্য এখানে কিছু লিঙ্ক প্রদান করা হল।

রিটার্ন অফ আটলান্টিন্স লেমুরিয়া ক্যান্ডিডেট এর আবহ সঙ্গীতের জন্য অর্ব গেট্টাররকে ধন্যবাদ, স্পিরিচুয়াল হোমেজ এর জন্য মার্ক কটনকে , সুপারবাস ফিট. এনএস এর জন্য ফজ্জাদকে ধন্যবাদ! বেশীর ভাগ সঙ্গীত নেওয়া হয়েছে অপসাউন্ড.অর্গ, দি ফ্রি মিউজিক আর্কাইভ অথবা সরাসরি সঙ্গীত শিল্পীর কাছ থেকে। এর সাথে চমৎকার ভাবে উচ্চারিত ধারাবর্ণনা (ভয়েসওভার) প্রদানকারীদের ধন্যবাদ। তাদের বর্ণনা এবং এইসব ক্লিপ বা অডিও অংশ একসাথে পডকাস্টকে জোড়া দিতে সাহায্য করেছে।

Global Voices Podcast HomepageSubscribe in iTunes

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .