তিউনিসিয়া: সাময়িক ফলাফলে ইসলামপন্থীরা এগিয়ে

আমাদের এ পোস্টটি তিউনিসিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ

তিউনিসিয়ায় অনুষ্ঠিত ২৩ অক্টোবর এর নির্বাচনের সাময়িক ফলাফলে ইসলামিক দল এন্নাহধা (পুন:জাগরণ) অধিকাংশ ভোট পেয়েছে বলে মনে করা হচ্ছে। দলটি বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছে কিনা সে বিষয়টি এখনও পরিস্কার নয়। কংগ্রেস ফর দ্যা রিপাবলিক দ্বিতীয় এবং ডেমোক্র্যাটিক ফোরাম ফর লেবার এন্ড লিবারটিজ তৃতীয় অবস্থানে রয়েছে।

এন্নাহধার একজন নেতা লতফি জিটন তাঁর ফেসবুক পাতায় অনুভূতি ব্যক্ত করেন এভাবে [আরবি]:

النتائج ستعلن بعد قليل توقعاتي ان تتحصل النهضة على عدد من المقاعد بين 50 و55 بالمائة يليها حزب المؤتمر من اجل الجمهورية
শীঘ্রই ফলাফল ঘোষণা করা হবে, আমি আশা করি এন্নাহধা ৫০ থেকে ৫৫ শতাংশ ভোট পাবে, এরপরেই থাকবে কংগ্রেস অফ দ্যা রিপাবলিক
ভোট গণনা

ভোট গণনা, ও এন জি আই ওয়াচ ফেসবুকের মাধ্যমে শেয়ার করা

আলআরাবিয়া ইংলিশ টুইট করেছে:

ইসলামিক দল বলেছে ২১৭ তিউনিসীয় আসনের সংসদে তাঁরা ৬০ টি আসন পেয়েছে# তিউনিসি

কিছু সংসদীয় আসনের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এ মন্তব্য করা হয়।

এন্নাহধা প্রধান তাঁর দলকে “সহনশীল” বলে দাবি করলেও নির্বাচনের প্রাথমিক ফলাফলে ধর্ম নিরপেক্ষরা গোঁড়া এ দলটির দ্বারা তিউনিসিয়ার সেক্যুলার মূল্যবোধের বিপর্যয় ঘটতে পারে বলে আশংকা ও ভীতি প্রকাশ করেছেন। তাঁদের কিছু টুইটার প্রতিক্রিয়া নিচে তুলে ধরা হল।

@হামদানিহ:
لوكان جا البوعزيزي حي راهو عاود حرق روحو..#tnelec

বাওজিদী বেঁচে থাকলে আবারও আগুনে আত্মাহুতি দিতেন

@ফেভেদেকাকাও: Musulmane…voir les islamistes accéder au pouvoir me fait froid dans le dos. J'espère avoir tort. #Libye #Tunisie #Tnelec

একজন মুসলিম মহিলা হিসেবে… ইসলামপন্থীদেরকে ক্ষমতায় দেখা ভীতি সঞ্চারক ও হতাশা পূর্ণ। মনে হয় আমি ভুল করেছি।

বিহেডাইন হাজরি লিখেন [fr]:

après ce succès des premières élections libres .. maintenant le travail est lancé .. et au lieu d’insulter le peuple (c le cas malheureusement de la part de certains activistes qui se disent modernistes), il est grand temps d’analyser ces résultats .. de comprendre ce peuple pluriel ..

মুক্ত তিউনিসিয়ার সাফল্যের পর… এখন সময় এসেছে কাজ করার…জনগণকে তাঁদের পছন্দের জন্যে অপমান না করে (দুঃখজনক ভাবে এক্ষেত্রে কিছু সক্রিয়তাবাদী যারা নিজেদেরকে “আধুনিক” ভাবেন) , ফলাফল বিশ্লেষণের এখনই উপযুক্ত সময়… বোঝার সময় যে মানুষ বহুমাত্রিক…

তিনি বলেন:

respectons les voix des autres et avançons avec ce pays qui découvre tout un nouveau monde …

আসুন আমরা অন্যের মতকে শ্রদ্ধা করি আর সম্পূর্ণ নতুন পৃথিবীর দিকে দেশকে এগিয়ে নিয়ে যাই

@জুভ সিমো টুইট করেন:

عندما اصطّف الشعب أمام الدوائر قالوا شعب مثقف وحضاري! وعندا اختار نفس الشعب النهضة تحوّل الى عربان متخلفة!! كفانا نفافا كفانا #tnelec

জনতা যখন লাইন ধরে দাঁড়ায় তখন তাঁরা বলে যে জনতা সভ্য ও শিক্ষিত! যখন এই একই জনতা এন্নাহধাকে বেছে নেয় তখন তাঁরা প্রতিক্রিয়াশীল হয়ে যায়। এ ভণ্ডামী অনেক হয়েছে আর না!

@ইংমিনা_ টুইট করেন:

يا توانسي، اكبر امتحان ليك توا هو قبول النتائج حتى و لو كانت ضد اختيارك البارح #tunisia #tunisie #tnelec

তিউনিসীয়রা, যদিও এ ফলাফল আপনাদের পছন্দকে প্রতিফলিত নাও করে তবুও তোমাদের জন্য এখন সবচাইতে বড় পরীক্ষা হল ফলাফল মেনে নেওয়া।

বলাবাহুল্য, ভোট গণনা এখনও চলছে, আশা করা হচ্ছে আগামী মঙ্গলবার বিকেলে ফল প্রকাশ হবে। তথাকথিত আরব বসন্তে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে তিউনিসীয়রা গতকাল তাঁদের প্রতিনিধি নির্বাচন করেছেন।
আমাদের এ পোস্টটি তিউনিসিয়া বিপ্লব ২০১১ –সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .