তিউনিশিয়ায় আরব ব্লগার সম্মেলন

সোমবারে, তিউনিশিয়ায় দিনব্যাপি এক সাধারণ আলোচনার মধ্যে তৃতীয় আরব ব্লগার সম্মেলনের উদ্বোধন ঘটে। নাওয়াত এবং হাইনরিশ বোল ফাউন্ডেশন-এর সাথে গ্লোবাল ভয়েসেস, এই সম্মেলনের অন্যতম আয়োজক। এই সম্মেলনে আশেপাশের আরব দেশ থেকে প্রায় ১০০ জনের মত ব্লগার উপস্থিত হয়েছেন। স্বাভাবিকভাবে এই সম্মেলনের বিষয়টি ব্লগে ভাল ভাবে তুলে ধরা হয়েছ, তা কেবল এই সম্মেলনের উদ্যোক্তা আরব ব্লগার ব্লগে নয়, এই সম্মেলনে অংশ নেওয়া অনেক ব্লগারও সম্মেলন-এর বিষয়ে ব্লগ করেছে।

প্রচার মাধ্যমের লিঙ্ক এবং ব্লগে প্রকাশিত সংবাদ এখানে, সংগৃহীত করা হয়েছে (দয়া করে মন্তব্য বিভাগে মন্তব্য পোস্ট করুন যাতে আমরা উপলব্ধি করতে পারি-এর মধ্যে থেকে কোন কিছু বাদ পড়ল কিনা )।

এই সম্মেলন বিষয়ক আল জাজিরার এক সংবাদে দাবী করা হয় যে, “ আরব ব্লগাররা বলছে যে আরব বিপ্লব বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে’। প্রথম দিনের, প্রথম অংশের বিষয়ে জিলিয়ান ইয়র্ক সহ ইংরেজি ভাষায় ব্লগের সংবাদ এবং তিউনিশিয়ার ব্লগারদের বিশেষ এক প্যানেল উপস্থাপন করা হয়েছে, যারা নানা ভাবে তিউনিশিয়ার রাজনীতিতে যুক্ত। সবচেয়ে বড় সংবাদটি এসেছে তিউনিশিয়ার ইন্টারনেট এজেন্সির নতুন সভাপতির এক আলোড়ন সৃষ্টিকারী বক্তব্যে, এতে তিনি উন্মোচন করেন যে, কিছুদিন আগে যে সরকার তিউনিশিয়ার ক্ষমতায় ছিল, তারা গোপনে পশ্চিমা কোম্পানীর তৈরি সেন্সরশিপ সফটওয়্যার পরীক্ষা করেছিল

আরবী লিঙ্গুয়ার অন্যতম এক সম্পাদক মোহাম্মদ এলগোহারী। ছবি মোহাম্মদ আলা গুয়েদিচ -এর অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে)

আগামি তিনদিন কেবল আহ্বানের ভিত্তিতে ছোট ছোট আকারে কিছু কর্মশালা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা এই সব আলোচনার বিষয়ে #এবি১১হ্যাশট্যাগ ব্যবহার করে বিভিন্ন ভাষায় টুইট করবে। কাজেই আমাদের সাথে থাকুন।

২০০৯ সালে দ্বিতীয় আরব ব্লগার সম্মেলন বৈরুতে অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বাস করা হয় যে এই সম্মেলনের মধ্যে দিয়ে অনেক ব্লগার, ব্লগারদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা এবং আস্থা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল- এমন এক সম্পর্ক, যার মধ্যে দিয়ে আরব বিপ্লবের বসন্তের সময় পরস্পরের সাথে আরো সহজে সমন্বয় সাধন করা সম্ভব হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .