আরব বিশ্ব: “গাদ্দাফীর পর আসাদ!”

আমাদের এ পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১ এবং লিবিয়া জাগরণ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ

লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফীর সময় যত দ্রুত ফুরিয়ে যাচ্ছে, ততই সিরীয় রাষ্ট্রপতি বাসার আল আসাদের প্রতি টুইটার ব্যবহারকারীরা সতর্কতা জারী করে তাঁকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দিচ্ছেন।

সংযুক্ত আরব আমিরাত থেকে সুলতান আল কাসেমী টুইট করেন:

@সুলতান আল কাসেমী: বাসার আপনি কি দেখছেন? পরবর্তীতে আপনি। #সিরিয়া

লিবিয়ান লিবিয়া সতর্ক করেন:

@ফ্রিডম_ ৭উরিইয়াহ: আমি আসাদকে যা বলতে চাই তা হল #লিবিয়াকে কাছে থেকে পর্যবেক্ষণ করুন, এরপর আপনি। এখন থেকে #আসাদেরমিথ্যাগুলো আপনাকে ধরবে

পিকাসো ক্যাট সতর্ক করেন:

@পিকাসোকাট: আসাদ আপনি কি পদধ্বনি শুনতে পাচ্ছেন? ঘণ্টা খানেকের মধ্যেই গাদ্দাফীর ভাগ্য নির্ধারিত হবে আর এরপর সমগ্র বিশ্বের চোখ আপনার দিকে নিবদ্ধ হবে #সিরিয়া # লিবিয়া

সিবিএস সাংবাদিক তুলা ভ্লাহু বিস্ময় প্রকাশ করেন:

@তুলাভ্লাহুসিবিএস: # লিবিয়ার পতন দেখে #সিরীয় রাষ্ট্রপতি আসাদ কি ভাবছেন?

টেররিস্ট ডংকি আল আসাদকে কিছু উপদেশ দেন:

@টেররিস্ট ডংকি: #আসাদ, # গাদ্দাফীর মত আপনারও কিছু ভাষণ রেকর্ড করা উচিত কারন আপনার দিন সমাগত।#সিরিয়া #লিবিয়া

সিরীয় মেসেলুন গত রাতে টুইট করেন:

@মেসেলুন: আজ রাতে কেবলমাত্র একজন মানুষ লিবিয়ার ঘটনাগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি হলেন বাশার আল আসাদ # সিরিয়া

গাদ্দাফী, তিউনিসিয় জিনে আল আবিদিন বেন আলি এবং মিসরীয় হোসনী মুবারকের পর পতনের সারিতে আসাদ কি হবেন চতুর্থ আরব নেতা? জানতে হলে সামাজিক প্রচার মাধ্যমের সঙ্গেই থাকুন।

আমাদের এ পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১ এবং লিবিয়া জাগরণ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ


সিরীয় রাষ্ট্রপতি বাসার আল-আসাদের থাম্বনেইল ছবি ফ্যাবিও রড্রিগুয়েজ/এবি এর সৌজন্যে প্রাপ্ত (উইকিকমন্স এর মাধ্যমে পাব্লিক ডোমেইন এ সহজলভ্য)

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .