ম্যাসিডোনিয়াঃ পুলিশের বিরুদ্ধে এক তরুণকে হত্যার অভিযোগ দেশটিতে বিক্ষোভের সৃষ্টি করেছে

আজ রাতে উল্লেখযোগ্য পরিমাণ একদল ব্যক্তি স্কোপজার কেন্দ্রে জড়ো হয়েছিল এক তরুণের মৃত্যুর ঘটনার প্রতিবাদে। অভিযোগ রয়েছে যে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন সাম্প্রতিক নির্বাচনে জয়ের উৎসব উদযাপন করছিল তখন তার পাশে এই মানুষটিকে আঘাত করে মেরে ফেলা হয়।

ঘটনাক্রমে বাস্কারফেস্ট নামক উৎসবের সময় এই ঘটনা ঘটলো। বাস্কারফেস্ট হচ্ছে স্কোপজার কেন্দ্রস্থলে অনুষ্ঠিত বার্ষিক রাস্তার শিল্পকলা প্রদর্শনী।

রেডিও এমওএফ এই ঘটনার যে সংবাদ প্রদান করেছে [ম্যাসিডোনিয়ান ভাষায়] ভনুকট তা অনুবাদ করেছে:

নেটপ্রেস, এ১, প্লাসইনফো, মেকফ্যাক্স এবং ফোরামের সংবাদ অনুসারে গতকাল ৬ জুন, ২০১১,-এর ঠিক মধ্যরাতে, এক ২০ বছরের তরুণ, [যার নাম ড্যানিয়েল], স্কোপজার কেন্দ্রস্থলে ম্যাসিডোনিয়া নামক স্কোয়ারে নিহত হয়। যে সমস্ত প্রত্যক্ষ্যদর্শী নেটপ্রেস এবং এ১-এর সাথে কথা বলেছে, তারা বলছে যে আলফা নামের এক বিশেষ পুলিশ দল তাকে মারতে মারতে মৃত্যুর মুখে ঠেলে দেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন যে এ রকম ঘটনার কোন সংবাদ তাদের কাছে এখনো আসেনি এবং যদি এ রকম কোন ঘটনার সংবাদ আসে তাহলে তারা আরো তদন্ত করবে। স্কোপজার পুলিশ বিভাগ বলছে যে ময়ন তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে তার মৃত্যুর কারণ, কিন্তু এই তরুণের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।

যতদুর দেখা যাচ্ছে, মূল ধারার প্রচার মাধ্যম এই ঘটনাকে উপেক্ষা করেছে। ( এর মধ্যে এ১ ব্যতিক্রম), কিন্তু ফেসবুক এবং টুইটার এবং ফেসবুকের মাধ্যমে এই সংবাদে দ্রুত ছড়িয়ে পড়ে (হ্যাশট্যাগ #ড্যানিয়েল, #ফোনটানা, #পার্ক) এবং প্লাসইনফোতে এই ঘটনা প্রকাশিত হলে তার প্রতিবাদে লোকজন সিটি পার্ক নামক উদ্যানে জড়ো হয়।

২৩ বছরের #ড্যানিয়েলকে খুন করার ঘটনায় জড়ো হওয়া ২০০ জন লোক (যারা) এর প্রতিবাদে জড়ো হয়েছিল, সান্ড্রা তাদের এক ছবি পোস্ট করেছে।

টুইটার ব্যবহারকারী @৩৬৫ ইলেকট্রিক এই প্রতিবাদের বেশ কিছু ছবি প্রকাশ করেছে এবং এই প্রতিবাদ শহরের উদ্যান থেকে সরকারী ভবন হয়ে কেন্দ্রীয় ভবন পর্যন্ত গিয়েছে।
Share photos on twitter with Twitpic Share photos on twitter with Twitpic

Share photos on twitter with Twitpic Share photos on twitter with Twitpic

অন্য টুইটার এবং ফেসবুক ব্যবহারকারী হাতে লেখা দরখাস্ত বিলিয়েছে [ম্যাসিডোনিয়ান ভাষায়], যেই দরখাস্তে আলফা নামক পুলিস বিভাগটিকে বিলুপ্ত করার আহবান জানানো হয়েছে, এই জঘন্য অপরাধের ক্ষেত্রে তাদের ব্যক্তিগত আচরণ এবং আদেশ প্রদানের বেলায় বিভাগটিকে দায়িত্ব নিতে হবে এবং পুলিশের অপব্যবহারের ঘটনা আভ্যন্তরীণ ভাবে নিয়ন্ত্রণ করার আহ্বান জানানো হয়েছে।

Peticijata, procitajte site i rashirete! #daniel on Twitpic

পরবর্তীতে @আরানজেল প্রদর্শিত স্কোয়ারের ছবিতে দেখা যাচ্ছে বিক্ষোভরত জনতা এই বাণী বহন করেছে, “ ড্যানিয়েলকে ভালোবাসি” এবং “আলফা ঘাতক” এবং ছবিতে আরো দেখা যাচ্ছে স্কোয়ারের পাশে শহরের প্রধান সড়কে একদল মানুষ অবস্থান গ্রহণ করেছে

no comment on Twitpic

ব্যবহারকারী @মালাভাকা প্রধান স্কোয়ারের পাশে রাস্তা বন্ধ করে অবস্থান গ্রহণ করে প্রতিবাদকারীদের ছবি প্রকাশ করেছে

এই ঘটনার বিস্তারিত বর্ণনা এখনো পরিষ্কার নয়, ঘটনার শিকার ব্যক্তির পরিচয়ও এখনো নিশ্চিত নয়। যখনই এই ঘটনার উপর কোন তথ্য পাওয়া যাবে, তখনই গ্লোবাল ভয়েসেস-এর স্থানীয় সংবাদদাতা তা সাথে সাথে জানিয়ে দেবে।

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .