ইয়েমেনঃ সালেহ-এর বিষয়ে আসা পরস্পর বিপরীত সংবাদের মাঝে সানায় বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে

এই প্রবন্ধটি ইয়েমেনের প্রতিবাদ বিক্ষোভ-২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আজ বিকেলে ইয়েমেনের রাজধানী সানায় এক বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়, যখন দেশটির রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ সম্বন্ধে পরস্পর বিপরীত সংবাদ ছড়িয়ে পড়ে। একদিকে যখন কয়েকটি সংবাদে শোনা যাচ্ছিল যে তিনি রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়ে গেছেন, অন্যদিকে অন্যরা সংবাদ প্রদান করছিল যে তিনি এই সংঘর্ষে আহত হয়েছেন। এমনকি অনেকে তার মৃত্যুর সংবাদ পর্যন্ত ঘোষণা করে।

বিগত কয়েক ঘন্টায় আসা টুইটারের প্রতিক্রিয়া সারাংশ এখানে তুলে ধরা হল।

মোহাম্মেদ আবদেল দাইমান টুইট করেছে:

#সালেহ “সামান্য আহত হয়েছে”, বিভিন্ন নির্ভর যোগ্য সংবাদসূত্র এই সংবাদটি নিশ্চিত করেছে। তার মানে কিছুটা হলেও এই সংবাদের সত্যতা রয়েছে।

সানা বিশ্ববিদ্যালয়ের সামনে সরকার বিরোধী এক বিক্ষোভে “ ইয়েমেনের রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ “বিদায় হও” এই বাক্যটি প্রর্দশন করা হচ্ছে। ছবি ফ্লিকার ব্যবহারকারী এজিটকইএনজির ( সিসি বাই-এনসি-এনডি ২.০).

সানা বিশ্ববিদ্যালয়ের সামনে সরকার বিরোধী এক বিক্ষোভে, ইয়েমেনের রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ “বিদায় হও” এই বাক্যটি প্রর্দশন করা হচ্ছে। ছবি ফ্লিকার ব্যবহারকারী এজিটকইএনজির ( সিসি বাই-এনসি-এনডি ২.০).

আল জাজিরা ইংলিশ নিশ্চিত করেছে

এবং তার সাথে এনবিএসপি;

আনুষ্ঠানিকভাবে জানা গেছে: # ইয়েমেনের রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ #সালেহ আহত হয়েছেন, কিন্তু তিনি এখনো জীবিত রয়েছেন। এই বিষয়ে আরো জানার জন্য আমাদের লেখা তাজা ব্লগগুলো পাঠ করুন।http://aje.me/mPUHeO

আলি হাসেম, আল জাজিরার আরবী ভাষার সংবাদদাতা তিনি এর সাথে যোগ করেছেন:

ইয়েমেনের সরকারী কর্মকর্তা: রাষ্ট্রপতি আলি সালেহ শীঘ্রই জনতার সম্মুখে ভাষণ দেবেন।

এবং তিনি টুইট করেছেন :

এটা নিশ্চিত করা হয়েছে যে সালেহ মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে, সে সৌভাগ্যবান।

এন্ডি কারভিন পুরো পরিস্থিতির সার সংক্ষেপ করার চেষ্টা করেছে, সে বলছে:

সংবাদ সমূহের সার-সংক্ষেপ করার চেষ্টা করছি, ইয়েমেনের সংবাদ সমূহ সালেহকে নিয়ে সংবাদ করেছে; সে /মনে হয় না/হয়ত বা/সম্ভবত/হতে পারে/ টুইটারের সূত্রমতে/ রয়টারের সংবাদ অনুসারে/এ ধরনের সূত্র থেকে পাওয়া সংবাদে/ জানা গেছে মৃত।

সালেহ-এর আহত হবার ঘটনা অথবা তার সম্ভাব্য মৃত্যুর সংবাদ, টুইটার জগতে এক আশার সঞ্চার করে যে, এতে শীঘ্রই আরব বিশ্ব থেকে একজন স্বৈরশাসক কমে যাবে।

মিশরীয় নাগরিক মোনা এল তাহয়াওয়ি টুইট করেছেন:

আমাদের এখানে শুক্রবারে বিদায় নিতে যাওয়া ঘৃণ্য স্বৈরশাসকদের অপসারণের লম্বা লাইন লেগে গেছে। # ইয়েমেনের আলি আবদুল্লাহ #সালেহ, এই প্রক্রিয়ার পরবর্তী জন হতে পারেন? ইয়াল্লা (যাও, যাও) ইয়েমেন!

ইয়েমেন ফিরে আসা যাক, এখানে এখনো বিভ্রান্তি রয়ে গেছে. ইব্রাহিম মোতাহনা লিখেছে:

অনুবাদ করতে গিয়ে আমি বিভ্রান্ত হয়ে পড়ছি!! #সানা থেকে এখন প্রচুর পরস্পর বিপরীত সংবাদ এবং তথ্য আসছে। #ইয়েমেন # সালেহ

আমেল টুইট করেছে:

সানা এখন এক বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। সব জায়গায় গোলাগুলি চলছে। আমরা আমেরিকান দূতাবাসের দিকে এগিয়ে যাচ্ছি #ইয়েমেন #ওয়াইএফ

এই প্রবন্ধটি ইয়েমেনের প্রতিবাদ বিক্ষোভ-২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .