সিরিয়া: বিপ্লব চলছে (ভিডিও)

এ পোস্টটি আমাদের সিরিয়া প্রতিবাদ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ

আল আসাদ সরকারের উৎখাতের আহ্বান ও দারা-তে সিরিয় বিক্ষোভকারীদের নির্মম দমনের বিরুদ্ধে সহমর্মিতা জানিয়ে শুক্রবার সিরিয়ার বিভিন্ন শহরে দশ হাজারেরও বেশি জনতা সমাবেশ করে।

জর্ডান সীমান্তবর্তী দক্ষিণ –পশ্চিমের শহর দারাতে নিরাপত্তা বাহিনীর দমন চালানো হয়। সেখানে বিদুৎ, পানি এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয় যা আজও বিচ্ছিন্ন আছে।

রাজধানী দামাস্কাসের জনগণ আজ প্রতিবাদে যোগ দেয়। ভিডিওগুলোতে দেখা যায় হাজারো জনতা মিছিলে অংশ নিয়েছে।

মোহামেদ৮২কে-এর পাঠানো ভিডিও তে জাঈদ ও আল হাসান মসজিদের বাইরে বিক্ষোভরত সিরিয় বিক্ষোভকারীদের দেখা যাচ্ছে:

http://www.youtube.com/watch?v=rE-jW8dhgsE

ইউটিউব ব্যবহারকারী এফএনএনসিরিয়া-র পোস্টকৃত ভিডিও তে তাল শহরের বিক্ষোভকারীদের দেখা যাচ্ছে:

http://www.youtube.com/watch?v=xHh4glYqdAM

দারার নিকটবর্তী দক্ষিণ সিরিয় শহর জাসেম-এ বিক্ষোভ ছড়িয়ে পরে। এফএনএনসিরিয়া-র শেয়ার করা ভিডিওতে দেখা যায় জনতা শ্লোগান দিচ্ছে: “জনগণ সরকারের উৎখাত চায়।”

http://www.youtube.com/watch?v=xgoWL5quLdw

উত্তর-পশ্চিমের সিরিয় শহর বানিয়াস-এও বিক্ষোভকারী জনতা রাস্তায় নেমে আসে। মিলিয়ানানেট সেখানকার বিক্ষোভের এই ভিডিওটি শেয়ার করেন:

http://www.youtube.com/watch?v=XBy2VzhyPHQ

দামাস্কাসের ৪৫০ কি:মি: উত্তর পূর্বাঞ্চলীয় শহর দার আজ-জাওর-এর বিক্ষোভকারীদের এই ভিডিও টি রোজদার২ পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে জনতা শ্লোগান দিচ্ছে “সিরিয়া! মুক্তি!”

এবং জর্ডানের কাছে জনতা সমবেত হয়ে দারার নির্যাতিত জনগণের প্রতি সমর্থন ও একাত্মতা ঘোষণা করে। মিলিয়ানানেট-এর শেয়ার করা এ ভিডিওটিতে বিক্ষোভকারীদের একাংশকে দেখা যাচ্ছে:

http://www.youtube.com/watch?v=Hk5tGfL5aJs

সিরিয় বিপ্লব সম্পর্কে আরও জানতে টুইটার হ্যাশট্যাগ#দারা অথবা # সিরিয়া দেখতে পারেন।

এ পোস্টটি আমাদের সিরিয়া প্রতিবাদ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .