লিবিয়া: “তারা আমাদের উপর নির্বিচারে গুলি করছিল” (ভিডিও)

এই পোস্ট লিবিয়ার বিপ্লব ২০১১ সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ।

প্রতিদিন যাচ্ছে আর মনে হচ্ছে বিক্ষোভকারি আর বিদ্রোহী যোদ্ধারা আরো এগিয়ে আসছে কর্নেল মুহাম্মের আল গাদ্দাফির ৪০ বছরের শাসনের সমাপ্তি টানতে। অন্যদিনের মতো, (২৫শে ফেব্রুয়ারি) শুক্রবারেও জনগণের সাথে সংঘর্ষের খবর এসেছে, আর দুশ্চিন্তা যে গাদ্দাফি দ্রুত চুড়ান্ত কিছু পদক্ষেপ নেবে।

ভীতি জাগিয়ে গাদ্দাফি কেন্দ্রীয় ত্রিপলির গ্রীন স্কোয়ারে শুক্রবার বিকালে ভাষন দিয়েছেন আর তার বিরুদ্ধে যারা আছে তাদের দমনের ভয় দেখিয়েছেন।

বিশ্বের অন্যতম বেহায়া এই শাসকের বিরুদ্ধে এই অভিযানে অনেক বড় মানবিক মূল্য দিতে হয়েছে। বিদেশিরা তাদের নাগরিকদের সরিয়ে নিতে যখন ছুটে আসছে, শেষ পদক্ষেপ হিসেবে সম্ভবত গাদ্দাফি তার নিজের লোক – আর বিদেশী নাগরিক যারা বেরিয়ে আসতে পারেননি তাদের বিরুদ্ধে যাবে।

ত্রিপলিতে বিক্ষোভকারিরা পথে নেমে এসেছে শুক্রবারের নামাজের পরে সম্মিলিত বিক্ষোভের জন্য। গাদ্দাফির প্রতি বিশ্বস্ত দলের দ্বারা গুলির শিকার হয়েছে বেশ কিছু দল।

বিআরকিউনেটওয়ার্ক ত্রিপলিতে বিক্ষোভকারীদের একটা ভিডিও আপলোড করেছে যা দিনের বেলা ধারন করা হয়েছে।

নিউজটুইট দ্বারা আপলোড করা এখানে একটি ভিডিও ত্রিপলির আল সিয়াহিয়া এলাকার বিক্ষোভকারীদের যারা গুলির সম্মুখীন হয়েছেন।

http://www.youtube.com/watch?v=57fE1IaHB-0

সুঙ্কার আপলোড করা এই ভিডিওতে ভালো উদাহরণ আছে ২৫শে ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় ত্রিপলির নানা শব্দের।

টুইটার আলোচনায় ত্রিপোলিতে লুকিয়ে খাকা মানুষের সাথে ফোনের কথাবার্তা থেকে রাজধানীর মানুষের টুইট বার্তা এবং অন্যান্য সংবাদ – সবই এসেছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে উপরের আকাশ বন্ধ করা হয়নি। সব থেকে কার্যকর বিমান কোম্পানির মধ্যে আছে টার্কিশ এয়ার আর ইজিপ্ট এয়ার #লিবিয়া #ফেব ১৭

@লিবিয়া ইউনাইটেড: ”আমি এখুনি #আরাদা আর # তাজাউরা প্রতিবাদ থেকে ফিরলাম, অনেক শহীদ, দয়া করে আল্লাহ আমাদের বিজয় দেন” @এন্নাস বলেছেন #ফেব ১৭ # লিবিয়া

@এল মাহাদি: সকলেই .. “@আজিলাইভঃ পশ্চিম #লিবিয়াতে আল জাজিরার প্রতিনিধি, জানিয়েছেন যে মানুষ চিন্তিত যে গাদ্দাফি এর পরে কি করবেন।“

@ইয়াদ এল বাগদাদি: পলাতক বাহিনী গুলি করে চুপ ছিল আর শুনছিল প্রতিবাদের কোন আওয়াজ পাওয়া যায় কিনা। যদি কিছু শোনা যায় সেই দিকে গিয়ে তারা গুলি করছে। # লিবি

@৭আওয়ার: @স্লোজের অনুসারে অনেক নাগরিকের গাড়ি ট্রোজান ঘোড়া হিসাবে ব্যবহার করা হয়েছে, গাদ্দাফির মিলিশিয়ারা বিক্ষোভকারীদের এর ভিতর থেকে গুলি করেছে। #ত্রিপলি #লিবিয়া #ফেব ১৭

@স্লোজের: আমি এই ছবি আমার মাথা থেকে বের করতে পারছি না, তারা নির্বিচারে আমাদের গুলি করছিল# লিবিয়া # ফেব ১৭

@এন্নাস: @স্লোজের আপনি ঠিক বলেছেন…আমার মাথার উপর দিয়ে গুলি যাচ্ছিল!!

@আলিটুইল: এই জীবন আমাদের যাপন করার কথা না। আমাদের আরো ভালো প্রাপ্য। আমরা শান্তিপূর্ন দয়ালু আর দারুন মানুষ।

@বিবিসিওয়ার্ল্ড: একজন #লিবিয়ার কূটনৈতিক জাতিসংঘে বলেছেন যে এএফপি অনুসারে ‘হাজার হাজার‘ লোক এই অশান্ত পরিবেশে নিহত হয়েছেন।

@ইয়াদ এলবাগদাদি: ফোনের মাধ্যমে আর একটি উৎস থেকে আমি বেশ ভয়ঙ্কর খবর পেয়েছি, সঙ্গীহীন যে কোন বিদেশিকে ত্রিপলিতে আক্রমণ করা হবে।# লিবিয়া

@ইয়াদ এলবাগদাদি: আল হানি জেলায় বিক্ষোভকারীরা তাদের গন্তব্যে পৌঁছানোর আগে তাদের উপর গুপ্ত বাহিনী হামলা করেছে। #লিবিয়া

@ইয়াদ এলবাগদাদি: সূত্র আরো জানাচ্ছে যে গাদ্দাফি বাহিনী আর তাদের অনুসারীরা অপকর্ম পরিষ্কারের কাজ শুরু করছে।

@ইয়াদ এলবাগদাদি: আমার সূত্র নিশ্চিত করেছে যে অনেক মানুষ তাদের বাড়িতে আছেন, বাইরে যেতে ভয় পাচ্ছেন, বারান্দা বা জানালা দিয়ে দেখতেও ভয় পাচ্ছেন।# লিবিয়া

@লিবার্র্টি৪লিবিয়া: এখন সুক আল জুমুয়াতে ৫জন শহিদের কবর হবে #ত্রিপলি #লিবিয়া #ফেব ১৭

@আলিটুইল: চারিদিকে গুলি, চারিদিকে, চারিদিকে, চারিদিকে, চারিদিকে।

@লিবি৪এভার: এখন মিস্রাতাতে আসল যুদ্ধ চলছে, অন্তত ১ জন নিহত অনেকে আহত, আমি গুলির শব্দ শুনতে পাচ্ছি #লিবিয়া # ফেব ১৭

@মাইসুন: ঈশ্বর #লিবিয়ার বিক্ষোভকারীদের আর্শীবাদ করুন আর রক্ষা করুন। অন্ধকার সময়ে আত্মা পুনরুজ্জীবিত হয় আর শক্তি পায় সহ্য করার আর এগিয়ে চলার #ত্রিপোলি

@ইয়াদ এলবাগদাদি: সারসংক্ষেপ, # গাদ্দাফি এখনো প্রতিবাদ করছেন। তবে কোন জায়গা তার দখলে নেই, তার ভ্রাম্যমান যোদ্ধা আছে চারিদিকে। # লিবিয়া

@আলিটুইল: আমি নিরস্ত্র একজন মানুষ যে তার ভীত স্ত্রী আর মাসুম ছেলেকে নিয়ে বাসায় বসে আছে আর আমার পাড়ায় গুলির শব্দ শুনছি।

@ইয়াদ এলবাগদাদি: আমি খুবই চিন্তিত যে এটা ত্রিপলির রাস্তায় রাস্তায় যুদ্ধে শেষ হবে শান্তিপূর্ন মিছিলের পরিবর্তে। #লিবিয়া

পরিশেষে আমাদের কাছে একটা ভিডিও আছে নিউজটুইট থেকে যেখানে দেখা যাচ্ছে যে সেনারা ত্রিপোলির রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যাদের লেখক দাবি করছেন আফ্রিকার ভাড়াটে যোদ্ধা হিসাবে:

http://www.youtube.com/watch?v=aIfxlTroWxk&feature=uploademail

এই পোস্টটি লিবিয়ার বিপ্লব ২০১১ সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .