চীনের বিপ্লবী আই ওয়েইওয়েই আটক, টুইটারে বুদ্ধিজীবিদের প্রতিক্রিয়া

চীনের বিখ্যাত আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী এবং বিপ্লবী আই ওয়েইওয়েই গত রবিবার ৩রা এপ্রিল, হংকং রওনা হবার মুখে বেজিং এ আটক হয়েছেন। দেশের এযাবৎ আটক, গ্রেফতার, নিখোঁজ বুদ্ধিজীবীদের তালিকায় আই হলেন নবতম সংযোজন। তাঁর নিজের শিল্পী হিসেবে আন্তর্জাতিক পরিচিতি, এবং বাবা বিখ্যাত কবি হওয়ার দরুন আশা করা যায় সরকারী রোষের হাত থেকে আই কিছুটা সুরক্ষিত। অন্যদিক দিয়ে দেখলে, তাঁর পরিচিতির এই সুরক্ষা কবচ যদি যথেষ্ট মজবুত হিসেবে প্রমাণিত না হয়, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে যে, চীনের দমন নীতি এক সাংঘাতিক আকার ধারণ করেছে

আই ওয়েইওয়েইর আটকের খবরে ইতিমধ্যেই টুইটারের মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন চীনের বেশ কিছু উদারপন্থী বুদ্ধিজীবী। ফ্রী আই ওয়েইওয়েই নামে টুইটারে একটা আবেদন ও রাখা হয়েছে ও এখনো অব্দি শতাধিক মানুষ সেই আবেদনে সই করেছেন। টুইটারে প্রকাশিত কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্বের মন্তব্য নীচে দেওয়া হল।

চীনের বিপ্লবী আই ওয়েইওয়েই.  ছবি ফ্লিকার ব্যবহারকারি ডিজিপাব (সিসি বাই-এনডি ২.০)

চীনের বিপ্লবী আই ওয়েইওয়েই. ছবি ফ্লিকার ব্যবহারকারি ডিজিপাব (সিসি বাই-এনডি ২.০)

মো ঝিসু, প্রখ্যাত লেখক এবং সমালোচক (@মো ঝিসু):

记得元旦时与艾未未对话,我还明确地认为,像艾未未冉云飞这样不党不群的单干户,当局不太好下手,所以应该比较安全;如今看来,北非事态改变了这一态势,有人要提前动手,以免再出现一个乃至更多个刘晓波。可是,没有刘晓波们就万事大吉了吗?
3:11 PM Apr 4th

“মনে পড়ছে এই নতুন বছরের সায়ক্ষণের দিন আই ওয়েইওয়েইর সঙ্গে কথা বলছিলাম। আমি বলেছিলাম আই ওয়েইওয়েই এবং রন ইউনফেই এর মতো ব্যক্তি, যারা কোন দলীয় সমর্থনে কাজ করেনা তাদের কে সামলানো কর্তৃপক্ষের পক্ষে একটু মুশকিলের কাজ, তারা সুরক্ষিত। এখন উত্তর আফ্রিকার ঘটনাবলী সব ওলট পালট করে দিয়েছে। অতি সত্বর কিছু একটা করতে হবে যাতে আরেকজন লিউ ঝাওবোর উদ্ভব না হয়। তাছাড়া, এটাও কি জোর দিয়ে বলা যায় যে লিউ ঝাওবোদের নিকেশ করলেই সব ঠিকঠাক চলবে?”

চ্যং পিং, স্পষ্ট বক্তা সাংবাদিক, আগে সাদার্ন মিডিয়া গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন (@চ্যং পিং)

中午在香港中文大学新闻与传播学院演讲时提到,@aiww被拘后,纽约客记者称中国舆论进入严寒,令我想到1995年的报刊大整顿,那以后媒体业进入新的爆发期。
11:17 PM Apr 4th

“আজ বিকেলে হংকংএ চাইনিজ ইউনিভার্সিটির অধ্যাপকদের প্রতি এক বক্তৃতায় উল্লেখ করেছিলাম যে দি নিউ ইয়র্কারের সাংবাদিক বলেছেন যে আই ওয়েইওয়েইর উপর এই প্রতিবন্ধকতা চীনের মিডিয়া জগৎকে প্রাগৈতিহাসিক যুগে নিয়ে যেতে চলেছে। এই ঘটনাটা আমায় ১৯৮৫ সালে সংবাদপত্রের উপর কঠোর দমন প্রযোগের কথা মনে করিয়ে দিচ্ছে যার পরই সর্বব্যাপী অতি বৃদ্ধির যুগ শুরু হয়েছিল।”

লিউ ঝাওইউন, মানবাধিকার রক্ষা আইনজ্ঞ, বেজিং। (@লিউ ঝাওইউন):

艾未未被带走了,工作室被搜查了,不论艾未未的对与错,这都是特大新闻,特大热点。没想到呀,没想到,国内媒体竟然齐患失语症,又装聋来又装哑,悲哀,实在是悲哀!
12:14 AM Apr 5th

“আই ওয়েইওয়েইকে আটক করা হয়েছে, তাঁর ওয়ার্কশপ তল্লাশী করা হয়েছে! আই ঠিক না ভুল, সেটা একটা বেশ গুরুত্বপুর্ণ খবর। আমি কল্পনাও করতে পারছি না চীনের সমস্ত মিডিয়া মৌনব্রত ধারণ করেছে, এটা সত্যি নিদারুণ দুঃখজনক।”

ফেং ঝেঙ্গহু, মানবাধিকার রক্ষা কর্মী, সাংহাই। (@ফেং ঝেঙ্গহু):

呼吁释放艾末末、文涛及所有失踪的中国人。就象龙应台所说:如果你觉得别人的不幸与你无关,那么有一天不幸发生在你身上时,也没有人会在意。保护他人的不法遭遇,也是在保护自己。#aiww 11:21 PM Apr 4th

“ডাক দিন ওয়েইওয়েই, ওয়ানতাও এবং অন্যান্য নিখোঁজ ব্যক্তিদের মুক্তির জন্য। ল্যুং য়িং তাইএর কথায়, যদি মনে করো অন্যের দুর্ভাগ্যে তোমার কিছুই যায় আসে না, তবে মনে রেখো তোমার যখন ভাগ্য বিপর্যয় হবে তখন তোমার দিকেও কেউ ফিরে তাকাবে না। অন্যকে রক্ষা করা মানে এক প্রকার নিজেকেই সুরক্ষিত করা।”

শী ফিকে, সাংবাদিক এবং সমাজকর্মী। (@শী ফিকে):

情况已经很明显了,如白天和几个朋友吃饭时所述的一样,此前都只是在扫清外围,抓郭大侠,抓刘晓原,抓李天天,乃至今天抓文涛,目的都是为抓大胖子服务。党和政府精通兵法,深谋远虑。
8:08 PM Apr 3rd

“প্রক্রিয়াটাতো একদম পরিস্কার। ঠিক যা বন্ধুদের বলেছিলাম, আগের যত গ্রেফ্তার, আটক বা গ্যুও দাঝা, লিউ ঝওইউন, লি তিয়ানতিয়ান, ওয়ান তাওদের কে নিশানা করা, এসবই ছিল চারদিক পরিস্কার করে এগুনোর প্রস্তুতি। আসল লক্ষ্য হল এই আই ওয়েইওয়েই। পার্টি এবং সরকার তাদের ভবিষ্যৎ উদ্দেশ্য আর কর্মকৌশল খুব ভালমতই জানে।”

আই ঝিয়াওমিং, মহিলাপন্থী সাহিত্যিক, তথ্যচিত্র নির্মাতা এবং সমাজকর্মী। (@আই ঝিয়াওমিং):

艾未未也许很激进,但他也嘲笑茉莉花,他也退出08宪章,他也攻击刘晓波,他还讽刺崔卫平。而艾未未之依然得人望,则在于他干了很多具体的好事,为孩子们呐喊,为冤死者说话,坚持自由表达。现在打压艾未未,就不是针对茉莉花而是针对所有人向往的公平正义和真相了。 8:21 PM Apr 3rd

“আমার মনে হয় আইএর ক্ষমতা, সুনাম, চরিত্র এবং সর্বোপরি তাঁর নিজস্ব কর্মধারণা কট্টরপন্থীদের কাছে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তাই কর্তৃপক্ষের লক্ষ্য এখন এই কাঁটাটাকে উপড়ে ফেলা।”

@আই ঝিয়াওমিং: 今天推特上看不到艾未未,今天,你就可以成为艾未未。如果你喜欢他,你就像他那样去生活,像他那样去爱亲人,爱朋友,爱孩子,爱小猫小狗,爱那些受苦的人并且为他们说话。无数个你成为了艾未未,中国就真正达到了幸福高指数。
12:11 PM Apr 4th

আজ আমরা আই ওয়েইওয়েইকে টুইটারে দেখতে পাইনা। কিন্তু আপনি নিজেই আই হতে পারবেন। তাকে ভালবাসলে তার মত জীবন যাপন করেন। তার মতই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কুকুর বিড়াল ইত্যাদি সবাইকে ভালবাসুন এবং বঞ্চনার শিকারদের কথা বলুন। যখন আই এর মত অনেকে হবেন, চীন পথিকৃত দেশ হিসেবে উঠে দাড়াবে।

পেং ঝিয়াওইউন, মতামত সম্পাদক, টাইম উইকলি ম্যাগাজিন, গুয়াংঝু (@পেং ঝিয়াওইউন):

他都算不上政治异见,他所从事的,只是日复一日地记录那些逝去的孩子的生日;他所关注的,只是公民对真相的渴求;他所展示的,只是一个艺术家可能介入社会的方式;他所呼号的,只是个体丰富的想象力和可能性。容不下他,已经是穷途末路了,决策者意图把自己“信息难民”的身份进行到底。
8:46 PM Apr 3rd

“তাঁকে কখনই রাজনৈতিক মতবিরোধী বলা যায় না। তিনি শুধু দিনের পর দিন নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চাগুলির তালিকা তৈরি করছিলেন। একজন নাগরিকের প্রকৃত সত্য জানার জিজ্ঞাসাকে তিনি গুরুত্ব দিয়েছিলেন। তিনি যা দেখিয়েছেন তা হল একজন শিল্পী সমাজে কি ভাবে অংশগ্রহণ করতে পারেন। তিনি ব্যক্তিভিত্তিক কল্পনা সমৃদ্ধ সুন্দর এক সম্ভাবনার ছবি দেখেছিলেন। এটুকুও যদি মেনে নেওয়া না যায়, তবে এটাই কানাগলির শেষ। আপাতদৃষ্টিতে এটা পরিস্কার যে নীতি নির্ধারকেরা তথ্য-কাঙ্গাল হয়ে থাকতে বদ্ধপরিকর।”

পেং ঝিয়াওইউন: 至于为什么对艾动手,我想决策机制是“防卫过当”了,也属于信息不对称导致的恐惧,恐惧不独人民才有,合法性问题未能妥善解决的统治者更怕。他们对于艾在网络上一呼百应的状况感到恐惧,但我不得不说,这种网络的弱联系距离社会运动的强联系还差得老远,现在就抓人劳民伤财,维稳经费又冲天价了。
3:47 PM Apr 4th

কেন কর্তৃপক্ষ আই ওয়েইওয়েইএর উপর চড়াও হয়েছেন। আমি মনে করি সরকারী দলের রক্ষাকারী বাহিনী বাড়াবাড়ি করেছে। এটি তত্যের বিভ্রাটের জন্যে হয়েছে। ভয় মানুষের কাছে এক রকম নয়। সেইসব শাসক যাদের বৈধতা নিয়ে সমস্যা আছে ভীত থাকে। তারা আইয়ের প্রচন্ড জনপ্রিয়তা নিয়ে চিন্তিত। কিন্তু আমাকে বলতেই হবে ইন্টারনেটের এই দুর্বল সহায়তা সামাজিক আন্দোলনের জন্যে যথেষ্ট নয়। তবে এই দুর্বল সংযোগের ভিত্তিতেই কর্তৃপক্ষ অনেককে গ্রেফতার করছে। এ সংক্রান্ত বাজেট নতুন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।

@পেং ঝিয়াওইউন: 老艾展示了一个艺术家如何介入社会,他颠覆了中国传统的知识分子形象,少了那股明哲保身的中庸小聪明和酸文人气,他有国际视野,他幽默可爱,他深谙公民运动的边界,他并不是政治革命家,不过现在当局努力在培养一位政治对手。 8:07 PM Apr 4th

আই দেখিয়েছে যে একজন শিল্পী কিভাবে সামাজিক দায়িত্ব পালন করতে পারে। তিনি চীনা বুদ্ধিজীবীদের গতানুগতিক ইমেজ ফেলে দিয়ে উদার সংস্কারমূলক একটি ইমেজ দাড় করিয়েছেন। কার আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গী আছে। তিনি কৌতুকপূর্ণ এবং ভালবাসার পাত্র। তিনি রাজনীতিবিদ নন তবে তাকে রাজনৈতিক প্রতিপক্ষ করা হচ্ছে।

ওয়াং ডান, তিয়েনআনমেন স্কোয়ার গনতান্ত্রিক আন্দোলনের ছাত্র নেতা।(@wangdan1989):

如果真的抓了艾未未,而民間沒有抗議的浪潮出來的話,我覺得當局以后會更加動不動就抓人。今天不出來聲援,明天下一個被抓的就可能是自己 9:57 PM Apr 3rd

“যদি আই ওয়েইওয়েই সত্যি গ্রেফ্তার হয়ে থাকেন আর সর্বত্র যদি প্রতিবাদের ঢেউ আছড়ে না পরে, তবে ক্ষমতাসীন শাষক আগামীদিনে যাকে যখন খুশী গ্রেফ্তার করার সাহস পাবে। আজ যদি আমরা আই কে তাঁর গ্রেফ্তারের বিরুদ্ধে সমর্থন না করি কাল আমরাও গ্রেফ্তার হব।”

ওয়াং ডান, তিয়েনআনমেন স্কোয়ার গনতান্ত্রিক আন্দোলনের ছাত্রনেতা। @ওয়াং ডান1989

讓當局停止抓人的唯一辦法,就是太多的人站出來,讓他們無法繼續抓下去。10:01 PM Apr 3rd

ক্ষমতাসীন শাষকদের আরো গ্রেফ্তার করা আটকানোর একমাত্র উপায় হল এত বেশী সংখ্যায় জমায়েত হওয়া যে তাদের গ্রেফ্তার করার ক্ষমতাই না অবশিষ্ট থাকে

@ওয়াং ডান1989 直對大陸進步發展及兩岸和平前景很樂觀,艾未未事件之後,很難不動搖這種信念。大陸這麼一弄,台灣人不怕死了?唉,泱泱大國犯得著和一個藝術家這麼計較嗎?這樣一搞,原來看不懂行為藝術的人都開始看懂了。8:48 PM Apr 3rd

লিউ ঝিয়ানবিন থেকে রন ইউএনফ্যেই, রন ইউনফ্যেই থেকে আই ওয়াইওয়েই, শাষকদলের এই কার্যধারা কিন্তু অপরিকল্পিত নয়। সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতাশীল কারোর এই পরিকল্পনা। কে নিয়েছে এই সিদ্ধান্ত? হু জিনতাও? ঝ্যু য়ওংকাং? ওয়েন জিয়াবাও? চাইনীজ্ কম্যুনিস্ট পার্টির উচিৎ সেই ব্যক্তিকে খুঁজে বের করে এই কাজের জন্য দায়ী করা। আামাদের উচিৎ এই লোকটিকে খুঁজে বের করা, তাকে পরিত্যাগ করা, যাতে ইতিহাসে তার নাম দুষ্কৃতি হিসেবে লেখা থাকে।

লুও শিহং, মিডিয়া বিদ্বান এবং বুদ্ধিজীবি, তাইওয়ান (@টেলশএল)

直對大陸進步發展及兩岸和平前景很樂觀,艾未未事件之後,很難不動搖這種信念。大陸這麼一弄,台灣人不怕死了?唉,泱泱大國犯得著和一個藝術家這麼計較嗎?這樣一搞,原來看不懂行為藝術的人都開始看懂了。 8:48 PM Apr 3rd

আমি চীনের প্রগতিশীল বৃদ্ধি এবং আন্তর্ধারা সুসম্পর্ক বিষয়ে আশাবাদী ছিলাম। আই ওয়েইওয়েই এর আটক আমার সেই আত্মবিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছে। মূল ভুখন্ডেই যদি এরকম ঘটে তবে তাইওয়ানীজদের ভীত হবে নাই বা কেন? একটা এত শক্তিশালী রাষ্ট্রের কি কোন প্রয়োজন ছিল একজন নিখাদ শিল্পীকে এই ভাবে গ্রেফ্তার করা? এই ঘটনার পর যারা পার্ফম্যান্স আর্ট বুঝতোই না তারাও বিষয়টিতে আগ্রহী হয়ে উঠবে।

@টেলশএল 艾未未不討所有人喜歡,但艾未未代表一種時代精神,一種做公民的精神,這種精神讓中國的空氣變得自由了些,使得人們可以放開恐懼去呼吸,不致窒息。#aiww 9:51 PM Apr 3rd

প্রত্যকে আই ওয়ইওয়েইকে পছন্দ করে তা নয়। কিন্তু আই হল সময়োচিত উদ্যমের প্রতিনিধি, একজন নাগরিক হওয়ার উদ্দীপনা। যে ভাবটা চীন কে আরো উদারমনা করে তোলে। মানুষ যেখানে দমবন্ধ অবস্থায় নয়, বরল নির্ভয়ে শ্বাস নিতে সক্ষম হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .