মিশর: মুবারকের পদত্যাগে সারা বিশ্বে উচ্ছ্বাস

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

Mubarak Steps Down

মুবারক পদত্যাগ করেছেন (ফ্লিকারের সেলিনেসেলিনেসের মাধ্যমে পাওয়া ছবি)


মুবারক পদত্যাগ করেছে। আমি বাতাসে ছড়িয়ে পড়া আনন্দের বর্ণনার করার জন্য টুইপস (টুইটারে প্রদান করা বার্তা) করা ত্যাগ করব:

@এজেইংলিশ: তাজা সংবাদ: ওমান সুলেইমান ঘোষণা প্রদান করেছে যে মুবারক পদত্যাগ করেছে- http://aje.me/ajelive #মিশর #কায়রো

@সুলতানআলকাশেমিi: যথাযথ শব্দের প্রয়োগ ঘটেছে: ওমর সুলেইমান: মুবারক পদত্যাগ করেছে। তিনি দেশ চালানোর ভার সর্বোচ্চ সামরিক পরিষদের হাতে প্রদান করেছেন।

@ঘোনিম::

مبروك لمصر .. المجرم غادر القصر
মিশরকে ধন্যবাদ… বদমাইশটা প্রাসাদ ত্যাগ করেছে

@আবদুল্লাহবোফতিন:

تنحى !!
সে পদত্যাগ করেছে!

@ianinegypt: @আইএনইনইজিপ্ট: মুবারক পদত্যাগ করার সাথে সাথে তাহরির এলাকা জুড়ে আল্লাহু আকবার (আল্লাহ মহান) ধ্বনি ছড়িয়ে পড়ে। #মিশর#জান২৫

@জনজ্যানসেন: হোসনি মুবারক আর মিশরের রাষ্ট্রপতি নন, তাহরির স্কোয়ারের জনতা এখন যেন উন্মত্ত হয়ে গেছে।#জান২৫#তাহরির

@ড্রাডডি: মুবারক বিদায় নিয়েছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

@ফারিস_আট্রাকচি: সামরিক বাহিনী দারুণ সুন্দর খেলা খেলেছে-এখন তারা দেশটির শাসন নিয়ন্ত্রণ করছে। যেন এর আগে এমনটি ঘটেনি#জান২৫ #কায়রো

@দিমা_থাতিব: মুবারক ক্ষমতা থেকে সরে গেছে#মিশর#জান২৫

@তোলোলি: অবশেষে মুবারক পদত্যাগ করল। তাহলে গতরাতে যে সে ভাষণ দিল তার মানে কি? আমি আমার “প্রতিজ্ঞা বজায় রাখব”, আমি সেপ্টেম্বর মাস পর্যন্ত “ক্ষমতায় থাকব”।#জান২৫

@ইইয়াদে: ফারাওয়ের পতন ঘটেছে। আমি আবার বলছি, ফারাওয়ের পতন ঘটেছে।

(আরবিতে লেখাগুলো খুব শীঘ্রই অনুবাদ হচ্ছে)

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .