মিশর: ধর্মঘট! ধর্মঘট! ধর্মঘট!

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

আজ সারা মিশর জুড়ে শত শত হাজার হাজার কর্মী আজ থেকে ধর্মঘটে যাচ্ছে এবং আগামীকাল আরো অনেকে এই ধর্মঘটে যাবার হুমকি প্রদান করেছে। গতকাল থেকে অনলাইনে হরতাল বিষয়ক সংবাদ আসতে শুরু করে এবং এখন নেট নাগরিকরা সারা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিতে শুরু করেছে। গণতন্ত্রপন্থী বিক্ষোভের সাথে তারা ধর্মঘটের একাত্মতা ঘোষণার জন্য ডাক দেয়।

বিভিন্ন শিল্পে কাজ করা কর্মীরাও বেতন বৃদ্ধি, এলাউন্স, উন্নত কাজের পরিবেশ এবং দুর্নীতি পরায়ণ কর্মকতাদের অপসারণের দাবি জানাচ্ছে, যারা এই সব শিল্পে অন্যায়ের সাথে জড়িত। তারা বলছে , মিশর সমাজবাদী বিপ্লবের কেন্দ্র (আরবি ভাষায়)।

হোসাম এল হামালাউয়ি, তার ব্লগে কায়রোর চারপাশে প্রতিবাদকারী কর্মীর ভিডিও পোস্ট করেছে।

এখানে আমরা “স্বাধীন গৃহ নির্মাণ কর আদায়কারী কর্মচারী সমিতির নেতাদের” কর্মকাণ্ড দেখতে পাচ্ছি। তারা বিপ্লবের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য গালা স্ট্রিট নামক রাস্তা দিয়ে মিছিল করে তাহরির স্কোয়ারে অবস্থানরত বিক্ষোভকারীদের সাথে যোগ দিতে যাচ্ছে

এই পোস্টে, এল হামালাউয়ি একটি ভিডিও উঠিয়ে দিয়েছে যেখানে দেখা যাচ্ছে, টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মীরা ধর্মঘট শুরু করেছে। তারা তাদের ব্যবস্থাপনা পরিষদের বিরুদ্ধে কথা বলার জন্য রামসিস নামক এলাকায় জড়ো হয়েছে।

কর্মীরা স্লোগান দিচ্ছে: “চোর চোর চোর”!

নীচে টুইটারের কয়েকটি প্রতিক্রিয়া প্রদান করা হল।

@দিনাফারগানি: ….আসুন সাধারণ ধর্মঘট শুরু করি #জান২৫,#মিশর

@আলশাহিদজান২৫: বেশ কিছু ফ্যাক্টরি এবং সরকারি বিভাগের শিল্প প্রতিষ্ঠানের কর্মীরা জাতীয় পর্যায়ে এক ধর্মঘটে যাচ্ছে। তাহরির স্কোয়ারে এখন হাজার হাজার ধর্মঘটকারী অবস্থান করছে।#জান২৫,#তাহরির

@লারাএবিসিনিউজ: হাজার হাজার শ্রমিক আজ মিশরে ধর্মঘটে যাচ্ছে #মিশর। দেশের অর্থনীতির বারোটা বাজাচ্ছে। যে সংস্কারের জন্য প্রতিদিন সবাই অপেক্ষা করে আছে, তাকে পাওয়ার জন্য অনেক মূল্য দিতে হচ্ছে।

@দিনা_আদেল: #জান২৫, বিক্ষোভ আজকের দিন পর্যন্ত বিস্তৃত হয়েছে, যখন হাজার হাজার শ্রমিক আর কর্মী আজ ধর্মঘটে গিয়েছে#মিশর

@৩আরবওয়ে: রেলওয়ের কারিগর এবং রক্ষনাবেক্ষণ কর্মীরা #ইজিওয়ার্কার্সের আজ থেকে ধর্মঘটে যাচ্ছে। http://bit.ly/hr7fjx إضراب عمال ورش السكة الحديد يشل حركة القطارات #জান২৩

@৩আরবওয়ে: হেলওয়ানে চারটি সামরিক সরঞ্জাম তৈরির কারখানা রয়েছে, সেগুলো আজ থেকে ধর্মঘটে যাচ্ছে#ইজিওয়ার্কার্স, জান২৫, #এফবি

@ওয়াএল: গণ পরিবহন কর্মীরা বিপ্লবের সমর্থনে ধর্মঘটের ডাক দিয়েছে।#জান২৫

@৩আরবওয়ে: বানি সুয়েফ-এর রেলের কারিগরেরাও ধর্মঘট শুরু করেছে#জানু

@৩আরবওয়ে: থ্রিগারাগেস এর গণ পরিবহন কর্মীরা ধর্মঘট আরাম্ভ করেছে।#জান২৫

@এসনাগিব: মাহাল্লায় হাজার হাজার কর্মী ধর্মঘট করছে#জান২৫,#মিশর

@জামেতন: সুয়েজ খালের ৬,০০০ কর্মচারী ধর্মঘট শুরু করেছে- – http://bikyamasr.com/wordpress/?p=26380 #জান২৫#মিশর

@হিন্দহাসান: সুয়েজ এলাকার ৫০০০ এর বেশি কর্মী ধর্মঘট শুরু করেছে। অন্যরা মাহাল্লা, পোর্ট সাইদ এবং #কায়রোয় কোম্পানীর সামনে দাঁড়িয়ে প্রতিবাদ সভার আয়োজন করেছে।#জান

@খাদিজাপ্যাটেল: আমি পুরোনো আহরাম ভবনের বারান্দায় দাঁড়িয়ে আছি। যেখানে কেবল এক ধর্মঘট/বিক্ষোভ শুরু হয়েছে। অন্য সব এলাকার মত।#জান২৫

@ওমসি: রাষ্ট্রীয় কর্মচারীরা ধর্মঘটে গেছে, তেল কোম্পানীর শ্রমিকরা ধর্মঘট শুরু করেছে..সকলেই ধর্মঘট শুরু করেছে! পরিবর্তন আসন্ন, তাহ ইয়া মাসর।#জান২৫#ইজিওর্য়াকার্স#ইজিপ্ট।

@মারওয়ামে: আলজাজিরা সংবাদ প্রদান করেছে যে কায়রোর ডাক বিভাগের কর্মচারীরা ধর্মঘট শুরু করেছে। #মিশর#জান২৫

@কার্লিফ্যাটএ্যাঙ্গরি:সাংবাদিক এবং প্রচার মাধ্যমের কর্মীরা ধর্মঘটে এবং বিপ্লবে যোগ দিয়েছে, কারণ তাদেরকে মিথ্যা সংবাদ প্রদান করতে বলা হয়েছে।#ফক্সনিউজ?#জান২৫

@শানফাররা: সারা মিশরে ধর্মঘট ছড়িয়ে পড়েছে, এখন ট্রেনের কর্মচারীরাও ধর্মঘটে যোগ দিচ্ছে।http://bit.ly/h8Q4eU# জান২৫

@: #মিশর জুড়ে এখন ধর্মঘট চলছে…! #মুবারক আপনি এর জন্য দায়ী,…#জান২৫

@চীপপার্টি: #জান২৫,#মিশর, আমরা মিশরের সকল কর্মচারীদের আহ্বান জানাচ্ছি, যেন তারা এক স্বৈরাচারের নেতৃত্বে পরিচালিত স্বৈরাচারী সরকারকে বিরুদ্ধে আয়োজিত সাধারণ ধর্মঘটে দ্রুত যোগ দেয়।

@আহমেদআলমাসরি: এখন আমরা সারা দেশ ব্যাপী চলা ধর্মঘটের আওতায় প্রবেশ করেছি।#মিশর#জান২৫

@ইজিপ্ট_ওয়াচ: সারা #মিশর জুড়ে ইউনিয়ন সমূহ ধর্মঘটের ডাক দিয়েছে। অন্যরাও তাদের অনুসরণ করতে যাচ্ছে।http://bit.ly/hcZRRX। সকল সরকারি কর্মচারীর অবশ্যই ধর্মঘটে যোগ দেওয়া উচিত এবং সরকারে নত হতে বাধ্য করা উচিত।

@ওয়্যারঅনইরোরডিকোস: মিশরের অনেক কর্মচারীর দল ধর্মঘটে গিয়েছে, তারা বিক্ষোভকারীদের সাথে যোগ দিয়েছে। ডাক বিভাগ, পোশাক শ্রমিক, ইত্যাদি।#জান ২৫,তাহরিরে ডাকা বিক্ষোভের আহ্বান কাজ করছে! এবং তা ছড়াতে শুরু করেছে।

@হ্যাকনেইলড: আগামীকাল কায়রোর গণ পরিবহন সংস্থার কর্মীরা কায়রোতে বড় আকারের ধর্মঘটে যাচ্ছে, এই সরকারের উপর এখন পাহাড় পরিমাণ চাপ তৈরি হচ্ছে#মিশর#তাহরির#জান২৫

@৩আরবওয়ে: আগামীকাল ঘাজল, মহাল্লায় #ইজিওয়ার্কার্সারা ধর্মঘট শুরু করবে#জান২৫

@লিসনআপ: #জান২৫#মিশর,যখন লোকজনকে কাজে ফেরত পাঠানোর ফলে ব্যাপক ধর্মঘটের সৃষ্টি হয়, তার মানে আপনি জানবেন এটা একটা বিপ্লব।

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .