তিউনিশিয়া: ইউটিউবে গণ-জাগরণের দৃশ্য তুলে ধরা

নাওয়াতের ইউটিউব চ্যানেল-তিউনিশিয়ায় কি ঘটছে, সেই সব ভিডিও দৃশ্য দেখার এক মাধ্যম

২০০৭ সাল থেকে তিউনিশিয়ায় ভিডিও দেখার বিশেষ সাইট ইউটিউব বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু এই ঘটনা বাকি বিশ্বের মানুষকে তিউনিশিয়ার নাগরিকদের রাস্তার প্রতিদিনের সব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানানোর ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। তিউনিশিয়ার এই গণ-জাগরণ চতুর্থ সপ্তাহে পা দিয়েছে। সাইবার এক্টিভিস্টরা প্রতিদিন আরো অনেক ভিডিও পোস্ট করছে এবং সবখানে ছড়িয়ে দিচ্ছে, যারা চাইছে বিশ্ব দেখুক, সরকারের দ্বারা তারা কি পরিমাণ অত্যাচারিত হচ্ছে।

তিউনিশিয়ার ব্লগ নাওয়াত, তার ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড করছে। ঘটনাস্থল থেকে, ঘটনার দৃশ্য এবং সংঘর্ষের ভিডিও সবাইকে প্রদর্শন করার জন্য এই সাইট নিজেকে উৎসর্গ করেছে। এই সব ভিডিও তুলে ধরছে ভয়ঙ্কর সব ঘটনা, কান্না এবং সেই মায়ের বুক চাপড়ানোর আওয়াজ, যে মায়ের ছেলেকে হত্যা করা হয়েছে এবং প্রতিবাদকারীদের উপর কাঁদানে গ্যাস ও তাজা বুলেট ছোড়ার দৃশ্য। একই সাথে এই সব ভিডিওতে রয়েছে প্রতিবাদ এবং অন্ত্যেষ্টিক্রিয়ার দৃশ্য।

সাম্প্রতিক তোলা এই ভিডিও, আজকেই আপলোড করা হয়েছে। এতে দেখা যাচ্ছে যে এল হাদি কালাল নামক রাস্তায় এক দুরপাল্লার বন্দুকধারীর গুলিতে একজন প্রতিবাদকারী নিহত হয়েছে:

১১ জানুয়ারীর এই ভিডিও, সিদিবোউজিদ শহরের আল জউহোর এলাকা থেকে ধারণ করা হয়। এর ক্যামেরাম্যান এক বৃদ্ধ নারীর কথা শুনতে পায়, যে কিনা আতঙ্কিত হয়েছিল। এই ভিডিওতে যে শব্দ ধরা পড়েছে তাতে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে।

আরেকটি ভিডিও যা ৩০ ডিসেম্বর তারিখে ধারণ করা হয়েছে, সেখানে যত জোরে গুলির শব্দ হয়, ঠিক তত জোরেই তা ধারণ হয়েছে:

২৯ ডিসেম্বরে ধারণ করা এই ভিডিও ফারইয়ানা এলাকার বিক্ষোভের দৃশ্য প্রদর্শন করছে। এখানে দৃশ্যের সাথে কানা তালা ধরানো কাঁদানে গ্যাসের বাক্স এবং গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে:

তিউনিশিয়ার গণ-জাগরণ সম্বন্ধে আরো জানতে চাইলে, এখানে,আমাদের বিশেষ পাতা দেখুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .