মায়ানমার: অবশেষে মুক্তি পেলো সু কি

বিগত ২১ বছরের মধ্যে ১৫ বছর বন্দী জীবন যাপন করার পর অবশেষে এখন তিনি মুক্তি পেলেন। বার্মার গণতন্ত্রের প্রতিভূ এবং বিরোধী দলীয় নেত্রী অং সান সু কি রবিবার বিকেলে মায়ানমারের আর্মি সমর্থিত সরকার কর্তৃক বন্দী দশা থেকে মুক্তি পান। ঐ দিনটি ছিল দেশব্যাপী অনুষ্ঠিত নির্বাচনের এক সপ্তাহ পরের দিন যেখানে প্রতিনিধিত্ব করেছে শুধু ক্ষমতাসীন প্রশাসনের প্রার্থীরা।

দ্যা ডেমোক্রেটিক ভয়েস অব বার্মা তার মুক্তির প্রথম কয়েক মিনিট এর ভিডিও চিত্র ধারন করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে সু কি তার লেক পার্শ্ববর্তী বাড়ীর নিকট সমর্থকদের প্রতি হাত নাড়ছে।

ভিমিওডিভিবিটিভি ইংলিশ হতে নেয়া অং সান সু কির মুক্তির দৃশ্যঅং সান সু কির মুক্তির দৃশ্য। from on .

সুকি এই সপ্তাহের শেষে তার গুহবন্দীত্ব আদেশ শেষ হবার দিন মুক্তি পাবে এমন খবর গত বৃহস্পতিবার হতে ছড়িয়ে পড়েছিল। প্রতিবেদন এ উল্লেখ করা হয়েছিল যে সে তার মুক্তির কাগজপত্রে ১২টার দিকে স্বাক্ষর করবে। এমনকি সুকির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এর সদস্যরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সচিবালয় দপ্তর তার মুক্তির প্রত্যাশায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করেছিল। শুক্রবার, ইয়াঙ্গুন এ এনএলডি দপ্তরের সামনে ৫০০’র বেশী মানুষ জড়ো হয়, সকলে অপেক্ষা করছিল “আন্টি সু এর মুক্তি” এর জন্য। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ব্যানারে লেখা ছিল “আজ তার মুক্তির দিন”

১০০’র বেশী এনএলডি সদস্য এবং সমর্থকরা একটি স্থানীয় হাসপাতালে রক্ত দান করে তার মুক্তির খবর এর প্রতি মনোনিবেশ ঘটানোর উদ্দেশ্যে।

এই শুক্রবার গৃহবন্দীর বিরুদ্ধে সু কি ‘র করা শেষ আপিল যখন বার্মার সর্বোচ্চ আদালত বাতিল করে দেয় তখন তার মুক্তি সন্দেহজনক হয়ে পড়ে, যা মানুষকে উদ্বিগ্ন করে এই কারনে যে সে মুক্তি আদৌ পাচ্ছে কি না।

ইতিমধ্যে, আং সান সু কির ছেলে কিম আরিস মায়ানমার গমনের জন্য তার ভিসার অনুমোদন পেয়েছে

অবশেষ এখন সু কি মুক্ত হলো, মুক্ত তথ্য মাধ্যম দ্যা ইরাওয়াতি এর পাঠকদের কাছে সু কির নিকট প্রস্তাবনা ও অন্যান্য বিষয় উপস্থাপন করার আহ্বান জানিয়েছে।

একজন নোবেল বিজয়ী সুকি গুহবন্দীত্ব হতে মুক্ত হবার পর সারা বিশ্ব আনন্দ উৎযাপন করেছে। টুইটারের ব্যবহারকারীরা #অংসানসুকি এই হ্যাশ ট্যাগ ব্যবহার করেছে সুকির মুক্তি উৎসব পালনের জন্য বিশ্বব্যাপী আলাপচারিতায়

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .