রাশিয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ক্রাউডসোর্সিং সহায়তা

[এই পোস্টটি মূলত উশাহিদি ব্লগে প্রকাশ করা হয়েছে। উশাহিদি একটি উন্মুক্ত মানচিত্র মাধ্যম যা ২০০৮ সালে কেনিয়ার সঙ্কটের সময় নির্মাণ করা হয় এর পর থেকে তা সারা বিশ্বে ক্রাউডসোর্সিং-এর (মূলত অনেকের কাছ থেকে তথ্য পাওয়ার) জন্য ব্যবহার করা হয়।]

গত সপ্তাহ থেকে এক অভূতপূর্ব তাপদাহের প্রভাবে সৃষ্ট বন্য দাবানলগুলো ক্রমাগত রাশিয়ার পশ্চিম অংশ ও মস্কো শহরকে হুমকির মুখে ফেলে। এতে অন্তত ৪০ জন লোক মারা গেছে এবং ৭৭ টি শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার লোক বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে এবং তাদের সর্বস্ব আগুনে হারিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ দেশটির সাতটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। তবে মনে হচ্ছে যে কর্তৃপক্ষ তথ্য সমন্নয় সাধন করার ক্ষেত্রে কর্তৃপক্ষ সু-নির্দিষ্ট সমস্যার মুখোমুখি হচ্ছে, বিশেষ করে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা এবং দ্রুত সাহায্য করার ক্ষেত্রে।

রাশিয়ার অনলাইন সম্প্রদায়, যার মধ্যে লাইভজার্নাল.কম ব্লগ প্লাটফর্মের ব্লগাররা কেবল এই বেদনাদায়ক ঘটনার সংবাদ প্রকাশ করার ক্ষেত্রেই সক্রিয় ছিল না, একই সাথে তারা নিজেরাই সংগঠিত হয়ে দুর্গতদের সাহায্য করছে। যারা এই ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করতে ইচ্ছুক তাদের জন্য পোজার_রু নামে একটি বিশেষ সম্প্রদায় চালু করা হয়েছে। তবে ভূমিকম্পের মত ঘটনা, যে ক্ষেত্রে যখন বেশির ভাগ ক্ষতি একই সময় একটি এলাকায় সংগঠিত হয়, দাবানল এর ক্ষেত্রে প্রতি ঘন্টায় নতুন কেন্দ্র সৃষ্টি হয় এবং সময়ের ব্যবধানে অগ্নিকাণ্ড প্রতিটি এলাকায় বিস্তৃতি লাভ করতে থাকে। ঘটনাক্রমে, এই ঘটনা অতিরিক্ত তথ্য তৈরি করতে থাকে এবং অনলাইন সম্প্রদায়ের জন্য তথ্যের সমন্নয় সাধন কঠিন করে তুলতে থাকে। এখানে যে জিনিসটির অভাব দেখা দিয়েছে তা হল একটি অবস্থান বা প্লাটফর্ম যা তথ্য প্রবাহ এবং সাহায্য প্রচেষ্টার ক্ষেত্রে সমন্বয় ও সহায়তা করবে।

গত ৩১শে জুলাই, আমি আমার ব্লগে একটি শিরোনাম লিখেছিলাম “রাশিয়ার দাবানল দমনের ক্ষেত্রে উশাহিদি ব্যবহার করা প্রয়োজন”। আমি অনলাইন প্লাটফর্ম বা মাধ্যমে উশহিদির ভূমিকা নিয়ে লিখেছিলাম, যা তথ্য সংগ্রহ করবে এবং সেগুলোকে দৃশ্যমান করবে। যেমনটি হাইতি এবং চিলিতে করা হয়েছে এবং যুক্তি প্রদান করেছিলাম এই প্রযুক্তি রাশিয়ার বর্তমান পরিস্থিতিতে আরো গ্রহণযোগ্য। কয়েক ঘন্টার মধ্যে এই পোস্টটি রাশিয়ার অতি পরিচিত বিরোধী প্রান্তে অবস্থানকারী ব্লগার মারিনা লিটভিনোভিচ পুনরায় পোস্ট করে এবং পোজার_রু সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এটা প্লাটফর্ম বা মাধ্যম বেশ মনোযোগে সৃষ্টি করে এবং সেখানে নানা ধরনের আলোচনার সৃষ্টি করে। পরবর্তী দিন আল্টজ গামার-এর ব্লগার ও গ্লোবাল ভয়েসেস রুনেট ইকো প্রকল্পের সম্পাদক আলেক্সেই সিডোরেঙ্কো উশাহিদি চালু করেন।

Russian-fires.ru

রাশিয়ান-ফায়ার.রু সাইট

এই ওয়েবসাইটের নাম রাশিয়ান-ফায়ার.রু এবং এর শিরোনাম “রাশিয়ান ফায়ার ২০১০ (রাশিয়ার অগ্নিকাণ্ড ২০১০)”। সিডোরেঙ্কো এর আগে রাশিয়ার সংস্করণটি কিরগিজস্তান-এর গোলযোগ রিপোর্টিং এর জন্য ব্যবহার করেছিলেন। আলেক্সেই এর আগে রাশিয়ার প্রোগ্রামারদের আরো উন্নয়নের জন্য একটি জনপ্রিয় আইটি ব্লগ হাব্রাহাব্রার মাধ্যমে তার সাথে যোগ দেবার অনুরোধ জানান। মারিনা লিটভিনোভিচও একই সাথে একটি দলে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেবার জন্য অনুরোধ জানান যা নতুন প্লাটফর্মে তথ্য সমন্নয় এবং তথ্যের ক্ষেত্রে অবদান রাখতে পারবে।

এই প্লাটফর্মের মূল উদ্দেশ্য দাবানলকে মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা নয়, তার বদলে প্রাথমিকভাবে ওই সমস্ত নাগরিক যাদের সাহায্য প্রয়োজন এবং যারা সাহায্য করতে চায় তাদের মাঝে সেতুবন্ধন তৈরি করা। এটি দৃশ্যমান হয় মানচিত্রের শ্রেণী বিভাগের মাধ্যমে, যার মধ্যে অর্ন্তভুক্ত রয়েছে “কি কি প্রয়োজন”; (এর উপবিভাগ : ঘর প্রয়োজন, কাপড় প্রয়োজন, খাবার প্রয়োজন, এলাকা ত্যাগ করা প্রয়োজন, ইত্যাদি)। এই মানচিত্র-এর সাথে প্রদর্শন করেছে “সহায়তা কেন্দ্রগুলো” এবং সেই সব স্থান, যেখানে বাসস্থান হারানো লোকজন রাত কাটাতে পারবে।

“রাশিয়ান ফায়ার ২০১০” প্রথম উশাহিদি প্লাটফর্ম যা রাশিয়ার ক্ষেত্রে বিশেষ উদ্দেশ্য ব্যবহার করা হল এবং সম্ভবত রাশিয়ার অনলাইন সম্প্রদায় প্রথমবারের মত একটি স্বাধীন ক্রাউডসোসিং-এ পরিণত হয়। এই প্রকল্পটি কেবলমাত্র একটি দিনের জন্য সরাসরি করে রাখা হয়েছিল, কিন্তু ইতোমধ্যে তার একটি শক্তিশালী মূল দল সৃষ্টি হয়েছে এবং তাদের সাথে ডজনখানেক সাংবাদ রয়েছে। অনুগ্রহ করে খেয়াল রাখুন যে, এই সাইটে কিছু ত্রুটি (বাগস) আছে (যেমন – ক্যারেক্টার এনকোডিং বিষয়টিকে আলাদা করা হবে) এবং অন্য প্রাথমিক সমস্যা রয়েছে, তবে দলটি আশা করছে যে তারা সমস্যার সমাধান করে ফেলবে, প্লাটফর্ম নিয়ে গবেষণা করবে এবং তারা বাড়তি সাহায্যের অনুসন্ধান করছে।

আমরা নিশ্চিত নই প্রথম রাশিয়ার উশাহিদি একটি সাফল্যে গাঁথা হবে কি না, কিন্তু এটি পরিষ্কার যে উচ্চ ধারার কর্মকাণ্ড এবং অনলাইন সম্প্রদায়ের যৌথ সহায়তার কারণে অনলাইনে “উশাহিদি” ব্যবহারের ক্ষেত্রে রাশিয়া একটি বিচিত্র জায়গা। উশাহিদি চালু করার পর তার গতি এটা প্রমাণ করে। “রাশিয়ান ফায়ার ২০১০” ওয়েবসাইট বলছে যে, “আসুন আমরা প্রযুক্তিকে একে অন্যের সাহায্যের জন্য কাজে লাগাই”। আমরা আশা করি এই শ্লোগান সত্যি হবে।

যে কোন সাহায্য, উপদেশ অথবা যে কোন বিষয় নিয়ে যোগদানের জন্য আপনি গ্রেগরি আসমলোভ কে লিখুন তার ইমেইলে, গ্রেগরি [ডট] আসমলওভ [এ্যাট]জিমেইল [ডট]কম-এ (gregory [dot] asmolov [at] gmail dot com)

আপনাকে ধন্যবাদ এবং দয়া করে রাশিয়ায় বাস করা অন্যদের এই সাইট সম্বন্ধে জানান।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .