ক্রোয়েশিয়া: পুলিশ জাগরেবে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ পণ্ড করেছে

ক্রোয়েশিয়ার পুলিশ আজকে (১৫ই জুলাই, ২০১০) জাগরেবের কেন্দ্রে সরকারী জমি দখলের প্রতিবাদে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ পণ্ড করেছে এবং ১১জন বিপ্লবীকে গ্রেফতার করেছে। #ভার্সাভস্কা নামক রাস্তার নামে টুইটার অ্যাকাউন্ট এই প্রতিবাদের সংবাদ এবং চিত্রের জন্যে প্রধান উৎস হয়ে দাঁড়ায় এর পরে।

সামাজিক সংগঠন রাইট টু দ্যা সিটি এবং গ্রীন অ্যাকশন ভার্সাভস্কা [= ওয়ারশ] রাস্তায় বাধা সৃষ্টি করে আসছে শহরের ঠিক মাঝখানের এই সরকারী যায়গা – একটি পায়ে চলার রাস্তা – ভেঙ্গে ফেলে একটি ব্যক্তিমালিকানাধীণ ‘লাইফস্টাইল সেন্টার’ এর ভূগর্ভস্থ গ্যারেজের জন্যে প্রবেশ পথ বানানোর সিদ্ধান্তের প্রতিবাদে। হাজারো নাগরিক সমর্থন করেছে তাদের এই প্রতিবাদ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড যা সেই বিতর্কিত স্থানে অনুষ্ঠিত হয়ে আসছে।

আজ সকালে পুলিশ প্রতিবাদের নেতৃত্বদানকারীদের গ্রেফতার করেছে পায়ে চলা রাস্তায় থাকা গাছ গুলো কাটার সময় নির্মাণ কর্মীদের বাধা দেয়ার কারণে। প্রতিবাদে অংশ নেয়া টিমেডাক টুইট করেছেন [ক্রোয়েশিয়ান ভাষায়]:

পুলিশ ভ্যান থেকে সংবাদ: ১১ জনকে গ্রেফতার করা হয়েছে মৃদু প্রতিবাদের জন্যে #ভার্সাভস্কা

তিনি একটি ছবিও পোস্ট করেছেন চড়াও হবার আগে পুলিশের শক্তি বর্ধনের। অন্যান্য প্রতিবাদকারীরা ফোন, টুইটার, টুইটপিক এবং ওয়াইফ্রগের মাধ্যমে পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ সংবাদ জানিয়েছে।

ক্রোয়েশিয়ার পুলিশ প্রতিবাদকারীদের উপর চড়াও হচ্ছেন। ছবি মারিও মিকিচের সৌজন্যে।

ক্রোয়েশিয়ার পুলিশ প্রতিবাদকারীদের উপর চড়াও হচ্ছেন। ছবি মারিও মিকিচের সৌজন্যে।

টুইটার ব্যবহারকারী টপসী এই প্রতিবাদের খবর দিয়েছেন ছবি তুলে তা প্রকাশ করে:

ইনফোপুন্কট ঘটনাস্থলে তোলা একটি ভিডিও ক্লিপ ইউটিউবে প্রকাশ করেছে:

টুইটার ব্যবহারকারী ক্রুনোভিডিচ এ ক্ষেত্রে বল প্রয়োগের কথা লিখেছে। [ক্রোয়েশিয়ান ভাষায়]:

আমি আশা করি যে যখন কৃষকরা রাস্তা দখল করবে তখন যেন একই রকম আচরণ করে তারা এবং #ভার্সাভস্কার কর্মীদের সাথে যে বলপ্রদর্শন করেছে তা যেন করে।

ম্যাসেডোনিয়ার ব্লগ আন্দ্রেই এই খবর আরও ছড়িয়েছেন এবং লাইভ ভিডিও ফিডের লিন্ক দিয়েছেন যা কিভাবে সাধারণ নাগরিকরা তাদের অধিকারের জন্যে লড়বে তার একটি উদাহরণ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .