গ্লোবাল ভয়েসেস শীর্ষ সম্মিলন: প্রথম দিন শেষ, দ্বিতীয় দিন শুরু হয়েছে!

হয়ত অনুবাদের হেডসেট নিয়ে হুড়োহুড়ির প্রতিযোগিতায় আপনি হয়ত বাদ পড়ে থাকতে পারেন, কিন্তু চিলির সান্তিয়াগোতে গ্লোবাল ভয়েসেস নাগরিক মিডিয়া শীর্ষ সম্মেলনের প্রথম দিন যদি আপনি ভিডিওতে না দেখে থাকেন, আপনি অবশ্যই বৈশ্বিক কথোপকথন থেকে বাদ পড়েননি!

সম্মিলনের ব্লগে সেশনের নোট পোস্ট করা হয়েছে (আর আমরা পোস্টে মন্তব্য করতে উৎসাহ দিচ্ছি কথোপকথন চালানোর উদ্দেশ্যে), ফ্লিকারে নানা ছবি পোস্ট করা হয়েছে আর টুইটারে সম্মেলন সম্পর্কে টুইট করা হচ্ছে... #gv2010 হ্যাশট্যাগ অনুসরণ করুন আর অনুষ্ঠানের লাইভস্ট্রিম ভিডিওতে কনফারেন্স আপনারা সরাসরি দেখতে পাবেন।

গতকালের কয়েকটা উল্লেখযোগ্য জিনিষ হল রাইজিং ভয়েসেস এর প্রোজেক্ট সিজফায়ার লাইবেরিয়া আর নোমাড গ্রিন সম্পর্কে উপস্থাপনা, আর ব্রেকিং বর্ডার্স প্রতিযোগিতার বিজয়ীদের ঘোষণা!

আজকে দ্বিতীয় দিনে আমাদের সাথে যোগদান করা নিশ্চিত করুন!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .