শান্তিতে ঘুমান উজগুর উসকানঃ তুরস্কের নেট নাগরিকরা তাদের সেরা এক ব্যক্তিকে হারিয়েছে

500

ডঃ উজগুর উসকা, তুরস্কের অন্যতম এক নেতৃস্থানীয় ডিজিটাল একটিভিস্ট এবং অল্টারনেটিভ বিলিসিমোর নামক এক প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা। এটি এমন একটি সংস্থা যা দেশটির ডিজিটাল অধিকার ও স্বাধীনতা নিয়ে কাজ করছে। এমন এক ব্যক্তি উজগুর ১০ জুলাই মৃত্যুবরণ করছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর এবং কিছুদিন ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন।

একাধারে এক লেখক, শিক্ষক এবং উপদেষ্টা উসকান,তার কর্মজীবন অর্থনৈতিক জ্ঞান, সৃষ্টিশীল শিল্প, তথ্য বিষয়ক নকশা তৈরী এবং ব্যবস্থাপনা আবদ্ধ ছিল, তিনি যোগাযোগ শিল্প এবং সংস্কৃতির জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তার জীবনের বেশীর ভাগ সময় কেটেছে ডিজিটাল স্বাধীনতা রক্ষায়।

উসকানের ওয়েবসাইটের বেশীর ভাগ লেখা তুর্কি ভাষায় লেখা, তবে সেখানে ইংরেজি ভাষায় লেখা কিছু প্রবন্ধ রয়েছে এবং তুরস্কের ইন্টারনেট স্বাধীনতা বিষয়ে বিশেষজ্ঞের নাম অনুসন্ধান করলে ওয়েবে প্রায়শ তার নাম পাওয়া যায়।

উসকান-এর মৃত্যু সংক্রান্ত সংবাদ এবং ছবি এখানে পাওয়া যাবে, এদিকে অনলাইন তুরস্কের অনেক নাগরিক তাকে নিয়ে অন্য সে সকল শোক সংক্রান্ত সংবাদ প্রদান করা হয়েছে সেসবের লিঙ্ক প্রদান করেছে:

তার টুইটার প্রোফাইল থেকে নেওয়া এই ছবিটি ধারণা প্রদান করছে যে অনলাইন স্বাধীনতা তুলে ধরা বিষয়ক তত্ত্ব এবং বাস্তবতা নিয়ে তার আগ্রহের বিষয়টি।

FireShot Capture - Ozgur Uckan (@ozuckan) I Twitter - https___twitter.com_ozuckan
প্রচ্ছদে প্রকাশিত এই ছবিটি ইস্তাম্বুলের তাসকিনের অনুষ্ঠিত বিখ্যাত ইন্টারনেট স্বাধীনতা বিষয়ক শোভাযাত্রা থেকে নেওয়া হয়েছে।

ডঃ উসকানকে দেখা যাচ্ছে অনেকের মাঝে তিনি এক ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, যেখানে লেখা আছে তুরস্কের প্রয়োজন “সেন্সরশীপ বিহীন ইন্টারনেট”।

তিনি তার টুইটার একাউন্টে যে টুইট টাঙ্গিয়ে (পিন এঁটে) সবার প্রদর্শন করার জন্য রেখে দিয়েছেন, সেটি দেলুজ এন্ড গুয়াত্তারি এন্টি ইদিপাস থেকে নেওয়া। এতে এই উদ্ধৃতির আগে তিনি লেখা আছে “ এটি হচ্ছে আমার অনুভূতির সারাংশ”। আর এদিকে উদ্ধৃতিতে লেখা আছে “ বার্তাটি এখনো নির্ধারিত হয়নি, এক বিশেষ ঐতিহাসিক মূহূর্তে সন্ত্রাস কাঙ্খিত হয়ে ওঠে”।

উসকান নিজে ডেলজুয়েনা শিল্প তত্ত্ব সম্বন্ধে ভাল ভাবে জ্ঞাত ছিলেন, পরবর্তীতে তিনি সাইবার সংস্কৃতির প্রতি তার বাড়তে থাকা আগ্রহের সাথে এই বিষয়টি সংমিশ্রণ ঘটান।

সত্যিকার অর্থে সবার কাছে তার অভাব অনুভব হতে থাকবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .