ইন্টারনেট আর্কাইভের ‘ওয়েব্যাক মেশিন’ রাশিয়াতে নিষিদ্ধ

It's so long to the "Wayback Machine" in Russia. Image edited by Kevin Rothrock.

রাশিয়াতে বহু দিন ধরেই “ওয়েব্যাক মেশিন” কাজ করছে। কেভিন রথ্রকের সম্পাদিত ছবি।

রাশিয়ান সরকার সান-ফ্রান্সিসকো ভিত্তিক একটি ওয়েবসাইট ইন্টারনেট আর্কাইভ বন্ধ করে দিয়েছে, যেটি জনপ্রিয় ‘ওয়েব্যাক মেশিন’ প্রদান করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের আর্কাইভ ওয়েব পেইজ দেখতে পারেন। ইন্টারনেট আর্কাইভ নিষিদ্ধের সিদ্ধান্ত সম্ভবত রাশিয়ার এটর্নী জেনারেলের কাজ বলেই মনে হচ্ছে, যার অর্থ, ওয়েবসাইটটিতে যে চরমপন্থী কিছু উপাদান রয়েছে সে ব্যাপারে পুলিশ নিশ্চিত।

আরইউব্লাকলিস্ট ডট নেট বলেছে, পুলিশ “রাশিয়ায় নির্জন জিহাদ” নামক একটি সংরক্ষিত ওয়েবপেইজের কারণে ইন্টারনেট আর্কাইভকে লক্ষ্যবস্তু করেছে। এটি একটি সংক্ষিপ্ত লিখিত বক্তব্য, যেটি “দলীয় প্রতিরোধের তত্ত্ব ও অনুশীলন” সম্পর্কে তথ্য প্রদান করে বলে দাবী করে আসছে।

আরইউব্লাকলিস্ট ডট নেট ওয়েবসাইটের মতে (রাশিয়ান পাইরেট পার্টি দ্বারা পরিচালিত একটি সেন্সরশিপ-পর্যবেক্ষণ প্রকল্প), ইন্টারনেট আর্কাইভের প্রশ্নবিদ্ধ * পাতাটি গত ২৩ জুন, ২০১৫ তারিখে রাশিয়ার অফিসিয়াল নিষিদ্ধ ওয়েবসাইটের রেজিস্ট্রিতে যোগ করা হয়েছে। কারণ ইন্টারনেট আর্কাইভ HTTPS ব্যবহার করে, কিছু রাশিয়ান আইএসপিকে তালিকা মেনে চলার জন্য সম্পূর্ণ ওয়েবসাইট ব্লক করতে হবে; যতক্ষণ পর্যন্ত না এনক্রিপ্ট করা ট্রাফিক একই সাইটের বিভিন্ন পেইজগুলোর মধ্যে পার্থক্য করতে না পারে। টিজার্নালের মতে, মোবাইল ইন্টারনেট পরিষেবা প্রদানকারী কোম্পানি ইয়োটা’র ব্যবহারকারীরা গত ২৫ জুন তারিখ থেকে ওয়েব্যাক মেশিন বা ইন্টারনেট আর্কাইভ এর পেইজে প্রবেশ করতে পারেনি।

গুগল এবং ইয়ানডেক্সের দেয়া ক্যাশে সেবার মতো ওয়েব্যাক মেশিনটি বিভিন্ন ওয়েবসাইটের কপিগুলো “সেইভ” করে রাখে। এই সেইভ করা কপিগুলোই পরবর্তীতে প্রয়োজনীয় সম্পদে পরিণত হতে পারে। কোন ঘটনায় যদি ওয়েবসাইটটি বদলে যায়, অফলাইন হয়ে যায় অথবা ওয়েবসাইটটি তাঁদের নিজস্ব প্রচারসূচী মুছে ফেলে, তখন এটির প্রয়োজন পড়বে। ইন্টারনেট আর্কাইভ (২০১৩ সাল পর্যন্ত গুগলের সংরক্ষণাগারে রাখা ৩০ ট্রিলিয়ন ওয়েবসাইটের তুলনায় আজ ওয়েব্যাক মেশিনের ৪৮৫ বিলিয়ন ওয়েবসাইটের এই সংগ্রহশালা অত্যন্ত নগণ্য) ওয়েবসাইট সংরক্ষণের ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম সংগ্রহ বজায় রাখে না। তবে একটি ওয়েবসাইটের বিভিন্ন সংস্করণ সংরক্ষণ এবং প্রতি কয়েকমাস অন্তর বা এই সময়ের মাঝে একই ওয়েব পেইজের বিভিন্ন কপি সংরক্ষণের জন্য ওয়েব্যাক মেশিনটি সত্যিই অনন্য।

ইন্টারনেট আর্কাইভে প্রবেশাধিকার নিষিদ্ধ করার মাধ্যমে রাশিয়ান ইন্টারনেট ব্যবহারকারীদের একটি শক্তিশালী হাতিয়ারকে সরকার প্রত্যাখ্যান করেছে – এমন একটি পরিবেশে হাতিয়ারটি অত্যন্ত সুবিধাজনক, যেখানে রাষ্ট্র-পরিচালিত নিষিদ্ধ জিনিসের কালো তালিকার পিছনে ওয়েবসাইটগুলো প্রায়ই অদৃশ্য হয়ে যায়। ব্যাপারটি রাশিয়াতে আজ এক ক্রমবর্ধমান সত্যে পরিণত হয়েছে।

*শুদ্ধিঃ এই নিবন্ধটিতে পূর্বে বলা হয়েছে যে ইন্টারনেট আর্কাইভের জন্য প্রয়োজনীয় সমগ্র ডোমেইন এবং আইপি এড্রেস নিষিদ্ধ ওয়েবসাইটগুলোর তালিকাভুক্তিতে যোগ করা হয়েছে। বস্তুত, শুধুমাত্র অভিযুক্ত চরমপন্থী প্রচারসূচীতে বিদ্যমান ওয়েব পেইজগুলো এখানে যোগ করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .