নারীদের খেলার মাঠে প্রবেশাধিকারের দাবীতে ব্ল্যাক হ্যান্ড নামক সড়ক শিল্পীর আঁকা ছবি তেহরানে দেখা যাচ্ছে

A new from Iranian street artist has emerged depicting a male sports fan brandishing dishwashing liquid like a sports trophy. Image take from the artists Facebook page.

ইরানের সড়ক শিল্পী ব্ল্যাক হ্যান্ডের নতুন অঙ্কনে দেখা যাচ্ছে এক পুরুষ ক্রীড়াপ্রেমী থালা বাসন ধোঁয়ার তরল বোতল হাতে এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে যেন সেটা এক পুরস্কার বিজয়ীর পদক। ছবি শিল্পীর ফেসবুক পাতা থেকে নেওয়া হয়েছে।

ইরানের সড়ক শিল্পী ব্ল্যাক হ্যান্ডের কাজ সংশ্লিষ্ট ফেসবুকের পাতায় দেখা গেছে। তেহরানে অনুষ্ঠিত বিশ্ব ভলিবল লীগের পুরুষ বিভাগের প্রতিযোগিতায় ইরান বনাম যুক্তরাষ্ট্রের খেলায় নারীদের স্টেডিয়ামে যাওয়ার সুযোগ দেওয়ার দাবীতে অনলাইন এবং অফলাইনে আয়োজিত বিক্ষোভর প্রতি সাড়া দিয়ে এই ছবিটি প্রকাশ করা হয়েছে। ইরানে নারী সাংবাদিক সহ সকল মহিলার পুরুষ ক্রীড়াবিদদের খেলা দেখা নিষিদ্ধ।

ইরানে নারীদের স্টেডিয়ামে প্রবেশাধিকার নিষিদ্ধের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ হিসেব সড়ক শিল্পী ব্ল্যাক হ্যান্ড নতুন এক ছবি এঁকেছে।

ইরানের সড়ক শিল্পী ব্ল্যাক হ্যান্ড দীর্ঘ সময় ধরে স্যোশাল মিডিয়ায় তার কর্মসূচি প্রকাশ করে যাচ্ছে, যে ইরান কে প্রভাবিত করে এমন ঘটনাবলীর ক্ষেত্রে সময়মত মন্তব্য সূচক কর্মসূচির আয়োজন করে থাকে। ব্ল্যাক হ্যান্ড হচ্ছে ইরানের এক বা একাধিক শিল্প, যাদের কয়েকটি সংবাদমাধ্যম “ইরানের ব্যাংস্কি” নামে অভিহিত করে থাকে। ইরানে গ্রাফিতি বা দেওয়াল চিত্র অঙ্কন অবৈধ, তবে ইসলামিক প্রজাতন্ত্রের সমর্থনে সেখানে গ্রাফিতি আঁকার অনুমতি রয়েছে। দেশটিতে সড়কে আঁকা শিল্পীরা তাদের আঁকা ছবি কর্তৃপক্ষ মুছে ফেলার আগে তারা এই ছবিগুলো সংশ্লিষ্ট ফেসবুকের পাতায় প্রকাশ করে ফেলে।

এই বিশেষ ছবিতে দেখা যাচ্ছে এক পুরুষ ইরানের জাতীয় ফুটবল দলের পোষাক পড়ে রয়েছে, যে থালা বাসন পরিষ্কার করার এক বোতল এমন ভাবে হাতে ধরে রয়েছে যেন কোন খেলোয়াড় বিশ্বকাপ বিজয় ট্রফি হাতে ধরে রয়েছে। জুলাই, ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের সময় ব্লাক হ্যাটের একই ধরনের এক ছবি প্রকাশ করে যেখানে এক নারী একই ধরনের বোতল হাতে ধরে ছিল, ইরানের জাতীয় ফুটবল দল এই ফিফা ফুটবল এই বিশ্বকাপে অংশ নিয়েছিল।

ইরানের তরল উপাদান দিয়ে ধুয়ে ফেলা নামক প্রতিবাদ। কখনো কখনো ব্ল্যাক হ্যান্ড নামক শিল্পীকে “ইরানের ব্যাংস্কি” হিসেবে অভিহিত করা হয়।

তার ছবির মন্তব্য বিভাগে শিল্পী ব্যাখ্যা করেছে যে এই ছবিটি জুলাই ২০১৪-এ একই স্থানে আঁকা হয়েছিল, তেহরান পার্কের সায়ি এলাকায়।

১৯ জুন তারিখে অনুষ্ঠিত ভলিবল খেলাটি বেশ উত্তেজনা সৃষ্টি করে, যখন সরকার ঘোষণা প্রদান করে যে কয়েকজন নারী দর্শক এই খেলা দেখতে পারবে, যদিও দীর্ঘ সময় ধরে ইরানে নারীদের পুরুষ ক্রীড়াবিদদের খেলা দেখার প্রতি নিষেধাজ্ঞা বজায় রয়েছে। তবে এবার স্টেডিয়ামের ১২০০ আসনের মধ্যে ২০০ আসন ছিল নারীদের জন্য সংরক্ষিত। কিন্তু খেলা শুরুর কয়েক ঘন্টা আগে নিরাপত্তা কর্মীরা টিকিটধারী নারী দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের সুযোগ দিতে অস্বীকার করে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .