‘গর্বিত লেবানন’ সমকামীভীতি-বিরোধী একটি শক্তিশালী ভিডিও প্রকাশ করেছে

মে মাসের ১৭ তারিখে সমকামীভীতি, লিঙ্গ পরিবর্তনকারীভীতি ও উভকামীভীতির বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস (বা আইডিএএইচওটি) পালিত হবে, যে দিনে ১৯৯০ সালে বিশ্ব স্বাস্থ্য সংঘ সমকামীতাকে রোগের তালিকা থেকে অপসারণ করেছে। এর প্রতীক্ষায় ‘গর্বিত লেবাবন‘ নামের একটি লেবাননীয় সুশীল সমাজ দল লেবাননে এলজিবিটিদের অধিকার দাবী করে একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওটিতে অনেক বিশিষ্ট লেবাননীয় ব্যক্তিত্ব যেমন পরিচালক জাইনা ডাকাসে এবং টেলিভিশনের উপস্থাপিকা ফুয়াদ ইয়ামিনি উপস্থাপিত হয়েছেন এবং সেই সাথে সাথে সিনথিয়া কারাম, ব্রুনো তাব্বাল, ক্যারোল আব্বোউদ, বেচারা আতাল্লা, রাবিহ্‌ সাল্লুম, মেডিয়া আজৌরি, ইয়ানা ইউনেস, ক্রিসটিন চৌইরি, নাতাশা চৌফানি, ইভোনি এল-হাসেম, পলিন হাদ্দাদ, এলি ইউসেফ এবং আঁদ্রে নাকৌজি লেবাননকে মানবাধিকারের সর্বজনীন ঘোষণার প্রতি সম্মান প্রদর্শন করার এবং ‘যারা ভিন্ন’ তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান জানিয়েছেন।

بتعرفوا إنو أول مادة بحقوق الانسان بقول إنو كل الناس متساويين بالكرامه و الحقوق.
بتعرفوا إنو بالقرن 21 بعد في ناس عم بيتعرضو للضرب، للتمييز، للإعتقال حتى أوقات للقتل بس لأنن مثليين. الاختلاف مش عيب. العيب هو محاربة الاختلاف. فيه يكون خيك، فيه يكون جارك أو زميلك بالشغل. فيا تكون اختك، رفيقتك أو حتى مديرتك بالشغل. مش لأنك رافض تعترف بوجودن، يعني هني مش موجودين. ما بكفي نعترض عالظلم، لازم كلنا نشتغل لنبدل هل قوانين الظالمه. القوانين بتحمي كل المواطنين. لأنو القوانين هي للحماية مش للإضطهاد. كلنا خلقنا احرار ومتساويين. بعرف إنو صعب نواجه المجتمع بس عالقليله القانون لازم يكون صح. الديموقراطيه مش بس اكثريه واقليه، هي تأمين الحماية لكل المواطنين. مش ضروري تكون فقير لتدافع عن حقوق الفقرا. مش ضروري تكون مرأة، لتدافع عن حقوق المرأة. مش ضروري تكون لاجئ لتدافع عن حقوق اللاجئين. مش ضروري تكون مثلي لتدافع عن حقوق المثليين. بيكفي تكون إنسان. بيكفي تكون انسان… لو اختلفنا ما لازم نختلف، لو اختلفنا ما لازم نختلف.. حتى لو اختلفنا ما لازم نختلف، لو اختلفنا ما لازم نختلف . لاقونا ب 17 ايار بمسرح هوتيل مونرو تنتشارك سوا باليوم العالمي ضد رهاب المثليين من الساعة 11 الصبح لل ساعة 6 المساء.

আপনি কি জানেন যে মানবাধিকারের সার্বজনিন ঘোষণার প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল মানুষই মুক্তভাবে ও সম মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছে? আপনি কি জানেন যে ২১শতাব্দীতে, এখনো অনেক মানুষ আছে যাদেরকে প্রহার, কলঙ্কিত, গ্রেফতার এবং কোন কোন ক্ষেত্রে মেরেও ফেলা হয়…শুধুমাত্র তারা সমকামী তাই? ভিন্ন হওয়া লজ্জাজনক নয়…বরং ভিন্নতার বিরুদ্ধে লড়াই করাই লজ্জাজনক। সে আপনার ভাই, আপনার প্রতিবেশী বা আপনার সহকর্মী হতে পারে। সে আপনার বোন, আপনার বান্ধবী, বা বিদ্যালয়ে এমন কি আপনার নেত্রী হতে পারে। আপনি যদি তাদের অস্তিত্বকে স্বীকার না করেন, তার মানে এই না যে তাদের অস্তিত্ব নেই। এই অন্যায্যতার বিরুদ্ধে প্রতিবাদ করাটাই যথেষ্ট নয়। আমাদের সকলেরই এই অন্যায্য আইন পরিবর্তন করে যে আইন সকল নাগরিককে রক্ষা করে সেরকমের আইন দ্বারা প্রতিস্থাপিত করার জন্য একত্রে কাজ করা উচিত। কারণ আইন হলো রক্ষার জন্য বৈষম্যের জন্য নয়। আমরা সকলেই মুক্ত ও সম হয়ে জন্ম গ্রহণ করছি। আমি জানি সে সমাজের সম্মুখীন হওয়া কঠিন, কিন্তু নিদেনপক্ষে আইনকে ন্যায্য হতে হবে। গণতন্ত্র শুধুমাত্র সংখ্যাগড়িষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠের নয় বরং এর সকল নাগরিককে নিরাপত্তা দিতে হবে। দরিদ্রদের অধিকার রক্ষার জন্য আপনাকে দরিদ্র হবার প্রয়োজন নেই। আপনাকে নারীদের অধিকার রক্ষার জন্য নারী হবার প্রয়োজন নেই। একজন উদ্বাস্তুর অধিকার রক্ষার জন্য আপনার উদ্বাস্তু হবার প্রয়োজন নেই। এবং এলজিবিটিদের অধিকার রক্ষার জন্য আপনাকে সমকামী হবার প্রয়োজন নেই। একজন মানুষ হওয়াই যথেষ্ট। এমন কি আমরা যদি ভিন্নও হই, আমাদের অসম্মত হওয়া উচিত নয়। হোটেল মনরোতে আইডিএএইচওটি'র দিনে একত্রে অংশগ্রহণ করতে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের সাথে মে'র ১৭ তারিখে মিলিত হোন

লেবাননে এলজিবিটিদের অধিকারের আইনগত অবস্থা খুব বেশী পরিস্কার নয়। সেখানে এমন কোন আইন নেই যা নির্দিষ্টভাবে সমকামী সম্পর্ককে নিষিদ্ধ করে, তবে একটি অনুচ্ছেদ আছে – অনুচ্ছেদ ৫৩৪ – যেখানে ‘প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে’ এমন যৌন আচরণ নিষিদ্ধ করা হয়েছে। যাইহোক, এই অনুচ্ছেদটিকে অকার্যকর হিসেবে কমপক্ষ্যে দু'জন বিচারক বাতিল করে দিয়েছেন।

সত্যিই, জানুয়ারী ২০১৪তে একজন বিচারক রুল জারি করেছেন যে অনুচ্ছেদ ৫৩৪ বলবত হতে পারে না কারণ ‘এতে পরিস্কার করে বলা নেই যে কোনটিকে অপ্রাকৃতিক বিবেচনা করা হবে।’ তার এই সিদ্ধান্ত পূর্বের একটি আদালত রুলের উপর ভিত্তি করে করা হয়েছে, যেটিতে ২০০৯ সালে অন্য আর এক বিচারকও একই সিদ্ধান্তে উপনিত হয়েছেন।

২০১৪ সালের রুলিংটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ঘটনাটি একটি নাম উল্লেখ না করা লিঙ্গ পরিবর্তনকারী নারীকে একজন পুরুষের সাথে যৌনক্রীয়ার অভিযোগ করার সাথে সম্পর্কযুক্ত। যখন মামলাটি তার নজরে আনা হলো, তখন ইদাইদ আদলতের বিচারক নাজি এল দাহদাদ মামলাটি খারিজ করে দেন এই বলে যে:

Gender identity is not only defined by the legal papers, the evolution of the person and his/her perception of his/her gender should be taken into consideration. Homosexuality is an exception to the norms but not unnatural therefore article 534 (which prohibits sexual relations that “contradict the laws of nature”) cannot be used against homosexuals, and therefore, technically, homosexuality is not illegal.

লিঙ্গ পরিচয় শুধুমাত্র কিছু আইনি নথি দ্বারা সংজ্ঞায়িত করা হয় না, ব্যক্তিটির বিবর্তন ও তার লিঙ্গ সম্পর্কে তার উপলব্ধিও বিবেচনা আনতে হবে। সমকামিতা এই নিয়মের একটি ব্যতিক্রম কিন্তু অপ্রাকৃতিক নয় তাই অনুচ্ছেদ ৫৩৪ (যা ‘প্রকৃতির আইন লঙ্ঘন করে’ এমন যৌন সম্পর্ক নিষিদ্ধ করে) সমকামীদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না এবং সেইজন্য, পরিভাষাগতভাবে, সমকামিতা অবৈধ নয়।

এই প্রবন্ধটি তালাইন খাইকিয়ান ও নূর হাইয়ার-এর সাহায্য নিয়ে লেখা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .