মেসেডোনিয় নারীরা পুলিশের চারদিকে মানব বর্ম গঠন করে প্রতিবাদকে শান্তিপূর্ণ রেখেছে

Female protesters forming human shield protecting the police from provocateurs, preventing escalation of violence. Photo: Meta.mk, used with permission.

নারী প্রতিবাদকারীরা পুলিশদেরকে প্ররোচকদের হাত থেকে রক্ষা করতে, সহিংসতা বৃদ্ধি রোধ করতে মানব বর্ম গঠন করে। ছবি: মেটা.এমকে, অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

মেসেডোনিয়াতে পুলিশ জলকামান, ধোঁয়াবোমা ও লাঠি ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করার একদিন পর একটি অভাবনীয় দৃশ্যে প্রতিবাদ করতে আসা একদল নারী কর্মকর্তাদের চারপাশে একটি মানব বর্ম তৈরী করেছে যাতে উত্যক্তকারীরা তাদের দিকে কাঁচের বোতল ছুড়ে মারতে না পারে।

মেসেডোনিয়ার রাজধানী শহর স্কোপিয়েতে ২০১১ সালে মার্টিন নেশকোভস্কির হত্যাকাণ্ডকে ধামাচাপা দেবার প্রচেষ্টা বলে মনে হওয়া একটি রেকর্ডিং ফাঁস হওয়ার পর বিচারের দাবী জানিয়ে প্রতিবাদের দ্বিতীয় দিনে নারীরা অংশগ্রহণ করছিল।

মে মাসের ৬ তারিখে আরও বেশ কয়েক হাজার লোক স্কোপিয়ের সড়কগুলোতে মিছিল করেছে, এবং এই আন্দোলনটি বিতোলা ও প্রিলেপ-এ ছড়িয়ে পড়ে। সরকার গতদিনের মতো তাদের শক্তি প্রদর্শন করার পুনরাবৃত্তি করে নি, এবং প্রতিবাদ শান্তিপূর্ণভাবেই হয়েছে যেমনটি কাঙ্খিত ছিল।

কিন্তু স্কোপিয়েতে বেশ কয়েক ঘন্টা পর জনতার ভিড় কমে আসতে থাকলে বেশ কিছু সংখ্যক অংশগ্রহণকারী সেখানে উত্যক্তকারীদের ক্রমবর্ধমান উপস্থিতির বিষয়ে সতর্ক করে দেয়। শিরোবস্ত্র ও মুখোশ পরিহিত ‘ফুটবল প্রেমী'দের একটি দল একত্রে জমায়েত হয়ে সংসদভবন এবং রাস্তায়, মাঠে এবং কাছের একটি উদ্যানে দাঁড়িয়ে বা বসে থাকা জনগণ থেকে আগলে রাখার জন্য ভবনটিকে ঘিরে থাকা পুলিশের উপর বিভিন্ন বস্তু নিক্ষেপ করা শুরু করে।

মেটা.এমকে নামের সংবাদ সংস্থা প্রতিবেদন করেছে:

Although there were several attempts for provocation by fifteen protesters, protest for justice for Martin Neshkovski, which instead of in front of the Government was held in front of the Assembly, ended peacefully.

The last attempt of part of the protesters to initiate violence was prevented by group of female activists, who stood between them and the police.

A dozen protesters remained sitting on the grass in front of the Assembly and are talking.

Some participants collected waste and plastic bottles from the grass and the road, but there were some who, even though the road was put into use, didn’t allow vehicles to pass.

Most of the special forces and police vehicles left.

Few bottles and eggs were thrown at the building of the Assembly, but there were no seriously injured policemen or protesters.

Protesters called citizens to join them on a peaceful protest tomorrow at 6 pm, but the location has not yet been precisely determined.

যদিও ১৫জন প্রতিবাদকারীর দ্বারা বেশ কয়েকবার প্ররোচিত করার প্রচেষ্টা করা হয়েছে, মার্টিন নেশকভস্কির জন্য করা প্রতিবাদ শান্তিপূর্ণভাবেই শেষ হয়, যা সরকারের সামনে না করে বরং সংসদের সামনে অনুষ্ঠিত করা হয়।

প্রতিবাদকারীদের অংশবিশেষের দ্বারা সহিংসতা শুরু করার শেষ প্রচেষ্টা একদল নারী প্রতিবাদকারী প্রতিরোধ করেছে, যারা তাদের ও পুলিশের মধ্যে গিয়ে দাড়িয়েছে।

এক ডজন প্রতিবাদকারী সংসদের সামনের ঘাসে তখনও বসে ছিল এবং কথা বলছিল।

কোন কোন অংশগ্রহণকারী ঘাস ও সড়ক থেকে আবর্জনা ও প্লাষ্টিকের বোতল সংগ্রহ করছিল, সেখানে কিছু লোক ছিল যারা সড়কটি ব্যবহারের জন্য খোলা থাকা সত্ত্বেও গাড়ী চলাচল করতে দেয় নি।

বিশেষ বাহিনী ও পুলিশের বেশীরভাগ গাড়ীই চলে গিয়েছিল।

কয়েকটি বোতল ও ডিম সংসদ ভবনের দিকে ছোড়া হয়েছিল, কিন্তু কোন পুলিশ বা প্রতিবাদকারী মারাত্মকভাবে আহত হয় নি।

প্রতিবাদকারীরা নাগরিকদেরকে একটি শান্তিপূর্ণ প্রতিবাদে আগামী দিন সন্ধ্যা ৬টার সময় যোগ দিতে আহ্বান জানিয়েছে, কিন্তু স্থান এখনও নির্দিষ্ট করে নির্ধারণ করা হয় নি।

সাংবাদিক ভ্লাদো আপোষ্টোলভ (@আপোষ্টোলভ৮০) এই ঘটনাটির একটি ভিডিও পোষ্ট করেছে।

মাসের পর মাস ধরে বিরোধী দলের নেতারা অডিও রেকর্ডিং ফাঁস করে দিচ্ছে যেগুলোতে সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দ্বারা বিভিন্ন ধরনের অপরাধমূলক অপকর্ম সংঘটিত করে যাওয়ার সন্দেহ নিশ্চিত করেছে বলে মনে হয়, যার মধ্যে আছে ভোট জালিয়াতিঅবৈধভাবে আড়ি পাতা এবং ২২বছর বয়েসী মার্টিন নেশকোভস্কির হত্যার তদন্তের বিস্তারিত গোপন করা।

নেশকভস্কিকে একজন পুলিশ কর্মকর্তা ২০১১ সালে ভোট পরবর্তী আনন্দোৎসবের সময় পিটিয়ে হত্যা করে। তার হত্যা সে সময়ে শক্তিশালী প্রতিবাদের ঝড় তোলে, এবং সেই কর্মকর্তাকে অবশেষে গ্রেফতার করা হয় এবং তাকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

পুলিশের নৃশংসতার বিরুদ্ধে করা বিক্ষোভের মাধ্যমে স্থাপন করা সেই প্রথাকে অনুসরণ করেই অংশগ্রহণকারীরা তাদের এই ধামাচাপা দেবার ঘটনায় জড়িত সকল কর্মকর্তাদের পদত্যাগ করা ও বিচারের সম্মুখীন হওয়ার দাবী পুরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টার সময় মিলিত হবার সিদ্ধান্ত গ্রহণ করে। মে মাসের ৬ তারিখে পুলিশ সরকারী ভবনগুলোর চারপাশের সড়কগুলোকে বন্ধ করে দিয়েছিলো যেখানে মিছিলকারীরা একটি র‍্যালী করার চিন্তা করেছিল, সুতরাং জনগণ ঘুরে দাঁড়ায় এবং সংসদভবনের সামনে গিয়ে তারা প্রতিবাদ শুরু করে। বেশ কয়েক ডজন প্রতিবাদকারী বন্ধ করে দেওয়া সড়কগুলোতে গিয়ে বসে ছিল এবং নতুন যারা আসছিল তাদেরকে সংসদে পাঠিয়ে দিচ্ছিল। কেউ কেউ তর্ক করলো যে এই বন্ধ করে দেয়ার মাধ্যমে সরকার মেসেডোনিয়া প্রজাতন্ত্রের সংবিধানের ২১ অনুচ্ছেদ ভঙ্গ করেছে:

Citizens have the right to assemble peacefully and to express public protest without prior announcement or a special license.
The exercise of this right may be restricted only during a state of emergency or war.

নাগরিকদের শান্তিপূর্ণভাবে জড়ো হবার, এবং কোন ঘোষণা ছাড়াই বা বিশেষ কোন লাইসেন্স ছাড়াই গণ প্রতিবাদ প্রকাশ করার অধিকার রয়েছে।
এই অধিকার ভোগ করা হয়তো জরুরী অবস্থা বা যুদ্ধের সময়ে সীমিত হয়ে যেতে পারে।

২০১৫ সালের মে'র ৫ তারিখে প্রতিবাদে ৫,০০০ অংশগ্রহণকারী যোগ দিয়েছিল, দ্বিতীয় দিনেরটিতে ২ থেকে ৩ গুণ বেশী হয়েছিল বলে ধারণা করা হয়। এই জনতাকে উদ্দেশ্য করে বক্তব্য দেয়া মার্টিন নেশকভস্কির ভাই-এর ভাষ্য অনুযায়ী সংখ্যাটি ছিল ১৫,০০০।

Peaceful protest demanding responsibility for cover up of murder of Martin Neshkovski in Skopje. Photo: Vancho Dzambaski, CC BY-NC-SA.

স্কোপিয়েতে মার্টিন নেশকভস্কির হত্যাকাণ্ড ধামাচাপা দেবার ঘটনার দায়িত্ব গ্রহণ করার করার দাবী জানিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ। ছবি: ভ্যাঞ্চো দ্জামবাস্কি, CC BY-NC-SA.

প্রতিবাদের আগেই, সক্রিয় কর্মীরা #протестирам (আমি প্রতিবাদ করি!) হ্যাসট্যাগ ব্যবহারের মাধ্যমে সমন্বয় করে শিশুদেরকে সঙ্গে না আনতে সাবধান করে দেয় যাতে সরকার যদি প্রতিহিংসামূলক ব্যবস্থা গ্রহণ করে তবে যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়।

বিক্ষোভের পরপরই, যে যুব নারী মানব বর্মের উদ্দ্যোগ গ্রহণ করেছিল টুইটার ব্যবহারকারীরা দ্রুত তাকে তাদের নিজেদের একজন বলে চিহ্নিত করেছে। @মোমিশেত০ একটি ব্যাখ্যা দিয়ে তার জবাব দিয়েছে:

সত্যিই, প্রশংসার ব্যাপারে আমি ভাল অনুভূব করছি, কিন্তু আমি সেই মুহূর্তে সাহসী অনুভব করি নি, এমনকি এখন বীরত্ব অনুভব করছি না। আমি ভীত ছিলাম।

এবং আমি পুলিশদেরকে ভালবাসি বলে উঠে দাঁড়িয়েছি তা নয়। আমি তাদের কাজকে সমর্থন করি না এবং আমি মনে করি যে তাদের বাছাই করার সুযোগ আছে।

আমি উঠে দাঁড়িয়েছিলাম কারণ দাঙ্গাবাজরা একটি সমস্যার সৃষ্টি করবে এবং তার পর দৌঁড়ে পালাবে, এবং তারপর নিরাপরাধ প্রতিবাদকারীরা তার ফলাফল ভোগ করবে যেমন গতকাল হয়েছিল এবং পুনরায় তারা প্রহৃত হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .