কিভাবে তাজিকিস্তানের রাষ্ট্রপতির ‘পুত্র’ একজন স্কুলছাত্র একজন নাগরিকের কাছ থেকে বড় ধরনের একটি ঘুষ বাগিয়ে নিয়েছে

The Rakhmon family. Wikipedia image.

রামোন পরিবার, সোমোনকে এখানে ছবিতে দেখা যাচ্ছে না। উইকিপিডিয়ার ছবি।

এবছরের প্রথমদিকে গ্লোবাল ভয়েসেস তাজিক একজন কর্মকর্তার উপরে প্রতিবেদন করেছিল যে স্বৈরাচারী তাজিক রাষ্ট্রপতি এমোমালি রামোনকে ‘সূয্যের’ সাথে তুলনা করেছে। এখন, একটি বিদ্যালয় ছাত্রের রামোন-এর ‘পুত্র’ সেজে এক ব্যক্তির কাছ থেকে ৫০,০০০ ডলার হাতিয়ে নেয়ার বিষয়টি রামোনের সত্যিকার পুত্র রুস্তম এমোমালি দ্বারা নিয়ন্ত্রিত দুর্নীতি দমন এজেন্সী তদন্ত করছে।

তাজিকিস্তানে — যেখানে সংযোগ থাকা মানেই সবকিছু এবং রামোনের সাথে একটি বংশগত সম্পর্ক থাকা হলো এগুলোর মধ্যে সবচেয়ে বড় তুরুপের তাস — জনগণ অন্য কোন কিছুর প্রতি না হলেও সরকারের দুর্নীতির প্রতি আস্থাশীল বলে মনে হয়।

সুতরাং মর্যাদাপূর্ণ দুশানবে আন্তর্জাতিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর একটি ছাত্র খুশদিল কুরবোনভ যখন সুকৌশলে নিজেকে রামোন-এর সর্বকনিষ্ঠ পুত্র সোমোনি এমোমালি হিসেবে একজন স্থানীয় নাগরিকের কাছে উপস্থাপন করে এবং শহরের বাইরে উক্ত নাগরিককে এক খণ্ড জমি পাইয়ে দেবার প্রতিশ্রুতি দেয় তখন ঐ ব্যক্তিটির নগদ অর্থ নিয়ে হাজির হতে খুব সময় লাগে নি।

আকিপ্রেস তাদের প্রতিবেদনে বলেছে:

A senior school student pretending to be the son of Tajik President Emomali Rahmon was detained in Dushanbe after he received $50,000 bribe in exchange for land, media reports say May 6.

Tenth-grader Khushdil Kurbonov introducing himself as Somoni Emomali, the president's [youngest] son, took $50,000 from a man in exchange for promising him 0.3 hectares of land outside the capital.

Kurbonov then called a local official and instructed him to hand over the land, but the official did not believe him.

The media reports say Kurbonov attends the same school as Somon [pictured here on the right], who is also a 10th-grader.

The Agency for State Financial Control and Combating Corruption is investigating into the case.

তাজিক রাষ্ট্রপতি এমোমালি রামোনের পুত্রের বেশ ধরা একটি বিদ্যালয় বালককে জমির পরিবর্তে ৫০,০০০ ডলার ঘুষ নেবার পর দুশানবেতে আটক করা হয়েছে, মে মাসের ৬ তারিখে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।

১০ম শ্রেণীর ছাত্র খুশদিল কুরবোনভ নিজেকে রাষ্ট্রপতির [কনিষ্ঠ] পুত্র সোমোনি এমোমালি হিসেবে পরিচয় প্রদান করে রাজধানীর বাইরে ০.৩ হেক্টর জমি পাইয়ে দেবার পরিবর্তে একজন লোকের কাছ থেকে ৫০,০০০ ডলার গ্রহণ করে।

কুরবোনভ তারপর একজন স্থানীয় কর্মকর্তাকে ফোন করে এবং তাকে জমিটি হস্তান্তর করার নির্দেশ দেয়, কিন্তু কর্মকর্তা তার কথা বিশ্বাস করে নি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় যে সোমোন যে বিদ্যালয়ে যেত কুরবোনভও সেই একই বিদ্যালয়ে যেত [এখানে ছবির ডানে দেখা যাচ্ছে], সেও ১০ম শ্রেণীতেই পড়তো।

রাষ্ট্রীয় আর্থিক নিয়ন্ত্রণ এবং দুর্নীতি নিয়ন্ত্রণ এজেন্সী এই মামলাটির তদন্ত করছে।

এই ঘটনাটির কারণে মার্চ থেকে দায়িত্ব গ্রহণ করা রাষ্ট্রপতির জেষ্ঠ পুত্র এবং সম্ভাব্য উত্তরসূরী রুস্তম পরিচালিত দুর্নীতি দমন এজেন্সীকেও রাষ্ট্রীয় কর্মকর্তাদের আত্মীয়দের সংশ্লিষ্ট ফৌজদারী অপরাধের বিরুদ্ধে লড়াই করতে জনগণকে আহ্বান জানাতে বাধ্য করেছে।

যে দেশে বেশীর ভাগ মানুষই মনে করে যে রাষ্ট্রপতির পরিবার এদেশকে তাদের ব্যক্তিগত টাকার ঘট হিসেবে ব্যবহার করছে সে দেশে এই আহ্বানকে একটি গভীর পরিহাস হিসেবে দেখা হচ্ছে।

এই বিদ্যালয় বালকের প্রতারণার বিষয়টি আলোচনা করা তাজিকের ফেসবুক ব্যবহারকারীরা শোকার্ত এই জন্য যে দুর্নীতি দেশের বিদ্যালয়গুলোর মধ্যেও গেড়ে বসেছে।

ইয়া দুশানবিনেটস-২ ফেসবুক দলের একজন সদস্য আবুমুসলিম কালান্দারভ লিখেছে যে সততার সাথে জীবিকা নির্বাহ করা কঠিন করে তোলে যে দেশের সরকার সে দেশে বিদ্যালয় বালকটি একটি ‘ভাল কৌশলবিদ’ ছিল।

ни какой не сопляк. хороший комбинатор. очень хорошо ориентировался в пространстве.хорошо знал минусы нашего обшества

সে কোন বোকা নয়, বরং সে একজন ভাল কৌশলবিদ। আমাদের সমাজের অসুবিধাগুলো যে জানতো এবং সে জায়গাটুকুর মধ্যেই ভালভাবে কাজ করেছে।

অন্যান্য ফেসবুকব্যবহারকারী তার শিকারকে নিন্দা জানিয়েছে।

কামিল আরশভ বলেছে:

Бездарные чиновники и люди, поверившие на слово малышу! Завтра так родину продадут какому-нибудь чужеземцу по звонку! Я в трансе!

অদক্ষ কর্মকর্তা আর মানুষ যারা এই বালকটির কথা বিশ্বাস করেছে! তারা হয়তো তাদের মাতৃভূমিকে কোন এক অচেনা ব্যক্তির কাছে ফোনের মাধ্যমে বিক্রয় করে ফেলবে! আমি ঘোরের মধ্যে আছি!

তাজিকিস্তানে উচ্চ-পদে আসীন কর্মকর্তারা অনেকেই যারা রক্তের বন্ধনে বা আঞ্চলিকতার বন্ধনে রাষ্ট্রপতির সাথে সংশ্লিষ্ট তারা তাদের খারাপ আচরণ করা আত্মীয়-স্বজনদের জন্য শাস্তি এড়িয়ে যাওয়া নিশ্চিত করতে সক্ষম বলে মনে হয়, এমনকি খুব চরম অবস্থাতেও।

উদাহরণস্বরূপ, ২০১৩ সালের অক্টোবর মাসে তাজিক রেলপথ কোম্পানীর তখনকার প্রধানের ১৬ বছরের পুত্র রাসুলি আমোনুলো একটি গাড়ী চালাচ্ছিল যেটি একটি সড়ক দুর্ঘটনায় ঘটালে তিন জন মারা যায়। এমনিতেই বয়েস অনুপাতে গাড়ী চালানোর জন্য ছোট আমোনুলো তদন্ত এড়িয়ে গেল তবে তার পিতামাতাকে দায়িত্বহীনতার জন্য প্রায় ২০ ডলার সমপরিমাণ জরিমানা করা হয়।

এই একই ধারায় ইয়া দুশানবিনেটস-২ ফেসবুক দলের আর একজন সদস্য সাইদ সাফারভ তর্ক করেছেন:

Интересно другое, до какой степени у нас в крови чинопочитание что ребенок может приказывать государственному чиновнику….

খুবই চমৎকার, দাস্যবোধ আমাদের রক্তের মধ্যে এমনভাবে জেকে বসেছে যে একটি বালক একজন রাষ্ট্রীয় কর্মকর্তাকে আদেশ দেবার সাহস রাখে…

রামোনের পুত্র এবং কুরবোনভ যে আসলেই একই বিদ্যালয়ে পড়াশুনা করে — যেটি দেশের অভিজাত শ্রেণীর শিশুদের দ্বারা পূর্ণ — সে বিষয়ে বিখ্যাত তাজিক সাংবাদিক অরজু আইসোএভ প্রকাশ করেছে যে রাষ্ট্রপতির সন্তান হিসেবে যে দাবী কুরবোনভ করেছে তা হয়তো সত্য থেকে খুব বেশী দূরে নয়:

Ручаюсь, что он отпрыск какого нибудь другого чиновника, ибо в этой байналмилали мы с вами не в состоянии обучать своих чад

আমি বাজী ধরে বলতে পারি যে সে অন্য কোন কর্মকর্তাদের বংশধর, কারণ কখনোই আমাদের সন্তানদেরকে এই বিদ্যালয়ে পড়ানোর সামর্থ্য আমাদের হবে না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .