রুশ সাংবাদিক, এখন থেকে রিয়েল টাইমে পাঠের ভিত্তিতে যাদের ক্রম সাজানো হবে

"Mirror, mirror on the wall..." Oleg Kashin is one of Russia's fairest, most read journalists. Images edited by Kevin Rothrock.

আয়না, আয়না, বল তো মনা , যে সবচেয়ে বেশী ক্লিক পেয়েছে সে কোন জনা? রাশিয়ার সে সমস্ত সাংবাদিকের লেখা সবচেয়ে বেশী পাঠ করা হয়, ওলেগ কাশিন (উপরে যার ছবি প্রদান করা আছে) তাদের একজন। ছবি সম্পাদনা কেভিন রথরক-এর।

এখন আর প্রচারসংখ্যার পরিমাপে সংবাদপত্রকে সফল হিসেবে গ্রহণ করা যায় না। আজকের দিনে এই অনলাইন বিশ্বে, ক্লিক হচ্ছে এই ধরনের পরিমাপকের রাজা। যার ফলে, এক নতুন অনলাইন সেবা সংস্থা চালু হয়েছে যা স্যোশাল মিডিয়ায় রুশ ভাষী সাংবাদিকদের লেখা প্রবন্ধে যতবার যতজন প্রবেশ করবে (প্রবেশ/ ট্রাফিকিং), তার উপর ভিত্তি করে এই সকল সাংবাদিকদের এক ক্রম তৈরী (র‍্যাঙ্কিং) করবে।

নতুন এই প্রকল্পের পেছনে রয়েছে জার্মান ক্লিমেঙ্কো, যিনি লাইভইন্টারনেট-এর পরিচালক এবং কর্ণধার, এটি একটি অনলাইন পোর্টাল, যা বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে, যার মধ্যে রয়েছে ওয়েবসাইট বিশ্লেষণ এবং ব্লগিং। ক্লিমেঙ্কো ব্যাখ্যা করেন:

Современные СМИ — это уже не жёстко регламентированный канал распространения информации, где роль журналиста минимальна, а власть главного редактора абсолютна. Сейчас это весьма свободная конструкция, в которой от журналиста зависит многое. Для современных владельцев изданий реальный и независимый взгляд на эффективность журналиста просто необходим.

আধুনিক গণ মাধ্যম এখন আর তথ্য তুলে ধরার একচ্ছত্র কোন মাধ্যম নয়, যেখানে সাংবাদিকদের ভূমিকা নামমাত্র এবং সম্পাদকেরা একচ্ছত্র ক্ষমতার অধিকারী। আজকের দিনে গণমাধ্যম অনেক বেশী খোলামেলা প্রকৃতির এবং এখানে অনেক কিছু সাংবাদিকদের উপর নির্ভর করে। এখন সাংবাদিকরা যাতে সঠিক এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কার্যকর সংবাদ পরিবেশন করতে পারে সংবাদপত্রের মালিকদের সে বিষয়তি অবশ্যই দেখা উচিত।

ক্লিমেঙ্কোর নতুন সাংবাদিক ক্রম তালিকা হচ্ছে মিডিয়ামেট্রিক্স সংবাদ সেবার সাম্প্রতিক সংযোজন, যা ওয়েবে রুশ ভাষায় প্রকাশিত ভিন্ন ভিন্ন সংবাদ সংগ্রহ করে বিভিন্ন স্যোশাল মিডিয়ায় এই সকল সংবাদে প্রবেশকারী সংখ্যা অনুসারে তার এক ক্রম তৈরী করে। লাইভইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় প্রবেশকারীর সংখ্যা বা এর ট্রাফিক সম্বন্ধে তথ্য সরবরাহ করে।

মিডিয়াম্যাট্রিক্স বেশ কিছু কৌতূহল জাগানো উপায়ে এর ব্যবহারকারীদের রুশ ইন্টারনেটে আলোচিত সংবাদ খুঁজে বের করার সুযোগ করে দেবে, যার মধ্যে রয়েছে মূল শব্দ অনুসন্ধান। সময় (যেমন, বিশেষ ঘন্টা, দিন অথবা সপ্তাহ অনুসারে), দেশ(যেমন রাশিয়া কিংবা ইউক্রেন), রুশ দেশের বিভিন্ন অঞ্চল অথবা সকল স্যোশাল মিডিয়া সাইট (যেমন টুইটার, ফেসবুক, ভিকোনটাকটে, ইত্যাদি) অনুসারে সংবাদ খুঁজে বের করা সম্ভব। অন্য যে উপাদান এতে যুক্ত করা হয়েছে সেগুলো প্রধান সব রাজনৈতিক দলের নেতাকে উল্লেখ করে যে সমস্ত সংবাদ ছাপা হয়েছে সেগুলোকে খুঁজে বের করবে।

নতুন এই সাংবাদিক ক্রম টুলস, সোশ্যাল মিডিয়া সাইটে যে পরিমাণ পাঠক প্রবেশ করে তার উপর ভিত্তি করে জনপ্রিয়তা অনুসারে সাংবাদিকের প্রবন্ধের এক ক্রম তৈরী করে। সাংবাদিকের নাম ক্লিক করার সাথে সাথে যাতে জনপ্রিয়তার ভিত্তিতে বেছে নেওয়া নির্দিষ্ট সময় এবং ক্রমানুসারে উক্ত সাংবাদিকের সকল প্রবন্ধ এসে হাজির হয়, তার জন্য উপরে তালিকা থাকা ফিল্টারের সাহায্য করতে পারে।

মিডিয়াম্যাট্রিক্স তালিকা সূচির পাতা বিগত সপ্তাহে রাশিয়ার সকল স্যোশাল মিডিয়া সাইটের যে সকল সাংবাদিকের প্রবন্ধ সবচেয়ে জনপ্রিয় হিসেবে বিবেচিত হয়েছিল সেগুলো তুলে ধরেছে।

তবে ফেসবুকে ক্লিমেঙ্কো লিখেছে, মাত্র কয়েকটি সংবাদপত্র তাদের সাংবাদিকদের প্রবন্ধ সেই ভাবে ট্যাগ করেছে যার ফলে সেগুলো উক্ত সামগ্রিক তালিকা সূচিতে যুক্ত হতে পারে। তার ফেসবুক পোস্টে ব্যাখ্যা করা হয়েছে কি ভাবে প্রয়োজনীয় ট্যাগ এতে যুক্ত করা যেতে পারে, আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে অনেক সংবাদমাধ্যম এতে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে যাতে নতুন এই টুলস অর্থবহ হয়ে ওঠে।

ক্লিমেঙ্কো বলছে যে সে একই সাথে প্রখ্যাত সব স্বাধীন ব্লগারদের সাংবাদিক তালিকা সূচিতে অর্ন্তভুক্ত করার কথা চিন্তা করছে–এই বাড়তি অংশ, যা এই নতুন উপাদানকে পরিপূর্ণ চিত্র ধারণ করার সুযোগ করে দেবে, আসলে অনলাইন সংবাদের নেতৃত্ব প্রদান করেছে কে।

1 টি মন্তব্য

  • saiful hasan

    ধন্যবাদ, তথ্যটি পেয়ে খুব ভালো লাগল। এর মাধ্যমে অনেক মূল্য বান তথ্য সু রক্ষিত থাকবে। আমাদের দেশে এমন টেকনোলজি ব্যবহার করার ব্যবস্থা করা হলে অনেক ভালো হত।

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .