সম্ভবত বলিভীয়রা বিশ্বের সবচেয়ে একনিষ্ঠ “সিম্পসনস” ভক্ত

A protester holds up a Bart Simpson head during a rally calling for Unitel to bring back "The Simpsons". Screenshot from YouTube.

মিছিলে বার্ট সিম্পসনের মুখোশ পড়া এক বিক্ষোভকারী, যে মিছিলে ইউনিটেলের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা “দি সিম্পসনস” নামক সিরিয়ালটি আবার প্রদর্শন শুরু করে। স্ক্রিনশট ইউটিউব থেকে নেওয়া হয়েছে।

বলিভিয়ার টিভি চ্যানেল ইউনিটেল সম্ভবত কল্পনা করতে পারেনি যে এক সপ্তাহ আগে রিয়েলিটি টিভি অনুষ্ঠান “কালে ৭”-এর জন্য আরো জায়গা তৈরীর উদ্দেশ্যে ‘দি সিম্পসনস’ নামক ধারাবাহিক কার্টুন নাটকটির তার প্রচলিত সময়ে প্রদর্শন বন্ধ করে দেওয়ার ঘটনা দেশটির বিভিন্ন শহর জুড়ে বিক্ষোভের সৃষ্টি করবে:

লা পাজ এবং সান্তা ক্রুজ ডি ওহ! নামক শহরে কালে ৭-এর বিরুদ্ধে এবং দি সিম্পসনসের আবার প্রদর্শন শুরু করার দাবীতে ফেসবুকে বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

লা পাজ, সান্তা ক্রুজ এবং কোচাবাম্বার সড়কে ৬ ফেব্রুয়ারি তারিখে বিক্ষোভ প্রদর্শিত হয়, এবং এই জনপ্রিয় ধারাবাহিকের জন্য হৈচৈ সৃষ্টিকারী শত শত ভক্ত এতে অংশ নেয়।

এক ইউটিউব ভিডিও আমার পছন্দ হয়েছেঃ এতে স্লোগান দেওয়া হয়েছে “কালে ৭ নিপাত যাক”। বলিভিয়ায় দি সিম্পসনস মিছিল।

তবে বিক্ষোভকারীরা একই সাথে তথাকথিত “ট্র্যাশ টিভির” বিরুদ্ধেও বিক্ষোভ করে এবং স্থানীয় টিভিতে আরো বেশী সংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনের অনুরোধ জানায়

দি সিম্পসনসের পক্ষে, এবং কালে ৭ নামক অনুষ্ঠানের বিপক্ষে এই মিছিল, যা ইউনিটেলে প্রদর্শিত হচ্ছে এবং এই মিছিল ট্র্যাশ টিভির বিরুদ্ধেও।

যেমনটা আশা করা হয়েছিল, এই বিষয়ে সকলে একমত নয় যে একটা টিভি অনুষ্ঠানের জন্য বিক্ষোভ সময়ের সেরা ব্যবহার বিশেষ করে যখন আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে:

আমরা বিশ্বাস করি যে এটা একটা রসিকতা… “ সংস্কৃতিক উপনিবেশিকতার থেকে মুক্তি লাভের” বিষয়টির কোথায় গিয়ে পরিসমাপ্তি ঘটেছে। হা হা হা।

স্থানীয় নাগরিকরা দি সিম্পসন-এর জন্য মিছিল করছে, কিন্তু অপরাধ নিয়ে কেউ কথা বলছে না। ভাল… সান্তা ক্রুজ… ভাল।

এই বিক্ষোভ প্রদর্শন ইউনিটেলকে এর জনপ্রিয়তা উপলব্ধি করাতে সফল হয়েছে, এই টিভি চ্যানেল যা ‘দি সিম্পসন’ দেখাত, তারা ৯ মার্চ থেকে আবার এই ধারাবাহিক কার্টুন অনুষ্ঠানকে বলিভিয়ার দর্শকদের মাঝে ফিরিয়ে আনতে যাচ্ছে।

এক ব্যাপক এবং অভূতপূর্ব বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে দি সিম্পসনস আবার টিভিতে ফিরে এসেছে (এবং ডেলিউসকে আর টিভিতে দেখা যাচ্ছে না, দারুণ অর্জন) ।

তবে কেউ কেউ পুরো বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে:

টুইটারে জেসি পেরেইরাস্তা বলছে -কেন? তার বদলে এমন কিছু দেখাও যা বলিভিয়ায় সবসময় ঘটছেঃ যদি কেউ কোন কিছু পছন্দ না করে, তাহলে এর প্রতিবাদ কর, আমি তা পছন্দ করি।
তার উত্তরে হুয়ানহোসেবলিভিয়া বলছে- সমস্যাটি হচ্ছে এই যেঃ (সিম্পসনের) জন্য বিক্ষোভের আয়োজন কেবল বাণিজ্যিক কারণে (ইউনিটেল)=দক্ষতার সঙ্গে এদের ব্যবহার করা হয়েছে।

এমনকি “দি সিম্পসনসরাও” বলিভিয়ার ভক্তদের একনিষ্ঠতার প্রতি তাদের মুগ্ধতা নিজস্ব ফেসবুক একাউন্টের মাধ্যমে তুলে ধরেছে:

 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .