অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ ২০১৫ শুরু হচ্ছে

এশিয়ান ফুটবল কনফেডারেশনের সৌজন্যে ছবিটি পাওয়া।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের সৌজন্যে ছবিটি পাওয়া।

আজ শুরু হচ্ছে এশিয়ান কাপ ২০১৫-এর খেলা। এবারের আসর অস্ট্রেলিয়ায় এবং উদ্বোধনী ম্যাচ মেলবোর্নে। তবে মেলবোর্নে তীব্র গরম পড়েছে। সাম্প্রতিক কালের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। আর রাতের তাপমাত্রা একটু কম, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মেলবোর্নের পশ্চিমে অ্যাডিলেইডের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আরো বেশি, দিনে ৪৪ এবং রাতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের সময়ে গড় তাপমাত্রা এমনই থাকবে। যদিও এই তাপমাত্রা সবসময় এমন থাকবে তা নয়। কোনো কোনো ম্যাচে হেরফের ঘটবে। কিছু কিছু ম্যাচের সময়ে তাপমাত্রা বেশ কম থাকবে। উদ্বোধনী দিনে তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।

এদিকে তীব্র তাপদাহের কারণে ভিক্টোরিয়া এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় বেশ কিছু দাবানলের ঘটনা ঘটেছে।

এশিয়ান ফুটবল কনফেডারেশনে সদস্য দেশের সংখ্যা ৪৭। এদের মধ্যে ১৬টি সদস্য দেশ এবারের এশিয়ান কাপে অংশ নিচ্ছে। দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, বাহরাইন, চিন, ইরান, ইরাক, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, কুয়েত, ওমান, প্যালেস্টাইন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং উজবেকিস্তান।

কোয়ালিফাই রাউন্ডের খেলায় হংকং, ইন্দোনেশিয়া, লেবানন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সিরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইয়েমেন হেরে বিদায় নিয়েছে।

আয়োজক দেশ এবং ২০১১ সালের রানার আপ হিসেবে অস্ট্রেলিয়া টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

দেশের মাটিতে অস্ট্রেলিয়া কি আসরের সেরা হতে পারবে? এই ভক্তরা মনে করছেন অস্ট্রেলিয়া সেটি করতে সক্ষম।

এশিয়ান কাপে অংশগ্রহণকারী মধ্যপূর্ব থেকে আগত দলগুলো গরমে থাকতে অভ্যস্ত হলেও তাদের দেশে এই সময়টাতে শীত থাকে। তাছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের অনেক খেলোয়াড় ইউরোপে ঠাণ্ডা আবহাওয়ায় খেলে থাকেন।

আপনি যদি খেলোয়াড় বা রেড ওয়ারিয়রদের নাম না জেনে থাকেন, তাহলে টিমগুলোর ডাক নাম জেনে নেয়ার জন্য আপনার হাতে এখনো পর্যাপ্ত সময় রয়েছে।

16 Nations will decsend upon Australia in 17 days. Who has the best nickname?! #AC2015

A photo posted by AFC Asian Cup (@afcasiancup) on


এশিয়ান কাপের অফিসিয়াল টুইটার হ্যাশট্যাগ #এসি২০১৫ অথবা এশিয়ান ফুটবল কনফেডারেশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসরণ করতে পারেন। তাছাড়া বেশিরভাগ ফুটবল দলের নিজস্ব টুইটার অ্যাকাউন্ট এবং ফেসবুক পাতা রয়েছে। তাই খেলার ভক্তরা মাসকট, উমব্যাট নাটমেগ সেখানে দেখতে পারেন:

আমাকে আবার পত্রিকায় দেখা যাচ্ছে। সেই পুরোনো ফরম্যাটে ছাপা হয়েছে আমার কলাম।

খেলার ভিতরে আবারো রাজনীতি চলে এসেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্ট্রেলিয়া প্যালেস্টাইনের বিরুদ্ধে ভোট দেয়ার উত্তাপ ছড়িয়ে পড়েছে:

খুবই বিব্রতকর ঘটনা। অস্ট্রেলিয়ার আয়োজনে প্যালেস্টাইন খেলায় অংশ নিতে আসছে। সেসময়ে কিনা জাতিসংঘে অস্ট্রেলিয়া প্যালেস্টাইনের বিরুদ্ধে ভোট দিলো।

এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক এখন যাই হোক, এই মাসে আমরা আরো কিছু ধ্বস্তাধ্বস্তির ঘটনা দেখতে পাবো।

[এশিয়ান কাপ ২০১৫-এর লোগো এবং মাসকাট। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সৌজন্যে প্রাপ্ত।]

Asian Cup 2015 mascot Nutmeg

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .