বাংলাদেশে ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে পরিচিত হিজড়ারা প্রথমবারের মতো প্রাইড প্যারেড উদযাপন করলেন

Hijra pride 2014 festival began in Bangladesh on Sunday. The photo was taken from the Sahabgh Raju Circle in Dhaka. Image by Anwar Hossain Joy. Copyright Demotix (9/11/2014)

রবিবারে ঢাকায় হিজড়া প্রাইড উত্সব ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। ছবিটি তোলা হয়েছে শাহবাগের রাজু চত্ত্বরে। ছবি তুলেছেন আনোয়ার হোসেন জয়। স্বত্ত্ব: ডেমোটিক্স (৯/১১/২০১৪)

বাংলাদেশের রাজধানী ঢাকায় গেল সপ্তাহে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় হিজড়া প্রাইড। তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত হিজড়া সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ এতে অংশ নেন। আলাদা লিঙ্গ হিসেবে সরকারি স্বীকৃতি পাওয়ার প্রথম বার্ষিকী পালন উপলক্ষ্যে এই প্রাইডের আয়োজন করা হয়েছিল।

বাংলাদেশে প্রায় ১০ হাজারের মতো হিজড়া আছেন। তারা নানা ধরনের বৈষম্যের শিকার হন। প্রথমবারের মতো আয়োজিত প্রাইড প্যারেডে হিজড়ারা রাস্তায় নেমে বর্ণিল পোশাক পরে নাচে গানে অংশ নেন। এ সময়ে তারা জাতীয় পতাকা এবং ব্যানার বহন করেন। ব্যানারে “ঘুচলো কলঙ্ক, বৈষম্য ও ভীতি, আমরাও মানুষ পেলাম তৃতীয় লিঙ্গের স্বীকৃতি” লেখা যায়।

হিজড়া প্রাইডের কিছু ছবি রইলো নিচে:

Transgender people parade with the national flag in Dhaka to mark 'Hijra Pride'. Image by Sony Ramany. Copyright Demotix (10/11/2014)

‘হিজড়া প্রাইড’ উপলক্ষ্যে জাতীয় পতাকা নিয়ে ঢাকার রাসতআয় শোভাযাত্রা চলছে। ছবি নিয়েছেন সনি রামানি। স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)

The colourful rally organised by the Bandhu Social Welfare Society  took lace near the press club, Dhaka. Image by SK Hasan Ali. Copyright Demotix (10/11/2014)

জাতীয় প্রেস ক্লাবের পাশে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির'র বর্ণিল শোভাযাত্রা। ছবি তুলেছেন এসকে হাসান আলি। স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)

Celebrating ' Third gender (Hijra) Pride 2014' in Bangladesh. Image by Sk. Hasan Ali. Copyright Demotix (10/11/2014)

বাংলাদেশে উদযাপিত হলো হিজড়া প্রাইড ২০১৪। ছবি তুলেছেন এসকে হাসান আলি। স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)

Celebrating Hijra Pride Parade. Image by Mohammad Asad. Copyright Demotix (10/11/2014)

‌'হিজড়া প্রাইড ২০১৪’ উদযাপনের একটি মুহূর্ত। ছবি তুলেছেন মোহাম্মদ আসাদ। স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)

Bangladeshi hijras - transgenders - dance in the street during a pride parade. Image by  Indrajit Ghosh. Copyright Demotix (10/11/2014)

প্রাইড প্যারেডের সময় একজন হিজড়া নাচছেন। ছবি তুলেছেন ইন্দ্রজিৎ ঘোষ। স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)।

Hijra celebrate with a beauty talent show during the evening. Image by Mohammad Asad. Copyright Demotix (10/11/2014)

হিজড়া প্রাইড চলাকালে আয়োজন করা হয়েছিল সৌন্দর্য প্রতিযোগিতার। তারই একটি মুহূর্ত। ছবি তুলেছেন মোহাম্মদ আসাদ। স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)।

‘Hijra pride 2014’ ended with a talent hunt competition. Image by Mohammad Asad. Copyright Demotix (10/11/2014)

প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয় ‘হিজড়া প্রাইড ২০১৪'। ছবি তুলেছেন মোহাম্মদ আসাদ। স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)।

শুধূ হিজড়ারাই নন, সাধারণ মানুষও এই আয়োজনে যোগ দেন। টুইটারের মাধ্যমে সমর্থনের কথা জানান:

বাংলাদেশের মতো মুসলিম দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হিজড়া প্রাইড।

হিজড়া প্রাইড ২০১৪ আয়োজনের একটি অংশ ছিল মেহেদি উৎসবের। ডিজাইনারদের সবাই এসেছিলেন হিজড়া সম্প্রদায় থেকে।

বাংলাদেশের হিজড়া সম্প্রদায়কে অভিনন্দন। এভাবেই হোক সামনের দিকে এগিয়ে যাওয়া।

1 টি মন্তব্য

  • চূড়ান্ত

    ছোট বেলায় ভাবতাম তারা ছদ্মবেশী, যখন জানলাম কিংবা বুঝলাম তারা আসলে
    তৃতীয় লিঙ্গের মানুষ, তখন তাদের জীবনযাপনগুলো কেমন যেন লাগত। পরে বুঝি তারা আসলে বৈষম্যের শিকার। বাংলাদেশে তাদেরকে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিয়েছে, কিন্তু তারা এখনও সামাজিক বৈষম্যের শিকার। তাই এই বৈষম্য দূর করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং তাদের অধিকার আদায়ের জন্য আমাদের আরও সক্রিয় হতে হবে।

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .