রুশগণ উল্লাস করুন! দীর্ঘ-অপেক্ষিত ‘মেডুসা‘ সংবাদ বাতয়ন-এর আগমন হয়েছে!

Mosaic floor in a tepidarium of the Roman era. Museum of Sousse, Tunisia. Photo by Ad Meskens, CC 3.0.

রোমান সাম্রাজ্যের একটি উষ্ণস্নানাগারের মোজাইকের মেঝে। তিউনিসিয়ার সুস জাদুঘর। ছবি দিয়েছেন এ্যাড মেসকেনস্, সিসি ৩.০

মেডুসা হলো সংবাদের সমষ্টিভূতকরণ ও স্বাধীন প্রতিবেদনের একটি সহমিশ্রণ যা অনলাইন রুশ সাংবাদিকতার সাম্প্রতিক স্মৃতিতে যুক্ত হওয়া সবচেয়ে চমৎকার একটি জিনিস। এই ওয়েবসাইটটিকে এতো আকর্ষণীয় করার একটি অংশ হচ্ছে যে এটা রাশিয়াতেই তৈরী হয়নি: মেডুসার প্রধান কার্যালয় হলো লাটভিয়ার রিগাতে, যেখানে মস্কোর শহুরে জীবন ত্যাগ করে কম বেশী ১৮ জন লেন্তা.রু প্রবাসী এখন তাদের স্থায়ী নিবাস তৈরী করছে। এই প্রকল্পটি  লেন্তা.রু এর ভূতপূর্ব প্রধান সম্পাদক গালিনা টিমচেংকোর মস্তিষ্কপ্রসূত, যিনি কিয়েভ-এর ঘটনাগুলোর উপর ইউক্রেইনের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে অনেকগুলো ঘটনা ছাপানোর পর এবছরের শুরুতেই চাকরি হারান।

মেডুসার সংকর নকশার কারণে (এটি সমষ্টিভূত করে! এটি উদ্ভাবণ করে!) ওয়েবসাইটের পদ্ধতিসমূহ মানুষের কৌতুহলের কারণ হয়ে দাঁড়িয়েছেন। মেডুসা কিভাবে বিষয়বস্তু তৈরী করে সে বিষয়ে গত সপ্তাহে মেডুসার সহ-প্রতিষ্ঠাতা ইভান কোলাপকভ রুনেট ইকোর সাথে কথা বলে জানিয়েছে ।  

«Медуза» будет агрегировать новости и лучшие тексты на русском языке из самых разных источников — от государственных информагентств и газет до сайтов некоммерческих организаций и блогов (мы будем производить и свой собственный контент). Понятно, что прямой агрегации твитов быть не может — их сложнее всего проверять, они не обладают достаточной полнотой, но не мониторить их нельзя. А вот посты из фейсбука и «Вконтакте» нам, конечно, очень интересны — сами по себе. В некоторых ситуациях это уже готовый продукт.

Статус источника для «Медузы» совершенно неважен. Важны качество и достоверность. В этом, собственно, идея — искать и находить в русском интернете must reads: новости и тексты, без которых нельзя понять, что происходит сегодня в стране и мире.

মেডুসা সরকারী এজেন্সি ও সংবাদপত্র থেকে শুরু করে অলাভজনক ওয়েবসাইট ও ব্লগ পর্যন্ত সব ধরনের বিভিন্ন উৎস থেকে রুশ ভাষার সকল প্রকারের সংবাদ ও সবচেয়ে ভাল লেখাগুলোকে সমষ্টিভূত করবে। (এবং আমরা আমাদের নিজেদের বিষয়বস্তুও রচনা করবো।) স্বাভাবিকভাবেই টুইটগুলোকে সরাসরি সমষ্টিভূত করা সম্ভব নয়; এগুলোকে যাচাই করে দেখা সবচেয়ে বেশী কঠিন এবং এগুলোর নিজেদের মধ্যে খুব বেশী সারবস্তু নেই, যদিও আমাদের এগুলোকে অবশ্যই পরীবিক্ষণও করতে হবে। এবং আমরা সহজাতভাবেই ফেসবুক ও ভিকন্টাক্টে-এর লেখাগুলোর প্রতি আগ্রহী। কোন কোন ক্ষেত্রে এই লেখাগুলো সরাসরি প্রকাশের জন্য প্রস্তুত থাকবে। 

মেডুসার কাছে বিষয়বস্তুর উৎস একেবারেই অপ্রাসঙ্গিক। সব থেকে বেশী গুরুত্বপূর্ণ  হলো এর মান ও সঠিকতা। সত্যিকার অর্থে রুশ ইন্টারনেটে ‘অবশ্যই পাঠ্য’ বিষয়গুলো সন্ধান করা ও খোঁজা: সংবাদ ও লেখা, যা ছাড়া বর্তমানে রাশিয়া ও সারা পৃথিবীতে কী ঘটছে তা বোঝা একেবারেই অসম্ভব। 

Ivan Kolpakov, Facebook.

’অবশ্যই পাঠ্য’গুলো চিহ্নিত করা বিজ্ঞানের থেকেও বেশী কিছু, যা মেডুসাকে বিদ্যমান রুনেট প্রকল্প যেমন টিজারনাল.রু তে মিডিয়ামেট্রিক্স.রু  এবং  টুইট সমষ্টিভূক্তকরণ সেবা  থেকে আলাদা করেছে, যা রুশ ইন্টারনেটে ‘সব থেকে বেশী আলোচিত এবং শেয়ার করা’ ঘটনা ও টুইটগুলোকে সংগৃহিত করতে সয়ংক্রিয় এ্যালগোরিদম ব্যবহার করে। কোলাপকভ বলে যে মেডুসার পদ্ধতি হলো পাঠককে একটি ‘তথ্যের নুন্যতম মজুরি’ (তিনি মনে করেন এই বচনটি রুশ ভাষায় যেমন সুন্দর ইংরাজিতে হয়তো তেমন সুন্দর হবে না) প্রদান করা।  

Это правда должны быть лучшие тексты — эксклюзивы, расследования, аналитика и репортажи, связанные с текущей повесткой; тексты-события, сами формирующие повестку; выдающаяся публицистика. Посмотрели «Медузу» — и знаете, о чем все говорят, и ничего не пропустили.

এগুলো সব থেকে ভাল লেখার মধ্যে সীমাবদ্ধ: দিনের খবরের সাথে অনন্য লেখাগুলো, তদন্তসমূহ, বিশ্লেষণ, এবং প্রতিবেদন জুড়ে দেয়া; লেখার-ঘটনা যা খবরটিকেই একটি আকার প্রদান করে; এবং যে কোন অসাধারণ সাংবাদিকতা। মেডুসার দিকে একবার তাকান তবেই কোন কিছুর অভাব বুঝতে না পেরেই আপনি জানতে পারবেন মানুষ কী বলাবলি করছে। 

এটা একদিনেরও কম সময় ধরে উপস্থাপিত করা হয়েছে ও চালু আছে, কিন্তু ইতোমধ্যেই মেডুসার একটি ছোট একটি ভক্ত অনুসারীর দল তৈরী হয়ে গেছে। প্রকল্পটি এবং এর কর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমগুলোতে প্রচণ্ড সক্রিয় হয়ে উঠেছে বিশেষ করে ইনস্টাগ্রামে, যার মাধ্যমে তারা রিগায় তাদের প্রধান কার্যালয়ের ছবি পাঠায় যেখানে অকুতোভয় তরুণ সাংবাদিকদের একটি দল রয়েছে। এ মাসের শুরুতেই সুলতান সুলেইমানভ, এই ওয়েবসাইটের সাতটি বিষয়বস্তুর একটি সম্পাদক মেডুসার নতুন ভাড়া করা ঘরের একটি ছবি-প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে সবাই সম্প্রতি বাক্সমুক্ত করা ম্যাক কম্পিউটার নিয়ে কাজ করছে এবং উজ্জল কাঁচের দেয়াল কার্যালয়গুলোকে পৃথক করেছে। 

’আমরা এখানে ’ছোট একটি মস্কো’ তৈরী করতে চেষ্টা করছি’, কোলাপকভ আমাদেরকে বলল। এপর্যন্ত এটি কাজ করছে বলে মনে হচ্ছে। ‘কর্মীদের রিগাতে চলে আসার ব্যাপারে কোন অসুবিধা নেই,’ সে বলল। ‘আমাদেরকে যদি, ধরুন, উজবেকিস্তানেই চলে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় তবে আমার মনে হয় না যে এটিও কোন অনতিক্রম্য সমস্যা হোত।’ 

এটাকে লাটভিয়াতে ৫০০ মাইলের বেশী ভ্রমণ করতে হয়েছে, কিন্তু মস্কোতে মেডুসার নিন্দুকেরা ইতোমধ্যে কুৎসা রটাতে শুরু করেছে। এই মাসের শুরুতে, রাষ্ট্রঘেষা সংবাদ সাইট রাইডাস.রু প্রকল্পটিকে আক্রমণ করে একটি গল্প লেখে, যাতে বলা হয় যে এটি নাৎসীদের প্রতি সহানুভূতিশীল এবং ভূতপূর্ব ধনকুবের মিখাইল খোদোরকভস্কি দ্বারা অর্থায়নকৃত ( মেডুসা বলে, তিনি প্রাথমিক পর্যায়ে একজন বিনিয়োগকারী ছিলেন কিন্তু পরবর্তীদের বাদ হয়ে যান,)। রাইডাস এর প্রতিবেদনটি এমনকি ‘মেডুসা’ নামটিকে নিয়ে কনস্টান্টিন রিকভ নামের একজন ক্রেমলিনবাদী একজন ব্লগার -এর লেখা একটি কৌতুকও পুনপ্রচার করে, যার মানে হলো ‘মেডুসা’ এবং ’জেলীমাছ’ উভয়ই এবং ইন্টারনেটে কিছু লোকের ভাষ্য অনুযায়ী এটি আপতদৃষ্টিতে নারীদের ব্যক্তিগত অঙ্গ বুঝাতে একটি রুশ কথ্য। 

কোলাপকভ বলে যে তার দল এই ধরনের হয়রানির জন্য প্রস্তুত আছে, যাকে সে ’মলবৃষ্টি’র পূর্বে  সামান্য ঝিরঝির বৃষ্টি হিসেবে বর্ণনা করে। লেনটা.রু -এর স্বাধীনতা খর্ব  করেছিল এমন নিপীড়ণের বিরুদ্ধে গোপন অর্থায়ন এবং রাশিয়ার বাইরে কার্যালয়সহ মেডুসার তৃতীয় একটি অস্ত্র আছে: এটিকে আইওএস ও এ্যান্ড্রয়ডগুলোতে  মোবাইল এ্যাপস-এর উপযোগী করে তৈরী করা হয়েছে।

বিগত দুই বছর ধরে উগ্রবাদী বা অন্যভাবে অবৈধ হিসেবে চিহ্নিত করা ওয়েবসাইটগুলোকে কালো তালিকাভূক্ত করতে ক্রেমলিন ক্রমবর্ধমানভাবে অত্যাধুনিক মাধ্যমের বিকাশ ঘটিয়েছে । এখন পর্যন্ত নিষিদ্ধ করা সংবাদ সাইটগুলোর তালিকা ছোটই আছে, কিন্তু মেডুসা যদি এটি একটি বড় সাফল্য পায় বা নির্দিষ্ট করে পৃথিবী চুরমারকারী সর্বাগ্রে সংগ্রহ করা একটি সংবাদ দিয়ে আঘাত করে তবে এটিও কর্তৃপক্ষ্যের শ্যেনদৃষ্টির নীচে পড়তে পারে।

Meduza.io, now up and running.

মেদুজা.আইও, এখন পুরোদমে চলছে।

আন্দ্রেই সোলডাটভ, একজন রুশ তদন্তমূলক সাংবাদিক এবং নিরাপত্তা সেবা বিশেষজ্ঞ রুনেট ইকোকে জানায় যে সে রাশিয়াতে মোবাই এ্যাপস নিষিদ্ধ করার কারিগরি সুযোগগুলো সম্পর্কে  পরিচিত নয়। ‘সমস্যাটি শুধুমাত্র ‘প্রশাসনিক মাধ্যমের দ্বারা’ সমাধান করা যাবে,’ সে বলে, ’তার মানে হলো এ্যাপেল-এর মতো কোম্পানীর উপর সরাসরি চাপ প্রয়োগ করা’।

কিন্তু ক্রেমলিনকে এখনই সিলিকন ভ্যালীর গলা জাপটে ধরতে হবে না, সোলডাটভ যোগ করলো। মেডুসা এখনও ডীপ প্যাকেট ইন্সপেকশন (ডিপিআই) সেন্সরশীপ এর কাছে আক্রম্য, যারা মাধ্যমে এ্যাপল বা গুগলের এ্যাপ স্টোরের পরিচালকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা ছাড়াই মোবাইল এ্যাপসগুলোকে ক্ষতিগ্রস্ত করা যাবে। এই ভাবে তথ্য বাঁধাগ্রস্ত করতে যদিও ব্যয়বহুল যন্ত্রপাতীর প্রয়োজন হবে যা বর্তমানে অনেক রুশ ইন্টারনেট সেবাপ্রদানকারী পক্ষ্যে বহন করা সম্ভব নয়। এমনকি রুশ সরকার যদি ইন্টারনেট সেবাপ্রদানকারীদের ডিপিআই সমর্থের উপর বিনিয়োগ করতে বাধ্যও করে তবুও সাইফন-এর মতো বিশেষ হাতিয়ার পাওয়া যায় ‘যেগুলোকে নিপীড়ণমূলক সরকার বিদ্যমান এমন দেশগুলোর জন্যই বিবিসি এবং বেতার মুক্ত ইউরোপ-এর মতো মোবাইল এ্যাপসগুলোকে সহজলভ্য করার জন্য তৈরী করা হয়েছে’, সোলডাটভ ব্যাখ্যা করলো।

মেডুসাতে প্রবেশের নিয়ন্ত্রণ গ্রহণ করার জন্য রাশিয়ার সেন্সরের প্রচেষ্টা এই প্রকল্পের প্রতি মানুষের আগ্রহের কারণে সম্ভবত বৃদ্ধি পারে। আপাতত, ওয়েবসাইটি সুন্দরভাবে বসানো হয়ছে, পাঠকদের জন্য ভালভাবেই নকশা করা হয়েছে, সাধারণ সেন্সরশীপ থেকে অন্তরীত অবস্থায় আছে, এবং তরঙ্গ সৃষ্টি করার জন্য প্রস্তুত হয়ে আছে। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .