হিমালয় কন্যা সিকিম থেকেও প্রকাশ পেল “হ্যাপি” ভিডিও

Screenshot from the video Happy Sikkim uploaded by Sushmita Pakhrin

হ্যাপি সিকিম ভিডিও স্ক্রিনশট। আপলোড করেছেন সুস্মিতা পাখরিন।

আমেরিকান গায়ক, প্রযোজক ফেরেল উইলিয়াম বছরখানেক আগে হ্যাপি বা সুখী নামের একটি গান লেখেন এবং প্রকাশ করেন। গানের মিউজিক ভিডিওটিতে তিনি নিজেও অভিনয় করেছেন। গানটি পৃথিবী জুড়ে তুমুল জনপ্রিয় হয়। এই গানে উদ্বুদ্ধ হয়ে বিশ্বের নানা প্রান্তের মানুষজন নিজেদের মতো করে গানটি গেয়ে অনলাইনে আপলোড করেছেন।

এ তালিকায় সম্প্রতি যোগ দিয়েছে হিমালয় কন্যা বলে পরিচিত ভারতের সিকিম রাজ্য। সুস্মিতা পাখরিন তার লেন্স ক্রাফট প্রডাকশন থেকে সুখী গানের সিকিম ভার্সন তৈরি করেছেন।

২৮ আগস্ট ২০১৪-এ ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। সুন্দর প্রডাকশনের জন্য ভিডিওটি ইতোমধ্যে সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছে।

অনলাইন নিউজ সাইট সিকিম নাউ-এর সাথে এক সাক্ষাত্কারে মিস পাখরিন বলেছেন:

We have tried to showcase the scenic beauty of Sikkim along with well-known and upcoming artists of the state.

আমরা সিকিমের নৈসর্গিক দৃশ্য তুলে ধরার পাশাপাশি দেশের খ্যাতনামা এবং প্রতিশ্রুতিশীল শিল্পীদের তুলে ধরার চেষ্টা করেছি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .