সান্তিয়াগোর মেট্রো স্টেশনে বোমা হামলা, কমপক্ষে ১৪ জন আহত

Metro de Santiago, Chile. Foo en Flickr del usuario  Ricardo Cabrera Letelier (CC BY-NC-ND 2.0).

চিলির সান্তিয়াগো সাবওয়ে। রিকার্ডো ক্যাবরেরা লেটেলিয়ার'র ফ্লিকার অ্যাকাউন্ট থেকে ছবি নেয়া হয়েছে। (সিসি বিওয়াই-এনসি-এডি ২.০)।

চিলির রাজধানীর সান্তিয়াগোর এসকিউয়েলা মিলিটার সাবওয়ে স্টেশনে গত ৮ই সেপ্টেম্বর দুপুর ২টার দিকে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে ১৪ জন মানুষ আহত হয়েছেন।

সবচে বেশি আহত হয়েছেন ৩৫ বছর বয়সী একজন নারী। তিনি মেট্ট্রো এস.এ-তে ধোপার কাজ করতেন। বোমার আঘাতে তার হাতের আঙুল উড়ে গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মাহমুদ অ্যালিউই জানিয়েছেন, বোমা হামলার জন্য দুইজন ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে। হামলার পরে তারা একটি সাদা রঙের শেভরলেট গাড়িতে করে পালিয়ে যান। তবে তদন্তকারী কমর্কর্তারা আরো একটি গাড়িও খুঁজে বেড়াচ্ছেন। সেটি লাল রঙের ওপেল করসা। গাড়ির ভিতরে দু'জন লোক ছিল। তাদেরকেও সন্দেহ করা হচ্ছে।

এখন ৫টা বাজে। সান্তিয়াগোর সাবওয়েতে কর্মতৎপরতা শুরু হয়ে গেছে আবার। কিছুক্ষণ আগে এসকিউয়েলা মিলিটার স্টেশনে বোমা হামলা হয়েছিল।

চিলির সরকার সান্তিয়াগো সাবওয়েতে বোমা হামলাকে “সন্ত্রাসবাদী কাজ” হিসেবে দেখছে।

আপডেট: চিলির সান্তিয়াগো সাবওয়েতে বোমা হামলায় ৮ জন আহত হয়েছেন।

চিলির সান্তিয়াগো সাবওয়েতে বোমা হামলা নিশ্চিতভাবে সন্ত্রাসবাদী আক্রমণ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .