পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কিত চারটি তথ্যচিত্র

পশ্চিম আফ্রিকায় প্রানঘাতী ইবোলা ভাইরাসের মারাত্মক প্রাদুর্ভাব ঘটেছে। গত মার্চ মাস পর্যন্ত এর ফলে ঐ অঞ্চলে প্রায় ৭০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত লাইবেরিয়া, সিয়েরা লিওন, গিনি এবং নাইজেরিয়ায় এই ভাইরাস ছড়িয়েছে বলে জানা গেছে। এই ভাইরাস আক্রমণের প্রথম ঘটনাটি গিনির বনে গত ৯ ফেব্রুয়ারি তারিখে সনাক্ত করা হয়। ভাইরাসটি এরপর দ্রুত রাজধানী শহর কোনাক্রিতে এবং তারপর পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে ছড়িয়ে পড়ে। গত মার্চে গিনিতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বমোট ৫৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার ফল হিসেবে নাইজেরিয়ার লাগোসে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভয়ের বিষয়, এটা এখন এই অঞ্চলের সবচেয়ে জনবহুল শহরগুলোর অন্যতম। মনরোভিয়া চিকিৎসা কেন্দ্রে কাজ করার সময় আমেরিকান ত্রাণকর্মী ডঃ কেন্ট ব্রান্টলি এবং তার সহকর্মী ন্যান্সি রাইটবলও ইবিওলায় আক্রান্ত হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য তাঁদের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের সদর দপ্তরের কাছাকাছি ইমোরি বিশ্ববিদ্যালয়ে সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যে চিকিৎসা সহজলভ্য তা পশ্চিম আফ্রিকায় অবিলম্বে কেন সহজলভ্য করা যাচ্ছে না, সেই বিষয়টি এখন আফ্রিকান পর্যবেক্ষকদের মধ্যে একটি বিতর্কিত বিষয় পরিণত হয়েছে।

ঐ অঞ্চলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে এই চারটি তথ্যচিত্র রয়েছে:

১। ইবোলার প্রাদুর্ভাবের সারসংক্ষেপ (০১/০৮/২০১৪ তারিখে @thedailymonitor এর মাধ্যমে পাওয়া)

তথ্যচিত্রঃ পশ্চিম আফ্রিকায় #ইবোলার প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৭০০ এর অধিক মানুষ মারা গেছেন।

২। ভাইরাসের প্রাদুর্ভাব বনাম এই অঞ্চলে সহজলভ্য চিকিৎসা কেন্দ্র (@aiddata এর মাধ্যমে, ০১/০৭/২০১৪ তারিখে পাওয়া)

৩। ইবোলা  ভাইরাসের লক্ষণ যেভাবে সনাক্ত করবেন ও করনীয় পদক্ষেপঃ (নাইজেরিয়া থেকে @katiejames এবং @4eyedmonk এর মাধ্যমে পাওয়া) 

লাগোসে ইবোলা ভাইরাসের কারণে একজনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। এখানে ভাইরাসটি সম্পর্কে আপনার যা জানা প্রয়োজন তা রয়েছে ..

ইবোলার যাবতীয় লক্ষণসমূহ চলুন দেখে নিই। 

৪। ইবোলার বাস্তুসংস্থান সম্পর্কে জানা (সিডিসি এর মাধ্যমে) 

The ecology of Ebola by the CDC - Public Domain

সিডিসি'র মাধ্যমে ইবোলার বাস্তুসংস্থান – পাবলিক ডোমেইন  

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .