ফুয়াদ মাসুমের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকারের পথে ইরাক

Kurdish Fouad Masoum has been elected as the new president of Iraq. Source: @RadawEnglish (Twitter)

ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কুরদিশ ফুয়াদ মাসুম। সূত্রঃ @RadawEnglish (টুইটার)

অবশেষে ইরাক নতুন প্রেসিডেন্ট পেল। ৭৬ বছর বয়সী কুর্দিশ রাজনীতিবিদ ফুয়াদ মাসুম এই পদের জন্য নির্বাচিত হয়েছেন। গত এপ্রিল মাসের নির্বাচনের পর থেকে একটি নতুন সরকার গঠনের যে অচলাবস্থা সৃষ্টি হয়, তাঁর পরই তিনি নির্বাচিত হলেন।  

পশ্চিম ইরাকে সুন্নি বিদ্রোহ মোকাবেলায় একটি নতুন সরকার তৈরির লক্ষ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিদ্রোহটি সন্ত্রাসী গ্রুপ ইসলামিক স্টেট অব ইরাক এন্ড সিরিয়া (আইএসআইএস) এর নিয়ন্ত্রণে রয়েছে, যারা গত মাসে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল এবং তার আশেপাশের এলাকাগুলো দখল করে নিয়েছে।

লন্ডন ভিত্তিক ইরাকি চ্যাথাম হাউস সহযোগী সহকর্মী হায়দার আল খেয়ি টুইট করেছেন:

ফুয়াদ মাসুম ২১ ভোটে দ্বিতীয় রাউন্ডে বিজয়ী হয়েছেন। তিনি ইরাকের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। 

এছাড়াও লন্ডন ভিত্তিক মোস্তফা কাধুম ব্যাখ্যা করেছেন:

ইরাকের প্রেসিডেন্ট হিসাবে কুর্দি রাজনীতিবিদ ফুয়াদ মাসুম নির্বাচিত হওয়ায় বাগদাদ ও কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের মধ্যে রাজনৈতিক টানপোড়ন প্রশমন হতে পারে।  

এদিকে, ​​টুইটারে ১৯,৬০০ অনুসরণকারী সম্বলিত ইরাকি সাংবাদিক খনি আল অরাইবি মন্তব্য করেছেন:

ইরাকের প্রেসিডেন্সি মূলত আনুষ্ঠানিক, দেশের জন্য কি ধরণের জাতীয় অনুভূতি ও দৃষ্টিভঙ্গী বাকি রয়েছে সেটিই গুরুত্বপূর্ণ। 

কিন্তু সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ডট এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি তার ৩০৭,০০০ অনুগামীদের কাছে টুইট করেছেন:

ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে ফুয়াদ মাসুম হাওরামি নির্বাচিত হওয়ায় আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। সমতা এবং ব্যাপক ভিত্তিক সরকারের জন্য পথ প্রস্তুত করা উচিত। 

ইরাকের জন্য পরবর্তী আগল হচ্ছে একটি চুক্তি যা নুরি আল মালিকিকে সরিয়ে ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করবে। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .